নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রসংগঃ ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:১৪

সম্প্রতি ফেইসবুকে ঢুকলেই কওমী ঘরানার আলেম/একটিভিস্ট এবং জামায়াত-শিবিরের একটিভিস্টদের মধ্যকার ক্যাচাল দেখে বেশ বিরক্ত বোধ করছি। এখন কি এসব করার সময়?

মওদুদী বা গোলাম আযম সাহেবের কোন বক্তব্য বা নীতি আদর্শ নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, তাহলে জামায়াত নেতৃত্বের সাথে বসে সেটা সমাধান করুন এবং আপনারাও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুন। এ কথা সত্য, জামায়াত নেতৃত্বে যোগ্য ওলামাদের কমতি আছে, সেজন্য তারা রাজনীতির মাঠে পূজায় শুভাচ্ছা জানানো বা পূজা মন্ডপে গমনের মত গর্হিত কিছু অপরাধ করে ফেলেছে। কিন্তু, তাদের সংশোধনের জন্য তাদের কাছে যাওয়ার দায়িত্বটাওতো কওমী ওলামাদের আছে, তাই না?

আচ্ছা, কওমী ঘরানার ওলামাদের মধ্যে এত দল কেন? চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে জানতে পারলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জামিয়াত উলামা-ই-ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজাম-এ-ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট এরকম নামে ৫/৬ টা কওমী ঘরানার ইসলামী রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দলগুলোর বাইরে গেলে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে অনেক বিষয়েই অন্যান্য কওমী আলেমের বিরোধ দেখতে পাই। এর বাইরে আছে আহলে হাদিস, লা মাযহাবি। এরা আবার কওমী ওলামাদের দেখতে পারে না। মুসলমানদের ঐক্যটা তাহলে কোথায়?

কেউ মানুক আর না মানুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা বড় ইসলামি রাজনৈতিক দল, তাদের আছে বড় ধরনের সাংগঠনিক ভিত্তি। এটাকেতো কাজে লাগানো দরকার, তাই না? এরা যেহেতু একটু আধুনিক ধ্যান ধারনায় বিশ্বাসী, তাই আরো বেশী লাইনচ্যুত হয়ে যাওয়ার আগে কওমী ওলামাদের কি দায়িত্ব নেই এদের সাথে আলোচনায় বসে ইসলামিক মূলনীতিগুলো তাদের কাছে পরিস্কার করা?

আপনারা ফেইসবুকে লিখে ফাটিয়ে ফেলছেন জামায়াত ক্ষমতায় গেলে কিভাবে ইসলামের বারটা বাজাবে, তা আপনাদের মাথায় কি এটুকু ঢোকে না যে সেক্যুলাররা ক্ষমতায় গেলে আপনাদের সবার পিঠে ট্রাস ট্রাস করে বেতের বাড়ি দেবে, জং ই তকমা দেবে? ওরা কি আপনাদের মধ্যে এত এখতেলাফ খুঁজবে তখন? এখনো বিভিন্ন টক শোতে সেক্যুলার রাজনীতিবিদদের বক্তব্য শুনে এটা বোঝেন না? গত ৫৪ বছরে আপনাদের শিক্ষা হয়নি? নাকি আপনারা চান সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সেক্যুলাররা যাবে আর আপনা্রা বায়তুল মোকাররমে উত্তর গেইট আর শাহবাগে মিটিং মিছিল করে দিন পার করবেন? যদি মনে করেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দরকার নাই, তাহলে আমাদের মত সাধারণ মুসলমানদের সামনে সেটা পরিস্কার করে বলে দেন, আমরা এসব নিয়ে চিন্তা বাদ দেই। মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, শুক্রবারে জুমার খুতবা শুনি আর আল্লাহ বিল্লাহ করি। এত পেরেশানি নেয়ার কি দরকার? এরপরে সেক্যুলাররা মুসলমানদের সাথে যা করবে সেটা মুখ বুঝে মেনে নেব।

২৪ এর জুলাইয়ের পরে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছিল ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। আপনারা সে সুযোগ হেলায় হারাচ্ছেন। আপনাদের বুঝতে হবে, এই দেশে এখনো ১৫% থেকে ২০% মানুষ আওয়ামী ধর্মের সমর্থক। এর বাইরে এখনো বিশাল একটা সেক্যুলার জনগোষ্ঠী আছে যারা ইসলামি রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না। আপনাদের অনৈক্য দেখে সেক্যুলাররা আনন্দে বগল বাজাচ্ছে। তাই এখনো সময় আছে, কামড়া কামড়ি বাদ দিয়ে আলোচনায় বসুন। ফেইসবুকে নেতিবাচক লেখা বন্ধ করুন। ঐক্যবদ্ধ হোন, আল্লাহর জন্য পরস্পরকে ভালবাসুন। আমার মনে হয় না, কওমী এবং জামায়াত এর লোকজন পরস্পরের কাছে সেক্যুলারদের চেয়েও খারাপ!

মনে রাখবেন, দুনিয়াতে এখন মানুষ মূলতঃ দুই ধরনের, ইসলামের পক্ষের আর ইসলাম বিদ্বেষী!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫১

জেনারেশন একাত্তর বলেছেন:



গার্বেজ

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা কি আপনার ডাক নাম? ;)

২| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:





সঠিক, আমার ডাক নাম।
গার্বেজ

৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২৯

ধীবধির বলেছেন: আপনারা বিভাদ চান কেন? মুসলমান লেবাস হলেই ভালো হবে?

৪| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৩

শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশে কেয়ামত ডেকে নিয়ে আসার জন্য ইসরায়েল-আমেরিকা-পন্থী রাজাকার, আল-বদর, আল-শামস, জামায়াত এবং তালেবান ওরফে আরএসএস-বিজেপি-মোদিডাডা-পন্থী মামুনুল প্রমুখের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই!!!

আমরা হব তালেবান
বাংলা হবে আফগান
যাবো মোরা কবরস্থান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.