নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ভালবাসার গল্প ও কিছু স্মৃতি

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।

স্বপ্নচারী সুমন

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে

স্বপ্নচারী সুমন › বিস্তারিত পোস্টঃ

:):DB-);) গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন) :):D:DB-) ;)

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৪

আপনারা যারা ভেবে পান না,কি গিফট দিবেন,তারাও এই পোস্ট থেকে ধারণা নিতে পারেন



কে বলেছে গার্ল ফ্রেন্ড রা গিফট দেয় না !



প্রচলিত একটা কথা হল, 'গার্ল ফ্রেন্ড' মানে নিজের পকেট ফাকা। সবার ধারণা গার্ল ফ্রেন্ড থাকলে শুধু পকেট ফাকাই হয়, ইনপুট নেই কোন। তাদের জন্য আমার এই পোস্ট। বিগত এক বছরে আমার গার্ল ফ্রেন্ড আমাকে যত গিফট দিয়েছে, তার কিছু ছবি এখানে দিচ্ছি । তবে, চকলেট এর ছবি দিতে পারছি না, খেয়ে ফেলেছি। ফুলের পিক দিতে পারছি না, মরে গেছে। আরও কিছু পিক দিতে পারছি না,কাছে নেই এখন, গাড়িতে তাই।



১ গীটার





২ আরমানীর বেল্ট





৩ নরম পুতুপুতু বাবুর মত একটা টেডি





৪ ইবনি কালার এর সুন্দর একটা শো পিচ





৫ নীল একটা শার্ট । আমার ফেভারিট গুলর মধ্যে একটা





৬ তার নিজের হাতে বানানো কার্ড। অনন্যসাধারন। ছবি দিয়ে বুঝান যাবে না।





৭ কার্ডের ভিতরে পাশ ।





৮ নিজের হাতে বানানো ছোট কার্ড। ভিতরে থ্রি ডি।





৯ ফ্লোটিং ক্যানডেল





১০ লাভ কার্ড





১১ লাভ সটীক





১২ কাপল মগ





১৩ মোমের শো পিচ





১৪ টাই সেট (রুমাল আর কাপ্লিং বোতাম এর সাথে)





১৫ ডিজেল এর ওয়ালেট





১৬ পারফিউম





১৭ প্লাটফর্ম এর উপর আমদের জীবন নিয়ে কার্ড। ছবি দেখে বোঝা যাবে না কার্ড টা কত সুন্দর। সে নিজেই বানিয়েছে।





১৮ হাতঘড়ি





১৯ লিভাইস এর ওয়ালেট





২০ ডিজেল এর হাতঘড়ি





২১ বেসবল ক্যাপ





২২ শার্ট





২৩ দুইটা গেঞ্জি আছে ভিতরে। ওদের ফ্যাক্টরিতে বানানো। প্যাকেট টা অর বানানো।





আপডেটঃ ;)



২৪ ছোট্ট শো পিচ





২৫ কফি মগ





২৬ হাতঘড়ি





২৭ জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন সমগ্র





২৮ আরও দুইটা গেঞ্জি







২৯ অনেক অনেক খাবারের মাঝে এটার কথা উল্লেখ না করে পারলাম না। এটা ও আমাকে খাইয়েছিল ভালবাসা দিবসে।





আরও যোগ হবে শীঘ্রই । ;);););):D:D:D:D

মন্তব্য ১২৬ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩০

অণুজীব বলেছেন: /:) /:) /:) B:-/

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৫

স্বপ্নচারী সুমন বলেছেন: কি হৈলো অণুজীব ভাই?

২| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাইরে আপনার ভায়রা হইতাম মুন্চায় B-)) B-)) B-)) ( মাই্ড খাইয়েন না,মজাক লইলাম)
দোয়া করি আপনাদের জীবন সুখের হোক।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৬

স্বপ্নচারী সুমন বলেছেন: হাহাহাহা । ধইন্যবাদ। দোয়া রাইখেন

৩| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৪

গাধা মানব বলেছেন: সুন্দর ফটু ব্লগ।



আমার কুনু গেরালফ্রেন্ড নাই। :(( :((

হইলে কি দিব আপনেরে কমু নে পরে!! :!> :!>

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৬

স্বপ্নচারী সুমন বলেছেন: ধইন্যবাদ। অবশ্যই জানাবেন

৪| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৬

হাবীব কাইউম বলেছেন: এটা ঠিক, যে মেয়েরা মন-প্রাণ দিয়ে ভালোবাসে, তারা উপহার দেয়। আর যারা বিনিময় হিসাব করে, তাদের ব্যাপার আলাদা। বিনিময় বলতে তার ভালোবাসার সাথে প্রেমিকের ভালোবাসার তুলনা করা কিংবা আমার যোগ্যতা আছে বলেই ও আমাকে ভালোবাসে এরকম ভাবা। আপনি আসলেই ভাগ্যবান। আমার বৌও এরকম। আমিও সেজন্য ভাগ্যবানদের একজন।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮

