নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে জুলাই, অগাস্ট ২০২৪, অগ্নিঝরা সেই দিনগুলো

০৬ ই জুলাই, ২০২৫ রাত ১০:৪১



জুলাই স্মরণে এনসিপি'র এই পোস্টারটা দারুণ হয়েছে! যাহোক, আমিও কিন্তু একজন জুলাই যোদ্ধা, ১৮ বছর আগে এই দিনে বিয়ে করে জীবনযুদ্ধে নেমেছিলাম! ;)

আমি একজন জুলাই যোদ্ধার বাবাও! আমার বড় ছেলে নাযিফ (নবম শ্রেণিতে পড়ত) খুব উত্তপ্ত তিনটি দিনে রাস্তায় বড় ভাইদের সাথে আন্দোলনে নেমেছিল। ও প্রথম রাস্তায় নেমেছিল ১৮ জুলাই ২০২৪ যেদিন বিকেলে মীর মুগ্ধ শহীদ হয়। দুপুর ২ টা পর্যন্ত মুগ্ধ যেখানে গুলিবিদ্ধ হয়, তার আশে পাশেই ছিল নাযিফ। আন্দোলনের দিনগুলোতে নাযিফ ছিল অপ্রতিরোধ্য, তাকে না করেও ঘরে রাখতে পারিনি। একটা সময় আমি মুখে না করলেও অন্তর থেকে মৌন সম্মতি দিয়েছিলাম জাতির ক্রান্তিলগ্নে দায়বোধ থেকে!

২ অগাস্ট ২০২৪ জুমার পরেও ও রাস্তায় নেমেছিল এবং উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুলের ওখানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলির মুখে পড়ে একটা হাসপাতালে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছিল!

নাযিফ সর্বশেষ রাস্তায় নেমেছিল ৪ অগাস্ট ২০২৪! সেদিন পুলিশ কোন আক্রমণ করেনি, শ্রেফ উত্তরা পূর্ব থানার নিরাপত্তা দিয়ে দাঁড়িয়েছিল। ঐ দিন যুদ্ধ হয়েছিল অবৈধ অস্ত্রধারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে, বিএনএস সেন্টার থেকে শুরু করে আজমপুর বাস স্ট্যান্ড হয়ে রাজলক্ষ্মী পর্যন্ত। আওয়ামী গুন্ডারা এদিন প্রচন্ড মার খায় আন্দোলনকারীদের হাতে। মূলতঃ এটা ছিল স্বৈরাচারী খুনি হাসিনার সাম্রাজ্য পতনেরই এক সংকেত!

আল্লাহ সকল জুলাই, অগাস্ট শহীদদের ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন, আমিন।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ঠিক আছে আপনার কথা মানলাম।
কিন্তু যারা পুলিশ হত্যা করলো, থানায় আগুন দিলো, অস্ত্র লুটপাট করলো, মেট্রোরেল ভাঙল, জ্বালাও পড়াও করলো- তাদের বিচার হবে না? তাদের গ্রেফতার করা হবে না??

০৭ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হাতে যেসব পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য নিহত হয়েছিল, তার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার হবে না?

২| ০৭ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৪৮

বিষন্ন পথিক বলেছেন: একজন নবম শ্রেণীর ছাত্র কোন কোটা সংস্কার করতে রাস্তায় নামে? শিবির করলে হিসাব অন্য

০৭ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা ছিল হাসিনা পতনের আন্দোলনে সংহতি। এই দেশের আপামর জনগণ মন থেকেই খুনি হাসিনার শাসনকে ঘৃণা করা শুরু করেছিল। স্কুল ছাত্র থেকে টোকাই পর্যন্ত মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ সেটারই প্রতিফলন ছিল।

৩| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৮

শোভ বলেছেন: অনেক দিন পর এগইন করলাম , লেখকরের দেয়া রাজিব সাহেবের প্রশ্নের উত্তর দেখে । রাজিব সাহেব উত্তর পেয়েছেন তো ? দেশ এখন ৭১ এর পরাজিতদের হাতে । অপেক্ষা করেন ,ওরা সুযোগ পেলে মুক্তিযোদ্ধাদের ও বিচার করবে ৭১ এ দেশ ভাগ করার জন্য । এদের কাছে ২৮ ই সব ৭১ কিছুনা ।

০৯ ই জুলাই, ২০২৫ রাত ৮:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, আমরা সবাই অপেক্ষা করি। দেখি কি ঘটে...

৪| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩২

শোভ বলেছেন: শোভ বলেছেন: অনেক দিন পর লগইন করলাম , লেখকরের দেয়া রাজিব সাহেবের প্রশ্নের উত্তর দেখে । রাজিব সাহেব উত্তর পেয়েছেন তো ? দেশ এখন ৭১ এর পরাজিতদের হাতে । অপেক্ষা করেন ,ওরা সুযোগ পেলে মুক্তিযোদ্ধাদের ও বিচার করবে ৭১ এ দেশ ভাগ করার জন্য । এদের কাছে ২৪ ই সব ৭১ কিছুনা ।

৫| ০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ছিঃ। ইয়াক থু।

০৯ ই জুলাই, ২০২৫ রাত ৮:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, এটা আপনার করা প্রথম মন্তব্যটার জন্য প্রযোজ্য। আপনার করা প্রশ্নটি এতটাই জঘন্য ছিল!

৬| ১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৩৭

রাবব১৯৭১ বলেছেন: আজ মুগ্ধের বাবা বলছেন আমার ছেলে পুলিশের গুলিতে মরে নাই। আবু সাইদসহ কারো পোষ্ট মর্টেম করা হয় নাই। এখনও বলে লাশ উঠানো যাবে না। কারন সবাই যেনে গেছে এসব লাশের শরীরে যে বুলেট সেটা কোন পুলিশ বা আর্মি ব্যাবহার করে না। তাহলে কারা খুন করেছে?

১২ ই জুলাই, ২০২৫ রাত ১২:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গাজা খাওয়ার আগে মেয়াদটা দেখে নিলে ভাল হত না ভাই? মুগ্ধের গুলি খাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার যে ভিডিও আমরা দেখেছি সেটা কি মিথ্যা?
মুগ্ধ যেখানে মারা গিয়েছে সেখান থেকে আমার বাসার দূরত্ব ৩০০ মিটার হতে পারে। মুগ্ধর বন্ধুরা আমাদের এলাকার মসজিদে নামাজ পড়ে এবং তাদের কাছ থেকে ঘটনার দিনই সব কিছু শুনেছি। সুতরাং, এখানে কল্প কাহিনী বলার দরকার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.