![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
তুমি লাস্যময়ী!
লিলায়িত নৃত্যের ফাঁকে ফাঁকে পালিয়ে বেড়াও
আমি ভুল ভেবে ভেবে পিছু ছুটি মিছে আশায়
তুমি সব বুঝেও তবু আড়ালে সদাই লুকাও।
তুমি হাস্যময়ী!
কারনে, অকারনে ঝরাও হাসির বৃষ্টি
আমি শূন্যতার খরতাপে সেই বৃষ্টিতে খুঁজি সুখ
তুমি জেনেও সহসা আঘাত দিতে কর শিলা সৃষ্টি।
তুমি স্বপ্নময়ী!
অলীক স্বপ্ন তুলিতে এঁকে দাও মন তট
আবার নিমেষেই সেই তটে এঁকে দাও দুঃস্বপ্ন
আমি অবুঝ! তাই সুখ খুঁজি চড়ে সেই মনোরথ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
মোঃ সুমন রানা বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
এ.এস বাশার বলেছেন: কবিতার ভলো লেগেছে....
প্রীশু নিয়েন.........
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা।।।
তুমি চুপিসারি
চুপ থাকো যখন বলি
ভালোবাসি তোমায় ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
আহমাদ সালেহ বলেছেন: চমৎকার লিখেছেন।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: যুগে যুগে পুরুষরাই নারীদের মহান করে তুলেছে।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লিখেছেন।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: মনোমুগ্ধকর কবিতা! হৃদয়স্পর্শী ! ++++