স্বপ্নচারী সুমন বলেছেন: গিফট জিনিস টা ভালবাসার ই বহিঃপ্রকাশ। ধন্যবাদ

৫| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৭

আজব কবি বলেছেন: আপনি অনেক লাকি রে ভাই !! আপনাদের জন্য অনেক শুভকামনা রইল :)

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৯

স্বপ্নচারী সুমন বলেছেন: আসলেই ভাই। দোয়া করবেন

৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮

লিংকন১১৫ বলেছেন: ভাই আপনে নিতেও পারেন

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪০

স্বপ্নচারী সুমন বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) কি করবো ভাই। আমি যে না করতে পারি না । =p~ =p~

৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৩

লাল চাঁন বলেছেন: আপনি কি কি দিয়েছেন লিষ্ট দেন, দেখি আপনার দেয়া গিফট্ এর কত পার্সেন্ট আপনাকে দিয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৯

স্বপ্নচারী সুমন বলেছেন: জানতাম, এই প্রশ্ন টা উঠবে। না রে ভাই, আমি যা দিয়েছি, এগুলার অর্ধেক হতে পারে। অগুলা তো আমার কাছে নেই। থাকলে পিক দিতাম।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৩

পথিক০২১ বলেছেন: This is called rubbing in our face :) . I think your girl friend is not Bangali. Anyway, I wish both of you happy future.

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫১

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~ না,ভাই। সে খাটি বাঙালি। ধন্যবাদ

৯| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৯

অর্ফিয়াস বলেছেন: ভাই, আপ্নে কই থাকেন?? কপালে একটা ঘষা দিমু, যদি তাতে কপাল বদলায়।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫২

স্বপ্নচারী সুমন বলেছেন: ঢাকা মেডিক্যাল এর হল এ। চলে আসেন। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৫

মেসি-ডোনা বলেছেন: শুভকামনা রইল আপনার প্রতি।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৯

স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ

১১| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৫

অািরফুররহমান বলেছেন: অর্ফিয়াস বলেছেন: ভাই, আপ্নে কই থাকেন?? কপালে একটা ঘষা দিমু, যদি তাতে কপাল বদলায়।


সূর্য গ্রহণ যেমন ডেইলী হয়না, আপনার মত চান্দ কপাল সবার হই না। শালার জীবনে মগ ছারা কিছু পাই নাই।।। গার্লফ্র্যান্ড মানেই ফকির হওয়ার রাস্তা। এই কথা রেয়ার কেস দিয়া অস্বীকার করবার পারুম না।।।।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০০

স্বপ্নচারী সুমন বলেছেন: ভাই, সে আপনাকে কতটা ভালবাসছে, এটাই মেইন কথা। একটা মগ এর মাঝে কতটুকু ভালবাসা সে ভরে দিল, সেটাই দেখার বিষয়।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৮

শয়তান শাহীন বলেছেন: আফনার উনার কি কনো ছুডো বইন নাই... B-) B-) B-)
যাক বাদ দেন.....আফনাগো পেড়েমের হ্যাপ্পি এ্যান্ডিং হোক...... :-B :-B :-B

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০১

স্বপ্নচারী সুমন বলেছেন: না রে ভাই। বড় ভাই আছে। লাগবো নাকি? মাইন্ড খাইয়েন না। মজা লইলাম।
অনেক অনেক দোয়া করবেন।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৬

যীশূ বলেছেন: আপনার তো দেখি বিরাট কপাল!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩০

স্বপ্নচারী সুমন বলেছেন: আসলেই। তবে গিফটের জন্য না। ভালবাসার জন্য।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১০

নাঈম আহমেদ আকাশ বলেছেন: কিছুই দিমু না ।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩১

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~ =p~

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: গার্ল ফ্রেন্ডরা গিফট দেয়না এটা পুরা ভুয়া কথা। আমার তো মনে হয় গার্লফ্রেন্ডরাই অনেক বেশি গিফট দেয়! আমার নিজের অভিজ্ঞতা অন্তত তাই বলে! :!> :!> :!> :#> :#> :#> :#>



গিফট গুলো দেখে ভালো লাগল! আপনার এবং আপুর জন্য শুভ কামনা!

