| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিত আহসান
প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি পরিচিতদের কণ্ঠে। এছাড়া আর কিছু না।
-আপনার বাবা এই রুমটাতেই থাকতেন, আপনাকেও এই রুমেই থাকতে দিচ্ছি আমরা। মৃত্যুর আগে আপনার বাবা বলেছিলেন আপনি আসবেন, তবে অনেক দেরী হয়ে গেছে।
২৭ বছর পরে আমার ঠিকানাও এই বৃদ্ধাশ্রমেই হলো, বাবাকে আমিই রেখে গিয়েছিলাম, আজ আমার ছেলে আমাকে রেখে গেলো। আমার ছেলেটা আসবে তো?
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
সুমিত আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
গল্পটি বুঝেছেন এটা অনেক বড় পাওয়া
আশা করি সমর্থন দেবেন, কারণ সাইকো টাইপও করবো সামনে ![]()
২|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন: এই আশ্রমচক্র জিনিসটা আমাদের দেশে এলো মনে হয় এই গত বছর পনেরোর মধ্যে। এটা এখনো অতটা সিরিয়াস টার্ণ নেয় নি। সত্তরে এসেও আমার বাড়ীতে আমি এখনো বস।
৩|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
সুমিত আহসান বলেছেন: হাহাহা আপনার ভাগ্য ভালো সেক্ষেত্রে ![]()
তবে বাস্তবে এমনটা আসলেও হচ্ছে ![]()
৪|
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
হাসান মাহবুব বলেছেন: এটা তেমন ভালো লাগে নি। নামটাই বলে দেয় গল্পের সবটুকু।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
সুমিত আহসান বলেছেন: ধন্যবাদ সাজেশনের জন্যে ![]()
আশা করি সামনে আরও ভালোভাবে চেষ্টা করবো ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নাতিও একই কথা ভাববে -এটাইতো স্বত:সিদ্ধ আশ্রমচক্রে
সুন্দর!!!
মাইক্রো ফিকশনে মুগ্ধতা
+++