নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

রাজত্ব

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৬

গোয়ালে নব ষাঁড় কয় গাধাটাকে
সারাদিন খাটিস তুই,ওরে অভাগারে!
দেখ মোর পানে চেয়ে,আছি কত সুখে
নিতম্বটা করছি বড় রাজ ভুরিভোজে।

তুই তো জনম গাধা, নিচু তোর মান!
খেটে যাবি জনমধী যথা, তথা দিনমান,
মশা-মাছি কাটে তোরে, ঘুমোস ভূপড়ে
গালিচাটা পাতা মোর, মশারি উপরে।

শুনে গাধা মৃদু হেসে কয় গলা কেশে
খাদির তোর রাজভোগ, পরিশেষ মিছে,
মোর নেই রাজপাচঁন, ক্লেশটাও ভারী
তবু তোর সুখে মোর নেই কোন আড়ি!

আকাশেতে চেয়ে দেখ, হাসে চাঁদ মামা
দশদিন পরেই সুখ হবে ফানাফানা,
নিতম্বটা নিচু করে হবি কোরবানি
থাকবো ছিলেম যথা রাজত্বে আমি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল ও প্রীশু।

কবিতায় ভাল লাগা।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৫

কাইকর বলেছেন: চমৎকার

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: মজার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.