নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ এবং শুভেচ্ছা জানানোর বিধান

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১১



গত জুমার খুতবা থেকে কয়েকটি প্রাসংগিক কথা বলতে চাই।

আল্লাহ প্রদত্ত দ্বীন বা জীবন বিধান অনুসারে শিরক (আল্লাহর সাথে কাউকে অংশীদার করা) এই দুনিয়াতে সবচেয়ে বড় গোনাহ। শিরক এবং কুফর সংক্রান্ত কার্যকলাপকে পছন্দ করাও কুফর। প্রতিটি মুসলমানকে সচেতনভাবে এই বিষয়টি বুঝতে হবে।

অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেগুলো মূলতঃ শিরক এবং কুফর নির্ভর, সেখানে মুসলমানের উপস্থিতিও নিষেধ বা হারাম।

হযরত ওমর (রাঃ) মুশরিকদের উপাসনালয়ে যেতে নিষেধ করেছেন, কারণ সেখানে আল্লাহর অসন্তুষ্টি অবতীর্ণ হতে থাকে!

সুতরাং, মুসলমানদের ঈমান রক্ষায় খুব সতর্ক থাকা প্রয়োজন।

বাংলাদেশে আমরা সকল ধর্মাবলম্বীরা সাম্প্রদায়িত সম্প্রীতি নিয়ে বসবাস করি। আমাদের অমুসলমান ধর্মাবলম্বী বন্ধু, প্রতিবেশীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে, মুসলমানরা এ ব্যাপারে তাদের ওপর কোন জুলুম নির্যাতন করবে না। মুসলমানরা প্রয়োজনে অমুসলিমদের সাহায্য সহযোগিতা করবে, উপহার পাঠাবে, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু, তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা প্রকাশ করে, অংশগ্রহণ করে নিজের ঈমানকেও ঝুঁকিতে ফেলবে না। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থানের সৌন্দর্য!

আল্লাহ আমাদের সবাইকে শিরক এবং কুফর থেকে হেফাজত করুন, মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দান করুন, আমিন।

"হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।"
(সূরা আলে ইমরান, আয়াত ১০২)

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: শিক্ষনীয় পোস্ট টির জন্য ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



এসব গার্বেজ জন্ম থেকে দেখছি; আপনারা মানুষ হওয়ার সম্ভাবনা নেই।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি মানুষ হোন, আল্লাহর কাছে সেই দোয়া করছি।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩০

আলামিন১০৪ বলেছেন: ”..এমন কোন জনগোষ্ঠী নাই যেখানে নবঅ-রাসুল প্রেরিত হয় নাই..”
”...আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে 'আল্লাহ'..”

”..আর স্মরণ কর, যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন তারপর ফেরেশতাদেরকে বলবেন, ‘এরা কি তোমাদেরই পূজা করত?’
ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, মহান! আপনিই আমাদের অভিভাবক, তারা নয়; বরং তারা তো ইবাদাত করত জিনদের। তাদের অধিকাংশই জিনদের প্রতি ঈমান রাখত।..
...আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা তা প্রত্যক্ষ করছিল? ..

তারা সৃস্টিকর্তার নাম পরিবর্তন করেছে (Brahman/Rahman থেকে Brahma), তাঁর কাল্পনিক মুর্তি বানিয়েছে.... Personal আর Impersonal দুই সত্ত্বাকে আলাদা করেছে...এবং সর্বশেষে ইবলিসের প্ররোচনায় তাঁর পুজা-অর্চনাও বাদ দিয়েছে....

সনাতন ধর্মাবলম্বীদের কাছেও নবী-রাসুল এসেছিল.কিন্তু তাঁরা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে..ফেরেস্তার অলীক মূর্তি বানিয়ে পুজা করছে..

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আফসোস! আল্লাহ তাদের হেদায়েত নসীব করুন, আমিন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩২

মাথা পাগলা বলেছেন: আস্তিক-নাস্তিক, ধর্ম নির্বিশেষে কারো সাথে চলতে পারে না বলেই মুসলিমরা সবচেয়ে পিছিয়ে আছে, মানব-সভ্যতায় কণ্ট্রিবিশন শুন্যের কাছাকাছি।

@আলামিন১০৪ সমস্যাটা হয়ে গেছে সনাতন, সবচেয়ে পুরোন ধর্মের মধ্যে একটি। সনাতন ধর্ম, ইসলাম ধর্ম প্রতিষ্ঠার বহু বছর আগেই পরিপক্ক হয়েছে।

