নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি ভালবাসার গল্প ও কিছু স্মৃতি

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।

স্বপ্নচারী সুমন

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে

স্বপ্নচারী সুমন › বিস্তারিত পোস্টঃ

:):):D:Dআমার নিকন ডি ৩১০০ এর প্রথম জন্মদিন আজ। সবাই উইশ করেন। কেক শেষ। :P:P:P:P

২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪৮

আজ ২৩ মে ২০১৩, আমার নিকন ডি ৩১০০ এর জন্মদিন।

ইচ্ছা ছিল দিনটা উদযাপন করার। তো প্লান প্রোগাম যা করার তা আমার হবু বউই করে দিয়েছে। কেক কিনে এনেছে নিজেই।

নিকু বেবি তার কেকের সাথে :P





নিকুর কেক





পোলাপাইন সব কেক খেয়ে আঙ্গুল চুসতেছে। হেব্বি মজা পাইছে। B-)





কেক বিতরন করছেন আপনাদের ভাবী





কেক পেয়েছে এরা সবাই





শেষ টুকরা নিয়ে একটু আগেই মারামারি হয়ে গেছে প্রায়। :P









কেক কাটা হল। আমরা এক টুকরা করে খেলাম। আশে পাশের পোলা পাইনদেরকেও খাওয়ানো হল। সব মিলিয়ে দিন টা ভালই কেটেছে। আমাদের দুজনের জন্মদিনের সময়ও আমরা এভাবে আনন্দটা সবার সাথে ভাগ করে নেয়ার চেষ্টা করি। কখনও কেক, কখনও বা তেহারি।

অন্য সময় কখনই ছবি তোলা হয় না। কিন্তু ক্যামেরার জন্মদিন, তাই ছবি না তুললে কি হয় ! স্পেশাল থ্যাঙ্কস টু ওশি আর সুমি'স হট কেক।



যাহোক, কেক খেয়ে সবাই খুশি। বিশ্বাস হয় না? নিজেরাই দেখেন, খুশি কিনা ওরা। :P

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: বড় লোকি কাজ কারবার। বড়লোকের বহুত মজা।

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নচারী সুমন বলেছেন: এর মধ্যে বড়লোকির কিছু নাই :/

২| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৬

লিংকন১১৫ বলেছেন: আমার ভাগ কই ? X( |-)

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নচারী সুমন বলেছেন: এই বছর তো সব শেষ। নেক্সট ইয়ার, ভাই :)

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:১৬

রেড ওয়াইন বলেছেন: আপনি কি মেডিকেলে পরেন নাকি?

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নচারী সুমন বলেছেন: হ্যাঁ ভাই।

৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:১১

পেন্সিল চোর বলেছেন: মাইশের কত রকমের শখ!!!

২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৫৬

স্বপ্নচারী সুমন বলেছেন: হুম

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

গোবর গণেশ বলেছেন: ভালো তো, ভালো না........... পোলাপাইনগোরে জন্মদিনের কেক খাওয়াইলেন, অথচ একবার কইলেনও না। যাউকগা, অনুষ্ঠান উদযাপন করছেন কোনহানে?

২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭

স্বপ্নচারী সুমন বলেছেন: চন্দ্রিমা উদ্যান। নেক্সট ইয়ার খাওয়ামুনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.