নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে... এখানে নয়ত ওখানে !!!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২



আজ সকালে প্রথম আলোর অনলাইন নিউজ সাইট খুলে একটা খবরে চোখ আটকে গেলঃ

ধর্ম নিয়ে অবমাননাকর লেখার অভিযোগে তিন ব্লগার গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেনঃ মশিউর রহমান বিপ্লব (ব্লগার নাম আল্লামা শয়তান ), রাসেল পারভেজ (ব্লগার নাম অপবাঘ) ও সুব্রত শুভ (ব্লগার নাম লালু কসাই)। রাসেল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। মশিউর রহমান ও রাসেল পারভেজ চাকরিজীবী।



নাস্তিক নামধারী এসব ইসলাম বিদ্বেষী ব্লগারদের কার্যকলাপ সম্পর্কে ভালভাবে জানতে হলে আপনাদের ফিরে যেতে বেশ কয়েক বছর আগে। এরা কিভাবে মুসলমান ব্লগারদের উত্যক্ত করত, ইসলাম, আল্লাহ এবং রাসূল(সঃ) কে নিয়ে কটাক্ষ করার মাধ্যমে! আমার সাথে এদের প্রচুর বাদানুবাদ হয়েছে ২০১০ এর দিকে। পরে যখন বুঝেছি এরা খুব সংঘবদ্ধ এবং সুপরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে নেমেছে, তখন এদের পেছনে সময় নষ্ট করা বাদ দেই। কেউ যদি না বোঝে তাকে বোঝানোর চেষ্টা করা যায়, কিন্তু কেউ যদি বুঝে শুনেই অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকে বোঝানোর সাধ্য কার? আমি এদের অনেক বুঝিয়েছি, কিন্তু তারা ছিল বেপরোয়া ! They were simply flying like free birds !!



আমি একটা কথা বিশ্বাস করি এবং সবাইকে বোঝাতে চাই,

Nothing will go unpaid ! Either here or hereafter !!



এই কথাটি আল্লাহ সুবহানাতায়ালা পবিত্র কুরআনের সূরা যিলযালেই বলে দিয়েছেনঃ



يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ (6

সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।

That Day mankind will proceed in scattered groups that they may be shown their deeds.



فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7

অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে

So whosoever does good equal to the weight of an atom (or a small ant), shall see it.



وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8

এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।

And whosoever does evil equal to the weight of an atom (or a small ant), shall see it.



আমরা যেন এ কথাগুলো ভুলে না যাই ! সরকারকে সাধুবাদ জানাই ব্লগার নামধারী এসব কুলাংগারকে গ্রেপ্তার করায়। জানিনা, সরকারের ইচ্ছে কতটা সৎ ! তবে উপরের আয়াতগুলোর প্রেক্ষাপটেই বলছি, আজকে যারা সরকারে আছেন, তারাও যদি এই দুষ্কৃতিকারীগুলোর সর্বোচ্চ সাজা নিশ্চিত না করেন, তবে বিচার দিবসে তাদের জন্যও আল্লাহ কঠোর আযাবের সংবাদ রয়েছে।



পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি, পথভ্রষ্টদের আল্লাহ হেদায়েত নসীব করুন। যদি তারা হেদায়েত না চায়, ভ্রষ্ট পথেই থাকতে চায়, তবে আল্লাহ তাদের জন্য যথাযথ শাস্তির ফয়সালা করে দিন। আমিন।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

অজানাবন্ধু বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক অনেক...........ধন্যবাদ।

আজকে যারা সরকারে আছেন, তারাও যদি এই দুষ্কৃতিকারীগুলোর সর্বোচ্চ সাজা নিশ্চিত না করেন, তবে বিচার দিবসে তাদের জন্যও আল্লাহ আযাবের দুসংবাদ রয়েছে।

পরিশেষে আল্লাহর কাছে দোয়া করছি, পথভ্রষ্টদের আল্লাহ হেদায়েত নসীব করুন।
আমিন।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র অজানাবন্ধু...