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩২

স্বপ্নচারী সুমন বলেছেন: ভাই, আমি বলেছি,অধিকাংশ লোক এটা ভাবে আর বলে। ধন্যবাদ আপনাকে।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৫

যোগী বলেছেন: তোরা বড় লোগ আছিস ভালো-মন্দ খাস পরী লাগাস.........।
হামরা গরীব মানুষ সুটকি খাই পুটকি লাগাই......।

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩২

স্বপ্নচারী সুমন বলেছেন: ছিহ। X(( X(( X(( X((

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৯

অণুজীব বলেছেন: হিংসা /:)

২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩

স্বপ্নচারী সুমন বলেছেন: উউউউউপস ।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩

নীলপদ্ম সত্য বলেছেন: শুকরিয়া আদায় করেন, আর প্রেমটাকে পবিত্র রাখবেন।এমন প্রেম ১৪প্রজন্মের ভাগ্যের ব্যাপার, যোগ্যতার নয়।

ভাইরে, একদম হৃদয় দিয়া একজনকে ভালোবাসতাম(প্ল্যাটোনিক) সেই ক্লাস নাইন(১৯৯৯) থেকে। প্রথম দিকে আকারে ইঙ্গিতে বুঝাইতাম এবং তার হাবভাব দেখে মনে হত সেও আমাকে ভালোবাসে। স্কুলের সবাই তাই মনে করত।২০০৫সালে আমি ডাইরেক্ট অ্যাকশনে গিয়া তাকে একটা চিঠি দিয়া জানাই।

প্রতিউত্তরে সে আমার বাবার কাছে বিচার দিবে বলে আমাকে হুমকি দেয়।আমি যথারীতি আমার ছোট ভাই-বন্ধুদের নিয়া গার্ড বসাইয়া দিলাম, তাকে ঠেকানোর জন্য(ঠিক আগের দিনে রাজারা যেভাবে শত্রুদের মোকাবেলা করার জন্য সৈন্য সেট করত)। আমাকে সামনে পাইলে সে মনে হয় আমারে মার্ডার কইরা ফালাইব।তবে তার হাতে মার্ডার হইতে পারলে আমি ধন্য। এরপর থেকে প্রেম-ভালবাসা/মেয়ে মানুষ আমার কাছে একটা আতঙ্ক।

আমি নিজে না পারলে কি হবে, জানিয়ে রাখি আমি এ পর্যন্ত ২টা জুটির প্রেম বানাইয়া দিছি এবং তাদের এক জুটির বিয়ে হয়েছে।খোদার কসম "কার্জন হলের মত সুন্দর জায়গায় যখন কোন জুটিকে খুব আবেগীয় ভঙ্গিতে পাশাপাশি হাটতে দেখি ভেতরটায় খুব শান্তি লাগে আর যখন ঝগড়া করতে দেখি তখন খুব খারাপ লাগে"।


তবে এখন আমার একটা প্রেম হইছে তবে সেটা কোন মানুষের সাথে না, একটা প্রাণহীন যন্ত্রের সাথে। বলেই দেই, একটা গীটারের সাথে,এখানেও বিপত্তি, "আমি গীটারকে যতটা ভালবাসি,সে আমাকে ঠিক ততটাই ঘৃণা করে" অর্থাৎ আমি যতই চেষ্টা করি কোন সুর তুলতে পারি না। আপনাকে ভাবীর দেয়া গীটার দেখে একটু আবেগী হইয়া এত্ত বড় কমেন্ট লেখলাম,রাগ হইয়েন না।


ওহ ভালো কথা "আমাকে একটু গীটারে তালিম দেবেন কি?"

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

স্বপ্নচারী সুমন বলেছেন: এত কষ্ট করে এত সুন্দর একটা কমেন্ট দেবার জন্য অনেক ধন্যবাদ। আমরাও অনেক ঝগড়া করি কিন্তু সিরিয়াস কিছু না। আমি মনে করি ভালবাসার দিক থেকে আমি অনেক অনেক সুখি। কারন প্রায় সবাই ভালবাসলেও কোথাও না কোথাও একটা না একটা অপূর্ণতা থাকতে পারে। বিশ্বাস করবেন না, আমি যাকে ভালবাসি, তার একটা অপূর্ণতাও আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আবেগি হয়ে বলছি না। এটাই সত্যি। এটাই বোধয় ভাগ্য। দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কে সব ক্ষেত্রেই সফলতা দেন।
আর ভাই আমি গীটার বাজাতেই পারি না। এটা ও দিয়েছে ২১ জানুয়ারি এই বছর। শিখব। ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল। কিন্তু পরাশুনার প্রবল প্রতাপে আর হয়ে ওঠেনি। দোয়া করবেন।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪

ঝটিকা বলেছেন: বাপস এতো কিছু!!!! কার্ডগুলো অসাধারণ।

দোয়া করি আপনারা আজীবন সুখী যুগল হয়ে থাকতে পারেন।

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

স্বপ্নচারী সুমন বলেছেন: আসলেই ভাই, কার্ড গুলা এত সুন্দর, পিক তুলে বঝান যাবে না । দোয়া করবেন

২০| ২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪

আমার- নাম- মেহেদী বলেছেন: আরে! এইটা তো আমার গিটারের ফটুক B:-) B:-)

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নচারী সুমন বলেছেন: আপনারটাও একই নাকি?

