নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

দিল্লী দর্শন ২০০৭

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

আগের পর্বে আপনাদের মানালিতে কাটানো দিনগুলোর কথা শুনিয়েছিলাম। আহা, দুর্দান্ত ছিল দিনগুলো ! রাত একটায় আমরা দিল্লী এসে পৌছি। প্যাকেজে দিল্লীতে দু’'রাত থাকা, দিল্লী অর্ধ দিবস সিটি ট্যুর এবং আগ্রা তাজমহল ট্যুরও ছিল। হোটেলে গিয়ে বুঝলাম, ট্রাভেল এজেন্ট বেটা এখানেই তার লাভ উঠিয়ে নিয়েছে !! X((



মানুষ আমরা দু’জন, আর রুমে বালিশ একটা !! খাট একেবারে রুমের মাপ মত। নেমেই দরজা ! হোটেলের বয়কে গিয়ে বলার পর ব্যাটা যে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে ছিল সেটাই দিয়ে দিল !



সকাল সকাল বেরিয়ে পড়লাম। প্রথমেই বিখ্যাত ইন্ডিয়া গেইট ! বড় সুন্দর একটা স্থাপনা।







প্রেসিডেন্ট ভবন এর মাঝ বরাবর থেকে ইন্ডিয়া গেট একেবারে সরল রেখায় স্থাপিত। প্রেসিডেন্ট ভবন এর পাশেই সংসদ ভবন। এই পুরো এলাকার রাস্তাঘাট অনেক প্রশস্ত এবং পরিকল্পিত। চলাচল করলে মনে হয় কোন উন্নত দেশে আছি।









প্রেসিডেন্ট ভবন





ভারতীয় সংসদ ভবন



প্রেসিডেন্ট ভবন দেখে চলে এলাম ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘর দেখতে। মূলতঃ এটি ছিল ইন্দিরা গান্ধীর বাসভবন। এখানেই আততায়ীরা তাকে ৩১ অক্টোবর ১৯৮৪ সালে হত্যা করে। কিছু ছবি দেখুন। রাজীব ~ সোনিয়া’র ও কিছু ছবি আছে এখানে।









ইন্দিরা গান্ধীর পড়ার ঘর...



সোনিয়া গান্ধীর গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি...



এখানেই ইন্দিরা গান্ধী আততায়ীর হাতে নিহত হন



মৃত্যুকালে ইন্দিরা গান্ধীর পরনে ছিল এই শাড়ীটি



ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘর দেখে চলে গেলাম বিখ্যাত কুতুব মিনার দেখতে।







কুতুব মিনার এর ইতিহাস সম্বলিত একটি ছবিও এখানে দিচ্ছি।







কুতুব মিনারের পরে আমাদের গন্তব্য ছিল লোটাস টেম্পল। এটা বাহাই ধর্মের একটি মন্দির। বাহাই ধর্ম সব ধর্মের সমন্বয়ে একটি ধর্ম এবং ইরানে জন্ম নেয়া জনৈক বাহাউল্লাহ এই ধর্মের প্রবর্তক। এনার মতে ইব্রাহীম (আঃ), মুসা (আঃ), কৃষ্ণ, বুদ্ধ এবং মুহাম্মদ (সঃ) এর পর জনাব বাহাউল্লাহ সৃষ্টিকর্তা প্রেরিত শেষ নবী!





বাহাই উপাসনালয়... লোটাস টেম্পল



যাইহোক, বাহাই ধর্মের মন্দিরগুলো খুব সুন্দর হয়। এখানে অনেক বিদেশী ছেলে মেয়েরা স্বেচ্ছাসেবী হিসেবে থাকে। উপাসনাতে সব ধর্মের অনুসারে উপাসনা হয়।



লোটাস টেম্পল থেকে চলে এলাম রাজঘাট। এটা হল ভারতের বড় বড় নেতাদের সমাধিস্থল।



দিল্লীতে দারুণ একটি দেখার জিনিস হল লাল কেল্লা ! কিন্তু দুঃখের বিষয়, আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন লাল কেল্লা বন্ধ ছিল। আমি যখন ২০০৩ এ দিল্লী গিয়েছিলাম, সেবার লাল কেল্লা দেখেছি। ভেতরে অনেক বিশাল এবং পূর্বের রাজা-রাণীদের অনেক স্মৃতি সেখানে রাখা আছে।





লাল কেল্লার প্রবেশ পথ...