সুসংবাদ শব্দটি ইচ্ছে করেই ব্যবহার করেছি। কারণ, আল্লাহও পবিত্র কুরআনে কাফেরদের ভয় দেখাতে এভাবেই শব্দ চয়ন করেছেন...

আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

কাজিম কামাল বলেছেন: samu দায় এড়াতে পারে না।
আমাএ শেষ পোস্টে দাওয়াত রইল।


আমরা কি ডিবা ভাইয়ের মত ভাল ব্লগার হারায়নি এদের জন্য?

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সামুতো অবশ্যই এর দ্বায় এড়াতে পারবে না, আশা করি জানা আপু এবং আরিল ভাই এবার সচেতন হবেন।

এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দু'বার জেনারেল হতে হয়েছে, যেটা ছিল খুবই দুঃখজনক... :(

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

শিপু ভাই বলেছেন:
মিষ্টি খাওয়াইতে হইব!!! :P

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অবশ্যই খাওয়ামু... ফাসী হইলে !!!! :P :P :P B-) B-) B-)

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

প্রজন্ম৮৬ বলেছেন: এরা ব্লগার নামে কলংক, ব্লগার নাম দিয়ে এসব অপরাধীদের বাঁচানোর যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্লগার হিসেবেই দাড়াতে হবে।

ধন্যবাদ পোস্টের জন্য জহির ভাই।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এরা ব্লগার নামে কলংক, ব্লগার নাম দিয়ে এসব অপরাধীদের বাঁচানোর যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্লগার হিসেবেই দাড়াতে হবে।

+++++++++++++++++

সেটাই করার চষ্টা করছি প্রজন্ম ভাই... :)

জাজাকাল্লাহ খায়র...

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: তোমাদের দিনও আসবে, ওয়েট করো !

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, দায়িত্ববান নাগরিক বলে কথা !!! B:-) B:-) B:-)

ইসলাম ধর্মকে অবমাননা করে পোস্ট দিয়ে যারা ব্লগে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, মানুষের মাঝে ঘৃণা বিদ্বেশের প্রসার ঘটায়, তাদের পক্ষে দালালী করে দায়িত্ববান নাগরিক তার দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে !!!

মনে রেখো, সত্যের জয় হবেই। তোমাদের সময় এসেছে, ভবিষ্যতে আরো আসবে, আর সোজা পথে না এলে মৃত্যুর পর চুড়ান্তভাবে আসবে ইনশাল্লাহ !

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: প্রজন্ম৮৬ বলেছেন: এরা ব্লগার নামে কলংক, ব্লগার নাম দিয়ে এসব অপরাধীদের বাঁচানোর যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্লগার হিসেবেই দাড়াতে হবে।

জহির ভাই পোস্টের জন্য ধন্যবাদ ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র বৃষ্টি ভাই...

ব্লগারদের কলঙ্ক মোচনের সময় এসেছে, এসব ব্লগার নামধারী দুস্কৃতিকারীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে ব্লগিংকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে...

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে যে হাসছেন নিশ্চয় আল্লাহ দেখছেন। আপনাকে জাহান্নামের আগুনে পড়িয়ে মারবেন।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, ক্ষেতে আগুন লাগলে দূর থেকে দেখে আগুন নিভানোর ব্যবস্থা না করে শেষে আলুপোড়া খেতে খুব মজা, তাই ন??

যাদের জন্য আপনার দরদ এখন উথলে পড়ছে, তাদের সাথে এই জীবনে বহু বাতচিত করেছি, তাদের বোঝানোর বহু চেষ্টা করেছি, আমার আগের পোস্টগুলো ঘেটে দেখেন, এর বহু প্রমাণ পাবেন।

কিন্তু, এরাতো না বুঝে করেনি, ইচ্ছে করেই করেছে। এবং এরা এখন পর্যন্ত তাদের কৃত অপরাধের জন্য অনুতপ্ত নয় বলেই মনে হচ্ছে।

তাই, দুনিয়ার আইনে এদের দুনিয়াতে সাজা হওয়াটাই সমীচিন। সেটাতে আল্লাহর হুকুম বা তার রাসূল(সঃ) এর সুন্নাহ কোন খেলাফ হবে না।

আর তারা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তাদের জন্য যা করার সেটা আল্লাহই করবেন। তিনি আমাদের চেয়ে তার সৃষ্টিকে অনেক বেশী ভালবাসেন...