হিন্দু ঐতিহ্যে দেব/দেবী ধারণা ফেরেশতার সমার্থক নয় এবং এই ধারনা ইসলাম ধর্ম থেকেও পুরোন; তাদের নিজস্ব তত্ত্ব ও পারিভাষা আছে। "আর-রহমান/ar-Rahman" (আরবি, করুনা) এবং "ব্রহ্মণ/ব্রহ্মা/Brahman" (সংস্কৃত, দেবতা, পরম সত্য) শব্দগুলো মানে ভিণ্ণ। তুলনা করলে সতর্ক ভাষা ব্যবহার করুন। না বুঝে ধর্মের নামে মিথ্যাচার করাটা গুনাহের কাজ।

বিবি খাদিজা (রা.) খ্রিস্টানদের সাথে উঠা-বসা করতেন, তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফাল খ্রিস্টান ছিলেন। তাই কোরানে, বাইবেলের অনেক রেফারয়েন্স পাওয়া যায়। কারণ কোরান নিজেই পূর্ববর্তী গ্রন্থসমূহকে নিশ্চিতকারী হিসেবে নিজেকে উপস্থাপন করে।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে এই বিশ্বাস রাখতে হবে, ইসলামই সবচেয়ে পুরনো এবং প্রথম ধর্ম!

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৬

শ্রাবণধারা বলেছেন: অমুসলিমদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানালে আমার ইমান বা বিশ্বাস নড়ে যাবে বা আমি ভয়াবহ পাপের ভাগীদার হব, এর চেয়ে হাস্যকর কথা আর কিছু হতে পারে না!

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার এটা মনে হচ্ছে কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফরজ জ্ঞান অর্জন করেন নি। এর জন্য আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। এখনো সময় আছে, ফরজ জ্ঞান অর্জন করুন।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩

কলাবাগান১ বলেছেন: পৃথিবীর এখন বিজ্ঞান/টেকনোলজিতে যে লেভেলে চলছে, সেখানে এখনও বাংলাদেশের ধর্মান্ধ লোকেরা পড়ে আছে কার সাথে মিশা যাবে, কার সাথে যাবে না......কিন্তু আবার অমুসলিমদের দেশে গিয়ে বসবাস করতে মজা...সেখানে ধর্ম কোন বাধা হয়ে দাড়ায় না...আমেরিকায় দেখছি দিন দিন আমেরিকান রা মুসলিম বিদ্ধেষী হয়ে উঠছে.......এরা এদেশেই এসেই স্বপ্ন দেখে হোয়াইট হা্যজে জিহাদি পতাকা তোলার..সমাজে শরিয়া আইন কায়েম করা....।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি সম্ভবতঃ পোস্টটা ঠিক মত পড়েন নি। আর যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব নিজ ধর্মের মূলনীতি নিয়ে পড়াশোনা করুন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

আলামিন১০৪ বলেছেন: মাথা পাগলা বলেছেন......
আপনাদের সমস্যা হলো, বক্তব্য না বুঝেই, নিজের মতো উত্তর বানানো।


ইসলাম সবচেয়ে পুরাতন ধর্ম। আদম আঃ থেকে যুগে যুগে নবী রাসুল আল্লাহর একত্ববাদ শিক্ষা দিয়েছে আর মানুষ সেই শিক্ষা ভুলে নানারকম খোদা বানিয়ে নিয়েছে। আল্লাহ বলেন, ”..এমন কোন জনগোষ্ঠী নাই যেখানে নবঅ-রাসুল প্রেরিত হয় নাই..”

হিন্দু ধর্মেও নবী এসেছিল এবং এক স্রষ্ঠার (তারা এখন ব্রহ্মা নাম দিয়েছে, রাহমান থেকে ব্রাহ্মান<ব্রহ্মা) পরিবর্তে নানা রকম উপাস্য বানিয়ে নিয়েছে..আসল স্রষ্ঠার পুজা বাদ দিয়ে এক গল্প ফেদেছে কেন কারা আর স্রষ্টার পুজা করে না, জিজ্ঞাসা করে জেনে নিবেন।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭

মাথা পাগলা বলেছেন: আলামিন১০৪ আচ্ছা ঠিক আছে। =p~

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: জি হুজুর !