২১| ২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৯

কালীদাস বলেছেন: সত্যি কইরা কন তো, গার্লফ্রেন্ড দিছে না শশুর দিছে?? B-))

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নচারী সুমন বলেছেন: :D :D :D :D নারে ভাই, গার্ল ফ্রেন্ড ই দিছে। তার কাছে যদি ২ টাকার একটা নোট ও থাকে, আমার জন্য সেন্টার ফ্রেশ কিনে নিয়ে আসে।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ইয়া আল্লাহ !! B:-) B:-)

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্নচারী সুমন বলেছেন: :D :D :D :D

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫

মুহসীন৮৬ বলেছেন: ইনফিনিট হিংসা........
দোয়া রইল জীবন শান্তিতে কাটুক। :)

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪০

স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া করবেন

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪১

Observer বলেছেন: ভাই কি কোন ধনীর বউয়ের সাথে পরকিয়া করেন নাকি? :-P :-P :-P

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নচারী সুমন বলেছেন: কাউকে খারাপ কথা বলতে পারি না। এটা যদি আমার ব্যর্থতা হয়, তবে জেনে রাখবেন, যে কখনও রাগতে শেখেনি, সে জানে না, কিভাবে আর কখন রাগ থামাতে হয়। X(( X(( X(( X((

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭

কিছুক্ষণ বলেছেন: গিফট পাইছেন... ভালা কথা.... তয় মাইনসেরে এমনে দেখান ঠিক না.... দেখবেন গিফটের জন্য আপনার গার্লফ্রেন্ডরে ভাগাইয়া লইয়া যাইব...

২নং গিফটের প্যাকেট আরমানির, বেল্টের বকলেস louis vuitton ব্রান্ড এর... জিনিসের মধ্যে ঘাপলা আছে...

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নচারী সুমন বলেছেন: বলেছে আপনাকে। ভাগার ভয় থাকলে তো আর আমি প্রেম করতাম না,তাই না। আর সব মেয়ে আপনার গার্ল ফ্রেন্ড এর মত না যে, ভাগার তালে থাকবে।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫১

লেডি বার্ড বলেছেন: নাইস গিপট । :)
আপনার কপাল তো ভাই পুরা বাংলাদেশের সমান। B-)
সুখে থাকেন দোয়া রইল।

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ। হয়ত ঠিক।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৮

ফয়সাল তূর্য বলেছেন: জিএফ ও নাই, গিফটও নাই! :(( :(( :((

২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নচারী সুমন বলেছেন: আঙ্কেল অ্যান্টি কে দিতে বলেন

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২৮

মাহ্‌মুদুল হাসান । বলেছেন: /:) :(

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫০

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৭

ইন্জিনিয়ার জনি বলেছেন: লেখক বলেছেন: :D :D :D :D নারে ভাই, গার্ল ফ্রেন্ড ই দিছে। তার কাছে যদি ২ টাকার একটা নোট ও থাকে, আমার জন্য সেন্টার ফ্রেশ কিনে নিয়ে আসে।

দারুন খুশি হলাম এই কথাটি শুনে। দোয়া রইল ভাইয়া তোমার জন্য, আশা করি তুমিও তাকে অনেক অনেক ভালবাস। ভালবাসার মানুষকে ঠকিইয়ো না। আল্লাহ তোমাদের সকল সৎ মনের আশা গুলো পুরন করুন। ভালো থেকো........

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২২

স্বপ্নচারী সুমন বলেছেন: ধন্যবাদ এত সুন্দর কমেন্ট দেবার জন্য

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৭

দা লর্ড বলেছেন: ভালবাসার মানুষকে ঠকিইয়ো না।

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৯

স্বপ্নচারী সুমন বলেছেন: না রে ভাই

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৩২

রিফাত হোসেন বলেছেন: চিন্তা করতেছি ; আপনার গা ফ্রে নিয়া কইলাম ম্যারাথান দৌড় দিমু । :-0

২৭ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৭

স্বপ্নচারী সুমন বলেছেন: =p~ =p~ =p~ কিছুদূর দৌড়ানোর পর দেখবেন আমার গার্ল ফ্রেন্ড আর নাই। কারন, সে তো দৌড় দেয়নি। দিবেও না

৩২| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৪

ভাবুক আমি বলেছেন: জিএফ ও নাই, গিফটও নাই!