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার ব্লগে একজনের মন্তব্যের জবাবে আপনার এই বক্তব্য পেলাম।


তারমানে আপনার মতে যারাই নাস্তিক নামধারী ধর্ম অবমাননাকারীদের বিচার চাচ্ছে তারা সবাই মৌলবাদী??

ওকে, তাহলে এবার নোটিশ বোর্ডের এই মুহুর্তে ঝুলিয়ে রাখা ব্লগে যান। দেখুন কয়জন সেখানে ওদের বিচারের বিরুদ্ধে কথা বলছে। তারমানে সামুইতো দেখি সব মৌলবাদীতে ভরা !! অন্যায়ের বিচার চেয়ে সবাই দেখি মৌলবাদী হয়ে গেল !!

আপনার এই অতি যৌগবাদী মনোভাবের ফলাফল কি হয়েছে জানেন? প্রোফাইলে লিখে রেখেছেন আপনি একজন খাটি আস্তিক। কিন্তু ধর্ম অবমাননাকারীদের বিচার চাওয়াতে আপনার সহ ব্লগাররা সবাই মৌলবাদী হয়ে গেল। তারা হয়ে গেল হিজু !! ধর্ম অবমাননাকারীদের জন্য মায়াকান্না জুড়ে দিয়েছেন !

আরে, ব্লগে নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ সেই আদিকাল থেকেই করে আসছি। যারা পুরনো ব্লগার তাদের কাছ থেকে শুনে দেখুন। ইতিহাস জানা না থাকলে জেনে আসুন, তারপর কথা বলুন।

যেভাবে সবাইকে ঢালাওভাবে মৌলবাদী বানিয়ে দিলেন, তাতে বলতেই হয়, 'লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড"। কথাটা মনে রাখবেন।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: জহির ভাই পোস্টের জন্য ধন্যবাদ।

এরা হচ্ছে ফিতনা সৃষ্টিকারী, আর ফিতনা হত্যা হতে জঘন্য। এদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত ভাই...

জাজাকাল্লাহ খায়র...

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে যে হাসছেন নিশ্চয় আল্লাহ দেখছেন। আপনাকে জাহান্নামের আগুনে পড়িয়ে মারবেন।



কিছুদিন পূর্বের কথাও একটু মনে করে দেখতো, তুমি/তোমরা হাসোনি কারো বিপদে?? (এখানে আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনটাকেই টানবানা, মানুষ হিসেবেই গন্য করবা তোমার কথা মতই। ওকে? )

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এরা যে কতটা ভন্ড এবং অসুস্থ তার প্রমাণ এরা এদের প্রসব করা পোস্ট এবং মন্তব্যেই রেখে যাচ্ছে...

আল্লাহ এদের সরল পথের সন্ধান দিন, আমিন।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আশিকুর রহমান অমিত বলেছেন: দেখুন যারা ধর্ম বিদ্বেষী তাদের কে সামাজিক ভাবে বয়কট করা যায়, ওয়েল শাস্তি দেওয়া যায়। কিন্তু এদের গ্রেফতারের পিছনে তো রয়েছে রাজনৈতিক ভাবে কিছু হাসিল। তাই আমি এদের গ্রেফতারের বিরোধীতা করছি।

আমার কথা যখন এরা ধর্ম বিদ্বেষ ছড়িয়েছে ( যতদূর জানি যে তিনজনের একজন এই কাজটা করত) তখন ব্লগ মডারেটররা চুপ থেকেছে, সুশীল রা হাত তালি দিছে। আপনাদের মত কয়েকজন বিরোধীটাক অরেছেন কিন্তু এডমিন রা কোন পদক্ষেপ নেয় নি। আজ শুধু মাত্র এই সরকার নিজ সুবিধাই এদের গ্রেফতার করল।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এভাবে বললেতো যে কোন অপরাধের ক্ষেত্রেই বলা যায়ঃ
আমি চুরি করলাম, আমাকে সামাজিক ভাবে বয়কট করা যায়, ওয়েল শাস্তিও দেয়া যায়, কিন্তু আমাকে গ্রেফতার করলে সেটা হয়ে যাবে রাজনৈতিক !

