![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
আজ প্রভাতের আলোটাও কাছে নেই
নিরব প্রাণের মনটাও ভালো নেই,
আপনজনের লুকোনো অভিমান শত
ক্লান্ত মন আজ চাপা কষ্টের ভারেতেই।
নাই কিছু করবার,না সইবার আছে কিছু
তাই অচিন অদৃষ্টের নিয়েছি আজকে পিছু,
নিরবতা! হ্যাঁ, ওটাই শুধু আছে দেখাবার
করে চলো মনে যা চায় হে প্রিয়তমেষু।
কত মনের, কত স্বপ্নের ছিলেম শাখায়!
কত বেদন চুমেছে কত প্রাণ কত আশে!
আজ খরা,তাই গাছেরা দিয়েছে গা ঝাড়া
আমি কচি পল্লব,তবু পড়ে আছি তরু তলে।
হয়তো যাবো ভেসে,অজানা স্রোতের খেয়ালে
যেথা মানব-দানব নেই কিছু কোন খানে,
এথায় আমি কদাকার-বেমানান বড্ড বেশি
নিষ্ফল সব বাণী!তবু গাই গীতি মম ব্যথাতুর প্রাণে।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০২
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯
রাকু হাসান বলেছেন: ‘‘ আমি কচি পল্লব তবু পড়ে আছি তরু তলে’’
লাইনটি চমৎকার হয়েছে ,অামার কাছে
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
৫| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১
নেয়ামুল নাহিদ বলেছেন: আমার কাছে খুব ভালো লেগেছে। চালিয়ে যান