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৫

স্বপ্নচারী সুমন বলেছেন: এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)
আমার এই পোস্ট টা দেখতে পারেন। গার্ল ফ্রেন্ড বানানো কঠিন কিছু নয়। তবে, সৎ থাকবেন তার কাছে।

৩৩| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: উনি অনেক সুন্দর কার্ড বানান। কার্ড গুলো সত্যিই ভাল লাগছে। সাথে কত মমতা ছিল ভাবতেই কার্ডটা আরো সুন্দর হয়ে যাচ্ছে।

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:১৭

স্বপ্নচারী সুমন বলেছেন: আসলেই ভাই, সে বুয়েট ভর্তি পরিক্ষায় আর্কিটেকচারে ৪র্থ হয়েছিল। যদিও ভর্তি হয় নাই ওখানে।
আর সে এমনি নিত্য নতুন ভাবে আমাকে ক্রমাগত ভালবাসে। প্রতিদিন যেন ঠিক অন্যভাবে।

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪১

অপরাজেয়আমি বলেছেন: খালি কান্তেই কান্তেই আছি................কেন যে ভাই তুমার একটা হবু আপন শালী নাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!...............

কি দোষটাই না করলাম আমি? আমার বা আমাদের চারপাশ আশলেই অনেক অন্যরকম..........যা ভাবি তার ঠিক ৩৬০ডিগ্রী উল্টা হয় ভাবনা..........


সবচেয়ে বড় কথা হইল আপনার আর আপুর ভালাবাসা আজীবনের জন্য সত্য হোক.........কিন্তু একটা প্রশ্ন ছিল ভাই........ আপু কই পড়ে......ডাক্তারী???(রাগলে উত্তর দেওয়ার কোন প্রয়োজন নাই)

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২০

স্বপ্নচারী সুমন বলেছেন: রাগব কেন ভাই? আজব। আমি সবাই কে খুব দ্রুত আপন ভাবি। তাই অযথা রাগতে পারি না। =p~ =p~ =p~ =p~
আপনার ভাবি বুয়েট এ পড়ে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ।
দোয়া করবেন

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৭

ডেজা-ভু বলেছেন: B:-) B:-) B:-)



ভাইরে, আপনের কপালডার একটা ছবি দিতেন!!

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২১

স্বপ্নচারী সুমন বলেছেন:
এই যে ভাই। শুধু কপালের ছবি তোলা নাই। =p~ =p~ =p~ =p~ =p~

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৬

অপরাজেয়আমি বলেছেন: জি হ্যা কালকেই আমি কমেন্ট করার পর ই জুকার মামুর ঘরের ভিতর গিয়া আপুর ছবি সহ কোথায় পড়ে কোথায় পড়ত সব দেইখা আইছি ভাইজান!!!!!!!!!!!!

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৯

স্বপ্নচারী সুমন বলেছেন: জয়তু ভাইজান, চালিয়ে যান। তার সম্পর্কে যত ইনফরমেশন আপনি জানবেন এবং তাকে জানাতে পারবেন যে আপনি এগুলা নিয়ে জানেন, ততই সে বুঝবে যে আপনি তার জন্য আপনার মুল্যবান সময় দিয়েছেন।

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৩

Observer বলেছেন:
Observer বলেছেন: ভাই কি কোন ধনীর বউয়ের সাথে পরকিয়া করেন নাকি? :-P :-P :-P

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: কাউকে খারাপ কথা বলতে পারি না। এটা যদি আমার ব্যর্থতা হয়, তবে জেনে রাখবেন, যে কখনও রাগতে শেখেনি, সে জানে না, কিভাবে আর কখন রাগ থামাতে হয়। X(( X(( X(( X((








কিরে ভাই ফান বুঝেন না?B:-) B:-) B:-)
মন্তুব্যের পরে যে আমি ফান ইমোটিকনগুলো যোগ করলাম তা দেখেন নি? এরকম সেন্সেটিভ মাল হলে ব্লগিং করেন কিভাবে? আশ্চর্য!!!!!B:-) B:-) B:-)

২৮ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৯

স্বপ্নচারী সুমন বলেছেন: নারে ভাই। সবাই আজকাল এরকম কথা বলে শেষে ফান ইমো দিয়ে রাখে। তাই। সরি।

৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৮

উদাস যুবক বলেছেন: ওয়েল আপনার শ্বশুর কি করেন ?? ভাবির বড় বা ছোট বোন আসে নাকি!!!