আরে ভাই, আজকে শাহবাগের গনজাগরণের হাত ধরে যেভাবেই হোক, নাস্তিক নামধারী ইসলাম অবমাননাকারী ব্লগারদের কুকীর্তি সাধারণ জনগনের সামনে চলে এসেছে, এতেই হয়েছে বিপত্তি ! ব্লগে ওরা ধর্ম নিয়ে যত খুশি গালাগালি করুক তাতে কি হয়েছে। আমরা না হয় ওই ব্লগে নাই গেলাম, ছেলেগুলোর একটু শখ হয়েছে, একটি অপসাহিত্য চর্চা করছে, করুক না। আমরা ওদের একটু সামাজিকভাবে বয়কট করি ! এইতো??

এবার কাজের কথায় আসি ! ব্লগ জিনিসটার জন্মের পর থেকেই এই ধর্মবিদ্বেষীদের উল্লম্ফন চলছে। এটা নিয়ে এই ভার্চুয়াল জগতে বহু লোক প্রতিবাদ করেছে। কিচ্ছু হয় নাই তাদের ! বরং যারা প্রতিবাদ করেছে তাদের উপর নেমে এসেছে শাস্তির খড়গ ! জেনারেল বা ব্যান !!

এবার দেখুন বাংলাদেশ পেনাল কোড কি বলে।

295A. Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of the citizens of Bangladesh, by words, either spoken or written, or by visible representations insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.

সুতরাং এদের বিচারের বিধান প্রচলিত আইনেই সম্ভব এবং সেটা করাও উচিত যেহেতু এরা সব ধরণের সীমা লংঘন করে ফেলেছে।

সরকার হয়ত একটা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যেই এই মুহুর্তে এদের গ্রেফতারের কাজটি করেছে। কিন্তু, যেটা করেছে সেটা অন্যায় কিছু করেনি এবং এটার দরকার ছিল। মডারেটররা যে দ্বায় এড়াতে পারে না সেটাও সবাই বলছে। এদের ব্যাপারেও আশা করি সরকার ব্যবস্থা নিবে।

আপনি যে সহানুভূতি এই পথভ্রষ্টদের জন্য দেখাচ্ছেন তার মূল্যায়ন করার মত ক্ষমতা এদের নেই, থাকলে বহু আগেই সুপথে ফিরত।

আমার বর্নমালাতে একটা লেখাতে আল্লামা শয়তানের কিছু কীর্তিকলাপ পাওয়া গেল (যদিও অধিকাংশই এখন সরিয়ে ফেলা হয়েছে), দেখে যাচাই করতে পারেন এদের প্রতি কতটুকু সহানুভূতি দেখানো উচিত।
http://www.amarbornomala.com/details16867.html

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: জহির ভাই, পোস্টটা দুইবার এসেছে। এডিট করে দিন।

