![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
প্রতি প্রভাতেই যেতাম ঠাকুর বাড়ি
গন্ধরাজ আর বেলির বাগান কোনে,
একটি পলক দেখতে তোমায় শুধু
ফুলকুমারী তোমায় রঙিন ঝুড়ি হাতে।
আমি চেয়ে থাকতাম অপলক
তুমি দেখতে রাঙা চোখে আড়ে আড়ে
ভাবতে কি নির্লজ্জ,বেহায়া ছেলে আমি!
কুড়িয়ে কুসুম তাড়াতেই যেতে চলে।
আমি বিভোর হয়ে শুনতাম তব গালি
ঘুম ভাঙা ওই ভারী করা অস্পষ্ট স্বরে,
ফোলা ফোলা দুটি বাঁকা চাহনির আঁখি
ছিন্ন খোঁপার দীঘল এলো চুলে।
সাঁঝবেলাতেও গিয়েছি মন্দিরে একা
ধূপের গন্ধটা লাগতো তখন ভারী,
উৎসব নয়!সব ছিল শুধু তোমায় দেখার নেশা
দেখলে তোমায় সবার সাথে আড়ি।
মাঝে মাঝে পিছু নিতাম চুপিসারে
তুমি খেয়াল করে হাঁটতে বেদম বেগে,
খানিক বাদে বাদে পিছন ফিরে দেখায়
এঁকে যেতো হাজারো কল্পনা মানসপটে।
এরপর,কেটে গেছে বহুদিন
তুমি হয়েছ চিতায় ভস্ম সেই কবে!
তবুও এই ঠাকুর বাড়ির উঠান,এই বাগিচা
মোরে ডেকে যায় প্রিয়,অস্পষ্ট পুরোনো সুরে।
এখনও সাজে এই বাগান,এই মন্দির
কত জন আসে কুড়াতে গন্ধরাজ,বেলি
কত জন দেয় পাবনে কত যে পূঁজা!
শুধু পড়েনা সেই পুরোনো পদধূলি।
কত ফুলেই সাজে বাগিচা আজ!
আমি খুঁজি সেই পুরোনো একটি মালি,
আড় চোখে তাকানো সেই জোড়া নেত্র
আর নিরব গালির অস্পষ্ট সেই বুলি।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯
এ.এস বাশার বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর অনুভূতি। ভালো লাগলো বেশ
আশা করি আরো ভালো লিখবেন।।।
অন্যান্য পাতায় ভালো সৃজনশীল মন্তব্য করে পাশে থাকবেন
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭
মোঃ সুমন রানা বলেছেন: Thanks for coment. I will try.....
৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩
মোঃ সুমন রানা বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় খুজে ফেরা মায়াবিনীকে খুজতে থাকুন মন দিয়ে । একদিন বেলি ফুলের সবাস নিয়ে ঠিকই দাড়াবে সামনে । সুন্দর কবিতা । ভালো লাগলো ।