| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিত আহসান
প্রচন্ড ইমোশনাল একটি মানুষ আমি, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি পরিচিতদের কণ্ঠে। এছাড়া আর কিছু না।

একই প্রারম্ভিক লাইন, তবে আলাদা আলাদা ঘরানার।
১. ক্রাইম ফিকশন
কথা ছিলো, তবে সেটা বলার চেয়ে তোকে মেরে ফেলাটাই শ্রেয়।
.
২. ভৌতিক
কথা ছিলো, তবে অশরীরী আত্মা তা শুনবে না।
.
৩. রহস্য
কথা ছিলো? হাহাহা আমার কথা শোনার সময় তোর ছিলো?
.
৪. সাই ফাই
কথা ছিলো, কিন্তু বায়োমানবী সেটা বুঝবে না।
.
৫. হরর
কথা ছিলো, তবে আমাকে খুন করার আগেই শুনতি?
.
৬. গোয়েন্দা
কথা ছিলো খুনিকে ধরতে সাহায্য করবেন, কিন্তু খুনি তো আপনিই ।
.
৭. রম্য
"কথা ছিলো গো".. চোখ খুলেই দেখি বউয়ের পরিবর্তে শাশুড়ি মা সামনে।
.
৮. থৃলার
কথা ছিলো? আগে গুলিটা কর শ্লা।
.
০৯. ফ্যান্টাসি
কথা ছিলো বিক্রমাদিত্য নিজেই আসবেন, কিন্তু এই মহিলা কে?
.
১০. মিথোলজি
কথা ছিলো আমাকে আজই মানুষ বানিয়ে দেয়ার, তবে চিঙ্গি জাতীর আর কেউই বেঁচে নেই এটা করার জন্যে।
.
১১. রোমান্টিক
কথা ছিলো বলে ফেলো, জড়িয়ে ধরার কি আছে ?
.
১২. ট্রাজেডি
কথা ছিলো আজই ফিরে যাওয়ার তবে সেটা আর সম্ভব না। আর মাত্র কয়েকটা সেকেন্ডই তো বাঁচবো
.
.
বিঃদ্রঃ অনেক দিন আগের লেখা, নিয়মিত অনুশীলন ছিলো না তখন, তাই ততটা ভালো হয়নি যদিও ![]()
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
সুমিত আহসান বলেছেন: ধন্যবাদ ☺☺
সাথে থাকবেন ☺
২|
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
জিপ্রাইম বলেছেন: খারাপ না, ভালোই হয়েছে।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
সুমিত আহসান বলেছেন: ধন্যবাদ ![]()
সাথে থাকবেন ![]()
৩|
৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
হাসান মাহবুব বলেছেন: দারুণ! নতুন স্বাদ পেলাম।
৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
সুমিত আহসান বলেছেন: মেলাগুলান ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
শামস্ সাকী বলেছেন: জাস্ট কিপ ইট আপ। একঘেয়ে লাগেনি