নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম! কবিতা বিদ্বেষীরা দূরে থাকুন!

মোঃ সুমন রানা

অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!

মোঃ সুমন রানা › বিস্তারিত পোস্টঃ

কলঙ্ক

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫

একাকী পথে ফিরতে বাড়ি দেখলাম যা রেলে
গায়ের লোম উঠলো দাড়ায়ে শীতল রক্ত-স্রোতে,
বার কি তেরোর একটি মেয়ে ধুলোয় সিক্ত কেশ
কৃষ্ণবরণ গন্ধ ছড়ানো ছেড়া-তালি তার বেশ।

অবলা ললনা, লুপ্ত জ্ঞান,রাস্তায় বসবাস
পাগল বলিয়া দেখেনা কেহ,নিয়তির পরিহাস!
জীর্ণ দেহে ধরে শিশু নিজের বক্ষপটে
কলঙ্ক লেপন গিয়াছে ছড়ায়ে,লজ্জা সর্বতটে।

ক’জন যুবক আসলো হেঁটে,কইল হাঁক ছাড়ি
কেমনে করিলি এহেন কর্ম?হাসতে হাসতে মরি!
বাঁধা দিল না এসে কেহ সেথা,দেখলো শুধু চাহি
কত যে খারাপ বকল তারে, বলতে নাহি পারি!

শুধালাম পাশে দাঁড়িয়ে থাকা অচিন পথিক পানে
বলল হেসে মশাই পাপের ফসল,নেহায়েত পথজনে,
আনত নয়নে ছিলেম তাকায়ে অবুঝ নারী পানে
খিল খিল করি উঠল হেসে বাতাসে দুখ মেলে।

ফ্যাল ফ্যাল করি থাকল চাহি নিজের বক্ষ পানে
ফিসফিস করি কি যেন কইল নিজেই নিজের তরে!
বুকের মাঝে জমিল ব্যাথা,চোখের কোণে জল
নিজের বিবেক হইল বোবা,মানবতা বিফল।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

কাইকর বলেছেন: চমৎকার কবিতা ।+++++

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: পাগলীর নয়, এই কলঙ্ক সভ্য নামক অসভ্য সমাজের। যেকোন বিবেকবান মানুষকেই এমন দৃশ্য নাড়া দিয়ে যাবে। আপনার স্পর্শকাতর মনের প্রতি সমবেদনা ও শুভকামনা।
লেখা নিয়ে একটা কথা, খুব বেশি সাধু চলিত মিশ্রণ করে ফেলেছেন। নয়তো বাক্য গঠন বেশ সুন্দর।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬

স্রাঞ্জি সে বলেছেন: বেশ চমৎকার কাব্য।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: বেশ কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.