২৮ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২১

স্বপ্নচারী সুমন বলেছেন: বিজনেস। নাহ, আপনার ভাবীর শুধুই একটা বড় ভাই আছে। আর থাকলেও আপনার লাভ হইত না। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬

উদাস যুবক বলেছেন: X( X( X( :( :( :( :(( :(( :(( :((

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:০১

স্বপ্নচারী সুমন বলেছেন: ভাবি যদি দেখে, খবর আছে কিন্তু আপনার। ;) ;) ;) =p~ =p~ =p~ =p~

৪০| ২৯ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

নীলপদ্ম সত্য বলেছেন: মাশ-আল্লাহ,ভাইয়ের চেহারা-তো পুরা নায়কের মত;তারপর আবার হবু ডাক্তার।এই কারনেই ভাবি আপনারে এত মোহব্বত করে। ভাই,দুনিয়া আফনেগো লাইগাই।

ভাই,আমার কপাল সম্বন্ধে একটা ধারনা দেই।ধরুন, আমি নীলক্ষেত গেলাম ছবি করার জন্য্, দোকানদার আমার কাজটা হাতে নিল আর অমনি কারেন্ট চলে যায়, কারেন্ট থাকলে কার্ট্রিজে প্রবলেম অথবা কম্পিউটারেই সমস্যা দেখা দেয়।

আর পরীক্ষায় আমি যেই সেটগুলো পড়ি সেখান থেকে কোশ্চেন আসে না, তাই আমার বন্ধুরা পরীক্ষার আগে আমাকে বলে "দোস্ত তুই কোনগুলো পড়বি বল?"
আমি বলি :কেন?
বন্ধুরা : আগে বল্ , তুই কোনগুলো পড়বি?
আমি : বিগত বছরের প্রশ্নের মোটামোটি একটা পোস্টমর্টেম করে আমার সিলেক্টেড প্রশ্নগুলি বলি,
বন্ধরা : থ্যাঙ্ক ইউ, আমি তাহলে এগুলো পড়ব না কারন আর যাই হোক এগুলো আসবে না।
আমি: X( X( X( X( X( X(

আপনি কোন মেডিকেলে পড়েন?থাকেন কোথায়?বললে উপকৃত হব।
আপনার কপালে একটা আলতু ঘষা দিতাম, আপনার দোয়া লইলে এই বুড়া বয়সে যদি একখান চাকরি অন্তত পাই।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০০

স্বপ্নচারী সুমন বলেছেন: :#> :#> :#> :#>
নারে ভাই, সেজন্য না। আপনার ভাবি অনেক সুন্দরী। আর সে নিজেও বুয়েট এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে।
ভাই, এগুলা শুধুই আপনার ধারণা। আপনি চাইলেই এগুলা এড়াতে পারতেন একটু ভেবে দেখেন। সবকিছুর ই বাস্তব ব্যাখ্যা আছে। আপনাকে কোন কিছু নিয়ন্ত্রণ করে না। আপনিই পারেন সব কিছু নিয়ন্ত্রণ করতে, পরিবর্তন করতে। শুধু দরকার আপনার নিজের উপর বিশ্বাস।
অনেক অনেক দোয়া রইল আপনার চাকরীর জন্য।
আমাদের তো সারাদিন ই ভাইভা দিতে হয়।

আমি ঢাকা মেডিকেল এ আছি। থাকি মেডিক্যাল এর পাশেই। ফ্যামিলির সাথে। দোয়া করবেন।

৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩১

আব্রাহাম মোর্শেদ বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬

স্বপ্নচারী সুমন বলেছেন: দুঃখ কইরেন না ভাই।

৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২২

অনির্বাণ রায়। বলেছেন: :-P :-P :-P :-P :-P :-P পুস্ট মিস কর্ছিলাম ভালই তো আছিলাম । বেহুদা ক্যান আমারে কান্দাইলেন?? :(( :(( :(( :(( :((

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩৬

স্বপ্নচারী সুমন বলেছেন: সরি ভাই। গার্ল ফ্রেন্ড বানায়া ফেলেন একটা। =p~ =p~ =p~ =p~ =p~

৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৩

শেখ মিনহাজ হোসেন বলেছেন: খাইসে! প্রচণ্ড রকম হিংসাইলাম! আমার উনিও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমরা অনেক দীর্ঘ দূরত্বে থাকি। প্রায়ই দুঃখ করে ও বলে যে, ওর মাথায় নাকি সারপ্রাইজ দেয়ার কোন আইডিয়া আসে না! আমি অবশ্য তার ভালোবাসাতেই খুশি!