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি তো আগে ভালো পোস্ট করতেন। ইদানীং আবর্জনা প্রসব করছেন।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেটা আপনার বিবেচনা। আমার এই পোস্ট মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৬

নতুন বলেছেন: ইদানিং কালে মোল্যারা সমাজে বিভক্তি সৃস্টির চেস্টা করে যাচ্ছে। এবং মুটামুটি সফলও বটে।

১৯৯৫ এর দিকে আমার স্কুলের বন্ধুরা সবাই মিলে ঈদের দিন লান্চ করতো, মা হিন্দুদের জন্য মুরগীর মাংস রান্না করতেন। খেয়াল রাখতেন যেন গরুর মাংসের সাথে মিশে না যায়।

আমরাও পুজার সময় হিন্দু বন্ধুর বাসায় খেতে যেতাম। কাকীমা বা বন্ধু কখনো পুজায় ভক্তিদিতে আমাদের দাওয়াত দেয়নাই।

এখন ওয়াজে ব্লগে মানুষের মাঝে ধর্মীয় বিভেদ সৃস্টির জন্য চেস্টা খুবই দুখজনক।

হিন্দু বন্ধুদের সাথে মিশে কেউ হিন্দু হয়েগেছে এমনটা কোথাও পাবেন না।

যতসব ধমান্তর হয় তার ৯৯.৯৯% ই হয় প্রেমের বিয়ে করতে গিয়ে। কিন্তু হলফ নামায় মিথ্যা বলে যে ধর্মের প্রতি আকৃস্ট হয়ে ধর্ম পরিবর্তন করছে।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মনে হচ্ছে আপনি আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন নি।

আর মুসলমান হিসেবে ইসলামের মূলনীতিগুলো একটু জেনে নিবেন। এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের শিরক কুফর হতে বাঁচার তৌফিক দান করুন

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিন।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পুজার অনুষ্ঠানে তো হুজুররাই গান বাজনা করেছে।
তারা সব সময় উপস্থিত থেকেছে।
আপনিও বিরাট হুজুর।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যে হুজুররা পুজার অনুষ্ঠানে গান বাজনা করেছে তারা কবীরাহ গোনাহ করেছে, তাদের তওবা করতে হবে।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৪

আমি নই বলেছেন: মাথা পাগলা বলেছেন: আস্তিক-নাস্তিক, ধর্ম নির্বিশেষে কারো সাথে চলতে পারে না বলেই মুসলিমরা সবচেয়ে পিছিয়ে আছে, মানব-সভ্যতায় কণ্ট্রিবিশন শুন্যের কাছাকাছি।

তাই নাকি?? অন্যসব বাদ এই যে আপনি সামুতে লিখতেছেন এর পিছনে কাজ করছে অ্যালগরিদম, আর এই অ্যালগরিদমের স্রষ্ঠা কারা জানেন?? =p~ =p~

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, ধন্যবাদ।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৯

নতুন নকিব বলেছেন:



গুরুত্বপূর্ণ পোস্ট। জাজাকুমুল্লাহু খাইরান।

বিষয়টি আসলে খুবই স্পষ্ট ও সরল। ইসলাম ধর্মে সবচেয়ে বড় গোনাহ হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা। শিরক শুধু সাধারণভাবে নিষিদ্ধ নয়, বরং কুরআন ও হাদীসে বারবার কঠোরভাবে নিষিদ্ধ এমন একটি কাজ, যার মতো গুরুতর সতর্কবার্তা অন্য কোনো গোনাহর ক্ষেত্রে নেই। আল্লাহ তাআ'লা নিজেই ঘোষণা করেছেন, তিনি শিরককে কখনো ক্ষমা করবেন না যদি কেউ তাওবা না করে (সূরা নিসা, আয়াত ৪৮)।

তাই, যখন কোনো মুসলিম শিরকমূলক বা কুফরনির্ভর কাজে অংশগ্রহণ করে, এমনকি সেটিকে সমর্থন করে বা প্রশংসা করে, তখন তা ঈমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এটিই মূল বক্তব্য। এখানে কারও প্রতি ঘৃণা, জুলুম বা সাম্প্রদায়িক বিদ্বেষ নেই।

আমরা ইসলামের শিক্ষা অনুযায়ী অমুসলিম প্রতিবেশী ও বন্ধুদের সহায়তা করব, তাদের সঙ্গে সদাচরণ করব, মানবিক দায়িত্ব পালন করব, কিন্তু তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা সে উপলক্ষে ধর্মীয় শুভেচ্ছা দেওয়া ইসলামে অনুমোদিত নয়। কারণ, এতে ইসলামের মৌলিক আকীদা বা বিশ্বাসের পরিপন্থী কাজকে স্বীকৃতি দেওয়ার আশঙ্কা থেকে যায়।