পোস্টেই বললেন, জানিনা সরকারের ইচ্ছা কতটুকু সৎ। জানিয়ে দেই, এদের ইচ্ছা মোটেই সৎ নয়। এতদিনে সরকার একটা সুযোগ পেয়েছে ব্লগ আর ব্লগারদের নিয়ন্ত্রনের- তারা সেটাই কাজে লাগাচ্ছে পুরোমাত্রায়। কারন ব্লগাররা নিজের পয়সায় নেট ইউজ করে ব্লগায়। তাই যা ভাবে তা-ই ব্লগে পোস্ট করে, কারো ধার ধারে না (সাধারন ব্লগারদের কথা বলছি, কোন বিশেষ দলের দালাল বা প্রতিবন্ধী নাস্তিক নয়)। আর এসব লেখা পড়ে অনেকে মোটিভেটেডও হয়।ভুলে গেলে চলবে না শাহবাগ আন্দোলনও শুরু হয়েছিল ব্লগারদের হাত ধরেই। এসব কারনেই ব্লগারদের নিয়ন্ত্রন করা খুব জরুরী হয়ে পড়েছিল। আজ ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে তারা নাস্তিক ভেকধারীদের গ্রেফতার করল মানুষের আস্থা অর্জন আর ব্লগারদের মনে ভয় ঢুকিয়ে দিতে আর কাল সরকার বিরোধীদের গ্রেফতার করবে দেশদ্রোহী বলে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের সর্বোচ্চ সাজা দশ বছর জেল আর এক কোটি টাকা জরিমানা- একদিন না একদিন জেল থেকে বেরুবেন, কিন্তু দেশদ্রোহের মামলায় ফাসলে জীবনেও বেরুনো সম্ভব না। সরকার তার বিরোধী ব্লগারদের শায়েস্তা করার দারুন অস্ত্র হাতে পেয়ে গেল :(

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আগের মন্তব্যের উত্তরের সূত্র ধরেই বলছি, সরকারে ইচ্ছে সৎ হোক আর অসৎ, আজকের এই পরিণতি আমরাই ডেকে এনেছি... ব্লগার, মডারেটর, এডমিন... দ্বায় আমদেরই...

দেখুন, এখনো অনেক সাধারণ ব্লগার না জেনেই নাস্তিক নামধারী ইসলাম অবমাননাকারী ব্লগেরদের জন্য মায়া কান্না কাদছে !!!

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

অনিমেষ রায় বলেছেন: তিন শ্রেণীর মানুষের ধ্বংস অনিবার্য - তাদের ভেতর এক শ্রেণী হল যারা রাসুলুল্লাহ (সঃ) এর নাম শুনে দুরুদ শারিফ পাঠ না করে। এই তিন চতুষ্পদ প্রাণীর জন্য কি অনিবার্য , জানা নাই , আল্লাহ্‌ তায়ালা আমাদেরকে মাফ করুন ।
ভাই জাহির – প্রতিবাদের সর্বনিম্ন স্তর হল এদের বিরুদ্ধে অন্তরে তীব্র ঘৃণা পোষণ করা , তুমি এর উপরের স্তরে আছ - আল্লাহ্‌ তায়ালা তোমাকে আরও সময় , সাহস আর ইমানী শক্তি দান করুন – আমীন ।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র তৌহিদ তোমার সুন্দর মন্তব্যের জন্য।

আল্লাহ আমাদের সবাইকেই সেই পরিমাণ ঈমানী শক্তি দান করুন যাতে আমরা সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারি !!!

আমিন।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

ঠেলা বলেছেন: সুন্দর মার্জিত একটা সময়োপযোগী পোষ্ট


++++

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র, শুধু সত্য তুলে ধরার চেষ্টা করছি।

অনেকেই সাধারণ এবং নতুন ব্লগারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে...

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

নীরব দর্শক বলেছেন:
কর্মফল ভোগ করবে না রাজনৈতিক খেলার গুটি হয়ে থাকবে টা সময় বলে দিব।


তিন জনের দুই জন পরিচিত মুখ। ছবিটা দেখে কিছুটা খারাপ লাগলেও এটার দরকার ছিল। বাক স্বাধীনতার অপব্যবহার বন্ধ হওয়া উচিৎ।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: রুমন ভাই, আজকে যে ওরা গ্রেপ্তার হল, রিমান্ডে গেল, দুনিয়াতে এটা কিন্তু ওদেরই কর্মফল, চাই সেটা কোন রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা স্বাভাবিক প্রেক্ষাপটে হোক ! চিন্তা করে দেখুন, দেশে সুশাসন থাকলে অনেক আগেই ওরা জেলে ভা খেত, কারণ প্রচলিত আইনেও ওরা অপরাধ করে যাচ্ছিল।