আমাদের দিল্লী ভ্রমন সেদিনের মত শেষ। রাতে ম্যাকডোনাল্ডস এর বার্গার খেয়ে কাছেই PVR হল পেয়ে গেলাম। দেখলাম একটি সিনেমা চলছে, নাম Honeymoon Travel Pvt Ltd.







বেশ কিছুদিন ঘোরাঘুরির উপর থাকায় সিনেমার কোন খোজ খবর জানা ছিল না। ভাবলাম যাই দেখে আসি। কিন্তু হলে বসে সিনেমা যতই আগাচ্ছিল, হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। সিনেমা শেষ হলে বুঝলাম, পয়সা জলে যায়নি, খুবই মজার একটা সিনেমা দেখে বের হলাম।:D



আমাদের ভারতে ঘোরাঘুরির শেষ দিন, সকালে উঠেই রওয়ানা হয়ে গেলাম। উদ্দেশ্য আগ্রা ফোর্ট এবং তাজমহল দেখা। এখানে আর বেশী কিছু বলার নেই। শুধু ছবি দেখাব।





আগ্রা ফোর্ট এর প্রবেশ দ্বার...





কারুকার্য খচিত অন্দরমহল...









দরবার হল...



এবার তাজমহল এর কিছু ছবি দেখুনঃ









ভেতর থেকে তাজমহলের প্রবেশ দ্বার...









তাজমহলের অভ্যন্তরে মসজিদ, শুনেছি এখানে শুধু জুমার নামায হয়





মূল কবরের প্রবেশ দ্বার









তাজমহলের দেয়ালে কুরআনের আয়াতের অনেক ক্যালিগ্রাফী রয়েছে









অনেক বড় এলাকা নিয়ে বাগান রয়েছে তাজমহলের অভ্যন্তরে...



ঘরে ফেরার পালা। রাজধানী এক্সপ্রেসের বিলাস বহুল ট্রেনে চড়ে কোলকাতা আর সেখান থেকে সোহাগের এসি বাসে ঢাকা ফেরা। সত্যিই দারুণ একটা ট্যুর ছিল সেটা... সিমলার বরফ ঘেরা চারিদিক, মানালিতে তুষারপাত, দিল্লীর ঐতিহ্যবাহী সব জায়গা আরেকবার দেখা... সবশেষে বিশ্বের অনন্য সাধারণ নিদর্শন তাজমহল... অনেক অনেক সুখ স্মৃতি হয়ে জমে রইবে মনের গভীরে...



আগের পোস্টঃ মানালি (হিমাচল) ভ্রমন ২০০৭

আমার যত ভ্রমন ব্লগ...

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। পোষ্টে +++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী... :)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ব্যর্থ মানুষ বলেছেন: ছবি গুলো সুন্দর। সেই সাথে বর্ণণাও। পোষ্টে প্লাস এবং লেখককে শুভেচ্ছা

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ... :)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

মুহিব বলেছেন: কলকাতা থেকে ৩৬ ঘন্টা ট্রেনে থাকতে হবে শুনলে যাওয়ার ইচ্ছা কমে যায়। যদিও অনেকেই বলে এই জার্নীটাই আনন্দের। দেখা যাক, কখনও যদি যাওয়া হয়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: রাজধানী এক্সপ্রেসেতো ২৪ ঘন্টা লাগে। আর পুরো ট্রেন এসি, তাই জার্নির কোন ধকলই টের পাবেন না... :)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আমিভূত বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পেলাম ,ভালো লাগলো :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই, বহুত কষ্ট করে লিখতে হয়েছে। আজ কাল আর ব্লগ ফেইসবুকে খুব বেশী সময় দিতে পারি না... :(

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মুক্তির মিছিল বলেছেন: ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

নীরব দর্শক বলেছেন: সুন্দর পোস্ট হাজিসাব!

পাচ বছর পরে পোস্ট?

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র নীরব ভাই... :)

কি আর করব বলেন? দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে... :(

আছেন কেমন??

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

মাহমুদা সোনিয়া বলেছেন: gr8 post vaiya.. bt nw a dys apart 4m all beauties Dillhi has bcom most insecure city 4 women..

nwy, plz keep continue ur travel post :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যখন পোস্টটি লিখছিলাম, ঠিক এই ব্যাপারটা আমার মাথায়ও ঘুরছিল...