এটি কোনো ‘মোল্লাদের বানানো’ কথা নয়; বরং কুরআনুল কারিম, সহিহ হাদীস এবং সাহাবায়ে কেরামের বাণী দ্বারা স্পষ্ট ও নির্ভরযোগ্যভাবে প্রমাণিত। আমাদের উচিত ইসলামকে ব্যক্তিগত ধারণা বা আবেগ দিয়ে ব্যাখ্যা না করে, বরং আল্লাহ ও তাঁর রাসূল ﷺ যা বলেছেন সেটাই গ্রহণ ও অনুসরণ করা।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের অন্তরসমূহকে হিদায়াতের আলোয় আলোকিত করুন এবং শিরক ও কুফর থেকে দূরে রাখুন। আমিন।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিন।

গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, জাজাকাল্লাহু খাইরান।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০

বাকপ্রবাস বলেছেন: এসব আওল ফাওল লিখে হিংসা বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কিছু না

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পোস্টটা মনোযোগ দিয়ে পড়েন, তাহলে আর আউল ফাউল মনে হবে না। আর যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে ইসলামের মূল নীতি নিয়ে পড়াশোনা করেন। এই জ্ঞান অর্জন আপনার জন্য ফরজ।

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪২

Spirit বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭

Spirit বলেছেন: আমরা অবশ্যই অমুসলিমদের অধিকার নিশ্চিত করবো। কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, সাহায্য-সহযোগিতা কিংবা শুভেচ্ছা-অভিন্দন কিছুই করতে পারি না। কারণ, মহান আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ইসলাম ব্যতিত অন্য কোনো ধর্ম পালন, অনুসরণ ও বিশ্বাস কুফর। তেমনি অন্য ধর্মের উৎসব পালন, অংশগ্রহণ কিংবা তাতে শুভেচ্ছা ও কুফর। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, *নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম।*

কোনো হিন্দু ভাইয়ের এব্যপারে দ্বিমত/আপত্তি থাকলে হিন্দু পণ্ডিত অধ্যাপক বেদ প্রকাশ উপাধ্যায় রচিত 'কল্কি অবতার ও মুহাম্মদ সাহেব' বইটি পড়তে পারেন। অথবা ড. জাকির নায়েকের কল্কি সম্পর্কিত লেকচার শুনতে পারেন।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

Spirit বলেছেন: ★শুভেচ্ছা জানানো কুফর।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সামু দেবী দুর্গার ছবি দিয়ে শারদীয় শুভেচ্ছা বার্তার পর এখানে লগইন করা কি জায়েজ হবে নাকি ইহা ও শিরক/কুফর বলে গণ্য হবে?

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯

নতুন বলেছেন: Spirit বলেছেন: ★শুভেচ্ছা জানানো কুফর।

‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

এই কাফের আমীর কিভাবে জামাতের নেতার পদে বহাল থাকে এতো দিন? এই কথার জবাবে কেন আ্ন্দলন শুরু হচ্ছে না?

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা নিয়ে পর্যাপ্ত সমালোচনা হয়েছে। জামায়াতের আমীর অবশ্যই গোনাহের কাজ করেছেন।

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আমি নই@এলগরিদমের স্রষ্ঠা ছিলেন ইবরাহিম হুজুর, তোয়া হুজুর, শায়েখ আহমদুললাহ কিংবা তারেক মনোয়ার রাইট ?

যাদের নিয়ে proud দেখাছছেন এরা এখন বেচে থাকলে তাদের চলাফেরা মুশকিল হতো । :)

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

জিকোব্লগ বলেছেন:

কি রে জেনারেশন একাত্তর,

তর বউ কী ইদানিং তরে বেশি বেশি গার্বেজ বলে ডলা দিচ্ছে, যে ওটা সইতে না
পেরে ব্লগে এসে যেখানে সেখানে গার্বেজ বলে বেড়াচ্ছিস! তর বাঁদরামির জন্যে
তর বউ তরে দিনে কতবার কাঁচা কঞ্চি দিয়ে পেটায়?

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: জিকোব্লগ এর ভাষা, বস্তির ভাষা।
উনার বুঝা উচিৎ এটা ব্লগ বস্তি নয়।

ব্লগটিমের উচিৎ যথাযথ ব্যবস্থা নেওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.