আপনারতো অজানা নয়, এদেরকে বোঝানোর জন্য কত বাদানুবাদ করতে হয়েছে। কিন্তু, আসলে এরা জেনে শুনেই এই কাজগুলো করত, সাধারণ মানুষকে উৎপীড়ন করত। ধর্ম একটা বিশ্বাসের ব্যাপার যেটা ঐশ্বরিকভাবে এসেছে বলেই ধর্মানুসারীরা বিশ্বাস করে। সুতরাং, পদার্থ বিজ্ঞান বা রসায়নের সূত্র দিয়ে সেটা যদি অবিশ্বাসীদের কাছে প্রমাণ করে কাউকে ধর্ম পালনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে হয়, তাহলে সেটা হাস্যকর। আর সাধারণ বিশ্বাসীদের এই জায়গাটায় তারা বেশী খোচাতে এবং উৎপীড়ন করে তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে খুব পছন্দ করত। তাই এরা আসলে জ্ঞানপাপী এবং এদের পাপের প্রায়শ্চিত্য এদেরই করতে হবে।

সরকার এদের নিয়ে কি করবে না করবে সেটা জানি না। কিন্তু, একদিনের জন্য হলেও দুনিয়াতে ওদের শাস্তি ওরা পেল, বলা যায় অর্জন করে নিল। আর যদি ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা না চায়, ইসলাম ধর্মমতে তাদের জন্য আযাবের সংবাদতো রয়েছেই, যদিও আমি কখনোই চাইনা তারা অবিশ্বাসী হয়ে মরে গিয়ে জাহান্নামী হোক !! আল্লাহ আমাদের সবাইকে সরল পথে চলতে সাহায্য করুন, আমিন।

পরিশেষে আপনার সাথে সুর মিলিয়ে বলছি, বাক স্বাধীনতার অপব্যবহার বন্ধ হোক।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

অথৈ সাগর বলেছেন: আমার কাছে নাস্তিকতা এবং ধর্মের অবমাননাকারি আলাদা । ধর্মের অবমাননাকারি বলে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ন্যায় বিচার করা হোক । নির্দোষ হলে সে মুক্তি পাবে

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি ভাইয়া, এজন্যই দেখবেন আমি সব সময় এই কথাটা ব্যবহার করি, "নাস্তিক নামধারী ইসলাম বিদ্বেষী ব্লগার"

ব্লগে যেসব ভদ্র নাস্তিক রয়েছে, তারা কিন্তু কখনোই অন্যের ধর্মকে অবমাননা করে কিছু লেখেন না ! সুতরাং যারা এসব করে, তারা আসলে নাস্তিকতাকে একটা ঢাল বা ফ্যাশন হিসেবে ব্যবহার করে প্রকৃতপক্ষে তাদের কুরুচীপূর্ণ মনের প্রকাশ ঘটায়। হয়ত এতে তাদের দুনিয়াবী কিছু ফায়দা আছে, আল্লাহই ভাল জানেন !

আমিও এক কথাই বলি, ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর কোন নির্দোষ ব্যাক্তি যেন কারো প্রতিহিংসার স্বীকার না হয়।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

শায়েরী বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক অনেক...........ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র শায়েরী... আপনার উপস্থিতি আর আগের মত নেই মনে হয়... কেমন আছেন??

অবশ্য আমিও আগের মত সময় দিতে পারি না... :| :|

১৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: তবে বিচার দিবসে তাদের জন্যও আল্লাহ আযাবের সুসংবাদ রয়েছে।
আযাবের সুসংবাদ -ব্যাপারটা কেমন হয়ে গেলো না।
আয

১৮| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: আযাব-সুসংবাদ হবে কেমন করে?
কোনো ভাবগত অর্থ বা রুপক অর্থ আছে কি?

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি ঠিক ধরেছেন, আযাবের কঠোরতা বোঝাতে এটা রুপক অর্থে ব্যবহৃত হয়েছে। যাহোক, কনফিউশন এড়াতে শব্দটি শুধরে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.