তবে আপনি অনেক লাকি। বিশেষ করে, কার্ডগুলো দেখে আপনার প্রেমিকাকে চরম ক্রিয়েটিচ একজন মানুষ মনে হচ্ছে।

ডাক্তার-ইঞ্জিনিয়ারের যুগলবন্দী! আপনারা সুখী হোন!

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৪

স্বপ্নচারী সুমন বলেছেন: অনেক ধন্যবাদ। আপ্নারাও সুখি হন সেই দোয়া রইল। ভালবাসা পাওয়া টাই অনেক বড় সারপ্রাইজ। এটাই বা কজন পায় !

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০১

আশাবাদী ডলার বলেছেন: কার্ডগুলোর ডিজাইন পরিচিত পরিচিত লাগছে :P মাইন্ড খাইয়েন না আবার। অন্যকিছু বুঝাইনি :) আসলে অনেক মেয়েদের সৃজনশীলতা প্রায় কাছাকাছি ধরনের হয়। যাহোক, শুভকামনা রইল আপনাদের জন্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৬

স্বপ্নচারী সুমন বলেছেন: :-P :-P :-P :-P হুম, সেটা ঠিক। ধন্যবাদ অনেক অনেক

৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৯

এ.এ.এম বিপ্লব বলেছেন: প্রিয়তে নিয়া রাখলাম .... প্রেম শুরু করার পর প্রেমিকারে লিঙ্ক পাঠানো প্রয়োজন হতে পারে । এখনকার মেয়েদের যা অবস্থা ..... মনে করাইয়া না দিলে বেমালুম ভুলে যাওনের ভাব নিব !! থেঙ্কু লন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২২

স্বপ্নচারী সুমন বলেছেন: ঠিক কইছেন। মনে করায়া দিলে পালাইবার পারুম না।
সাদরে গৃহীত হইল।

৪৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৬

ফয়সা২৩৪ বলেছেন: যোগী বলেছেন: তোরা বড় লোগ আছিস ভালো-মন্দ খাস পরী লাগাস.........।
হামরা গরীব মানুষ সুটকি খাই পুটকি লাগাই......।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৪

স্বপ্নচারী সুমন বলেছেন: ছিহ। ভাষার ব্যবহারে সতর্ক হওয়া উচিৎ

৪৭| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৮

অহন_৮০ বলেছেন: অনেক সুন্দর হইছে গিফট গুলো..............তবে অবশ্যই আপনি এই ভালোবাসা টা পবিত্র রাইখেন

১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩১

স্বপ্নচারী সুমন বলেছেন: পবিত্র আছে আল্লাহর রহমতে

৪৮| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৪

তাশা বলেছেন: হিংসিত হইলাম............

২৭ শে এপ্রিল, ২০১২ রাত ২:৫৮

স্বপ্নচারী সুমন বলেছেন: আপনাকে হিংসিত করিবার জন্য ক্ষমা প্রার্থী :P :P

৪৯| ২৭ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৫

তাশা বলেছেন: অরে সালা......... !! আপনে মেডিকেল উনি বুয়েট.........!! খাইসে আমারে........... আপনেরা তো সেইরকম তারকা জুটি..............

২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৫

স্বপ্নচারী সুমন বলেছেন: :D :D :D :D তা যা বলেছেন। :#> :#>

৫০| ২৭ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন: আপনার গার্ল ফ্রেন্ড এর বোন - টৌন নাই /:)

২৭ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫১

স্বপ্নচারী সুমন বলেছেন: না রে ভাই। শুধু বড় একটা ভাই আছে। :P :P :P

৫১| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫০

বাংলার আগন্তুক বলেছেন: আইফোন দেয় নাই? আমার বউতো এইগুলার লগে একখান আইফুনও দিসে। সামনে বার্থডেতে ডি.এস.এল.আর দিবো কইসে। জলদি গার্লফেন্ডরে আইফোন দিতে কন। তয় আপনে কি দিসেন ঐডা কইলেন না????

২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৪

স্বপ্নচারী সুমন বলেছেন: এইগুলার লগে??? !!!
আমারেও ডি এস এল আর দিবার চাইছে।
কি আর করুম ! না তো কইবার পারি না। বউ বইলা কথা।
আইফুন নিমু না। নিলে আই প্যাড ই নিমুনে।

৫২| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৫

সাইফুল ইসলাম নিপু বলেছেন: aj r valo lage na

২৮ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৫২

স্বপ্নচারী সুমন বলেছেন: উপস !!! :| :| :|

৫৩| ০৮ ই মে, ২০১২ বিকাল ৪:৫০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাই আপনের তো সেইরকম কপাল.....। আপনের ফুডুটা প্রিন্ট কইরা মানিব্যাগে রাখুম ভাবতেছি.... /:)

