নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

মেঘবালিকা

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩

সাঁঝের বেলায় তাকিয়ে আকাশ পানে
দেখি সাদা মেঘের দল নিয়েছে ছুটি
ভীষণ তাড়ায় ছুটছে তারা নাড়ির টানে
বাড়ির পানে কাজের সকল হিসেব টুটি।

সুধালেম,এই শোন!দেখ একটু পিছন ফিরি
সারা দিনমান ছিলেম পরে শয্যাশায়ী,
যাবার বেলায় দাওনা একটু শীতল ছোঁয়া
তোমার জলেই ভাসুক মোর জীবন তরী।

বলল হেসে পিছন ফিরে মেঘবালিকা
যাওগো চলে আপন নীড়ে ভুলে মায়া,
ছিল যা বারী,বিলেছি ভারী,নিয়োনা পিছু
থাকলে বেঁচে অন্যে ধুয়ো জীবন কায়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.