আসলে শুধু এখন নয়, আগে থেকেই দিল্লীর অবস্থাটা এমন। তুমি ওখানে গেলেই বুঝবে বাটপারদের স্বর্গরাজ্য দিল্লী! আর দিল্লীর কথা কি বলব, আমাদের দেশেই বা মেয়েরা কতটুকু নিরাপদ এখন?

দুঃখের বিষয়, আমরা কেউ সমস্যার গোড়ায় হাত দিচ্ছি না, আমাদের চিন্তা ভাবনা সে পরিমান গভীরে যাচ্ছে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, শুধু সভা সমাবেশ আর মিছিল করে ধর্ষন কোনভাবেই থামানো যাবে না... Think & think...

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

আরজু পনি বলেছেন:
দারুণ!

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র পনি আপু... :)

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শ।মসীর বলেছেন: দিল্লীকা লাড্ডুর ছবি কই !!

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আহারে, এইটাতো দেখতে এবং খাইতে ভুইলা গেছিলাম !!! :( :( ;) ;)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

নীরব দর্শক বলেছেন: সব কিছু মিলিয়ে ভালোই আছি। :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ! :)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

প্রিয়তমেষূ বলেছেন: অসাধারন ভাইয়া। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

অপরাজিতার কথা বলেছেন: ভালো লাগল পোস্ট।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র… :)

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০

ম্যাকানিক বলেছেন: ছয় বছর আগের ছবি দিয়া পোস্ট
ভালো লাগলেও মাইনাস
আপনার সাম্প্রতিক ঘরাঘুরির পোস্ট চাই জহির ভাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সাম্প্রতিক ঘোরঘুরি নাইরে ভাই... তাই পুরান স্মৃতি দিয়া ব্লগ চালাইতেছি... :( :( ;) ;)

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর পোস্ট দিলেন। ভাল লাগল :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইরে, পোস্ট দেয়া বহুত কষ্ট... :( :( :(

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

তারান্নুম বলেছেন: পোষ্টে প্লাস।

ভাই আমার ব্লগে আর আসবেন না এমন বলছেন কেন?আমি শুধু আপনার আমার মত,যাদের আমরা আলেম বলে মানি,ফলো করি তাঁদের মত ভিন্ন এটা বলেছি।আমরা দুজনই কিছু ভুল বলে থাকলে আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ব্লগে আসবেন।খুব বেশী আস্তিক লোক এই ব্লগে নাই ভাই,সুতরাং আপনার মতোরা ব্লগ পড়তে আসলে খুবই খুশী হই।মা-আসসালাম।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার ব্লগে ইনশাল্লাহ যাওয়া হবে বোন, জাজাকাল্লাহ খায়র... :)

আপনার মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য দুঃখিত...

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

ছোট নদী বলেছেন: ;) ;) ;) ;) ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চোখ টিপি দিলেন, ঘটনা কি ভাই?? :P :P :#) :#)

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সকল যুদ্ধাপরাধীদের বিচার চাই !! জাজাকাল্লাহ খায়র...

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার শেষ পোস্ট সরিয়ে ফেললেন কেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, আমি সরালাম কোথায়??? উহাতো মহামান্য কর্তাগণের কাজ !!! :D :D :D

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

অন্ধ দাঁড়কাক বলেছেন: দু:খজনক!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আবার ফিরিয়ে আনলাম, মডারেটরদের প্রতি আহবান জানিয়েছি যাতে না সরায়। কারণ, আমার পোস্টেতো আমি কাউকে আঘাত করিনি, শুধু মুসলমানদের ঈমান এবং আ'মল যাতে সহীহ হয় সে জন্য একটা ফতোয়া অনুবাদ করে দিয়েছি।

আশা করি মডারেটরটা এবার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।

২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

েবনিটগ বলেছেন: +

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: :)

২১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

নীল-দর্পণ বলেছেন: দিল্লী দর্শন করে এলাম ভিসা-পাসপোর্ট ছাড়াই












আপনার পোষ্টের মাধ্যমে B-)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বড়ই সৌভাগ্য আপনার... :#) :#) :#)

দোয়া করেন, কপাল ভাল থাকলে কাশ্মীর দর্শন করার সুযোগও মিলে যেতে পারে পাসপোর্ট ভিসা ছাড়াই... ;) ;) :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.