০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নচারী সুমন বলেছেন: বাপরে ! আপনার মানিব্যাগে জায়গা করতে পেরে আমি গর্বিত ;) ;) ;)

৫৪| ০৮ ই মে, ২০১২ বিকাল ৫:৩৮

মুহিব বলেছেন: আমি তো জীবনে কিছুই দেখলাম না। আজকে এই পোস্ট দেখাব, দেখি তারপর কি হয়।

০৮ ই মে, ২০১২ রাত ৮:০০

স্বপ্নচারী সুমন বলেছেন: দেখেন। কি হয় জানিয়েন। =p~ =p~ =p~ =p~

৫৫| ১০ ই মে, ২০১২ রাত ১২:৩৬

কাদা মাটি জল বলেছেন: :( :( :(
++
প্রিয়তে।

১০ ই মে, ২০১২ রাত ১২:৪০

স্বপ্নচারী সুমন বলেছেন: মানুষ খুশি হইয়া প্রিয়তে নেয়, আপনি মন খারাপ কইরা প্রিয়তে নিলেন !!! ;) ;) ;)
অনেক ধইন্যা পেলাসের জন্য। :D :D

৫৬| ১৩ ই মে, ২০১২ রাত ১:০৩

শার্লক হোমস্‌ বলেছেন: X(( X(( X(( X(( X(( X((
( আমাগো ভাগ্যে কেন এমন হয় না ।। |-) |-) |-) |-) |-) |-) |-) |-) )

১৩ ই মে, ২০১২ সকাল ৮:০৬

স্বপ্নচারী সুমন বলেছেন: কে যে কোনভাবে সুখি, তা সে নিজেই জানে না। মানুষের যদি ডাবল লাইফ হত তাহলে হয়ত বুঝত, তার পূর্ণতা কতখানি। হিংসিত হইয়েন না। ;) ;) ;) আপনিও ভাগ্যবান । শুধু আপনার মনের আধারে সেটা ঢাকা পড়ে আছে হয়ত।

৫৭| ২০ শে মে, ২০১২ রাত ১১:৩৬

আনমনেএকাকী বলেছেন: ভাই যা পাইছেন সব তুলে দিলেন নাকি

২০ শে মে, ২০১২ রাত ১১:৪২

স্বপ্নচারী সুমন বলেছেন: লুল। না, ভাই। অনেক কিছুই বাকি আছে। বলছেনই যখন, দিয়া দিমুনে। :P :P :P

৫৮| ১১ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৮

জাওয়াদ তাহমিদ বলেছেন:
হিংসা কইরা লাভ নাই তাই করলাম না।

সুখে থাকেন দোয়া করি। আপনার মতন কপাল সবার হয়না।
:) :) :)

১১ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫০

স্বপ্নচারী সুমন বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক ধইন্যা।

৫৯| ১৯ শে জুন, ২০১২ রাত ১০:১৯

রাখালীয়া বলেছেন: ভাল থাকুন আপনারা।

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৭

স্বপ্নচারী সুমন বলেছেন: দোয়া করবেন। :) :) :)

৬০| ১৯ শে জুন, ২০১২ রাত ১০:৩৫

গাজী খায়রুল হাসান বলেছেন: আমার তো গার্ল ফ্রেন্ড নাই বিয়া কইরা ফেলছি।তাইলে আমারে কে গিফট দিব? এখন আমার কি হপে? :(( :(( :((

১৯ শে জুন, ২০১২ রাত ১১:১২

স্বপ্নচারী সুমন বলেছেন: বউই দিব। টেনশন নাইক্কা :D

৬১| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৩

শাব্বির আহমাদ নাইম বলেছেন: বাংলাদেশে জুয়েলারিতে নাম এনগ্রেভ করা যায় কথাই জানালে উপক্রিত হতাম।

০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৩২

স্বপ্নচারী সুমন বলেছেন: আগের কমেন্টে উত্তর দিয়েছি

৬২| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৫

ঘুমন্ত আমি বলেছেন: আফচুচ গার্লফ্রেন্ডও নাই গিফট নাই ।

০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৩২

স্বপ্নচারী সুমন বলেছেন: দুঃখ না কইরা মিশনে নাইমা পড়েন।

৬৩| ০৭ ই জুলাই, ২০১২ সকাল ৮:২৫

ঘুমন্ত আমি বলেছেন: আফচুচ গার্লফ্রেন্ডও নাই গিফট নাই ।

০৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৩

স্বপ্নচারী সুমন বলেছেন: :| :) খুঁজতে থাকেন। পেয়ে যাবেন। শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.