নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিএনপিই সম্ভবতঃ এই মুহুর্তে বাংলাদেশে সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক দল (After BAL)

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৯

গত পরশু অফিসের কাজে এক দিনের জন্য একটু চট্টগ্রাম গিয়েছিলাম। সকালে বিমানবন্দরে নেমে পাঠাও এপ থেকে একটা গাড়ি ডাকলাম। চালকের বয়স পঞ্চাশের আশে পাশেই হবে। সকাল নয়টার দিকে বের হওয়াতে রাস্তা ঘাট বেশ খালিই ছিল। চালক বেশ বন্ধুবৎসল। নিজ দায়িত্বেই তিনি আশে পাশের প্রতিটি স্থাপনার বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার ডান পাশেই চট্টগ্রাম বন্ধরের বিভিন্ন টার্মিনালগুলো। এক জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বন্দরের এই অংশে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ট্রাক/লরিগুলো থাকত। আমি ভাবলাম, এই জায়গার মালিক বোধহয় তিনিই ছিলেন। চালক বললেন, সেটা না, তার প্রভাব প্রতিপত্তির বলেই এই জায়গাটা ওনার দখলে থাকত। এখন আর নেই। বুঝলাম, পেশী শক্তির বলে তিনি এখানে অন্যায়ভাবে ব্যবসার কাজে তার ট্রাক/লরিগুলো রাখতেন যেগুলো বন্দরে কন্টেইনার বহনে কাজ করত। এখন ওনার ছেলে হুম্মাম কাদের চৌধুরী এমপি প্রার্থী হয়েছেন! প্রভাবশালী পরিবার, যদি নির্বাচিত হতে পারেন, তাহলে আবার মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাবেন বলেই প্রতীয়মান হয়!

কথা প্রসংগেই রাজনীতির আলাপ চলে আসল। তিনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। বললেন, বিএনপি’র চাঁদাবাজি আর অত্যাচারে সবাই অতিষ্ট এবং সামনের নির্বাচনে জামায়াতকে ভোট না দিয়ে উপায় নেই!

সন্ধ্যায় ফেরার সময় পাঠাও এপ এ আরেকটা গাড়ি ডাকলাম। এই গাড়ির চালক বয়সে তরুণ, ২০০৯ সালে নির্বাচনের সময় তিনি সপ্তম শ্রেণিতে পড়তেন। আগ্রাবাদেরই স্থায়ী বাসিন্দা। জীবনে কখনো ভোট দিতে পারেন নি! কথা বার্তার এক পর্যায়ে বললেন, “ভাই, আওয়ামী লীগের তাও একটা ক্লাস ছিল, বিএনপি’র সেটাও নাই!” আমি বলে উঠলাম, “বলেন কি ভাই! এই একই কথাতো আমিও আমার সাথে যাদের আলোচনা হয়, তাদের বলি!” উনি বললেন, ভাই ৫ অগাস্টের পরে এরা একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, চাঁদাবাজি আর সন্ত্রাসী কার্যকলাপে। কিছুদিন আগে সম্ভবতঃ বাবলা নামে একজনকে প্রকাশ্যে খুন করা হল চট্টগ্রামে। চালক সাহেব বললেন, তাকে নাকি তার বন্ধুই খুন করেছে, ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে! তারও মত, জামায়াতকে এবার সুযোগ দেয়া উচিৎ!

আমার মাথায় একটা জিনিস ঢোকে না, বিএনপি’র নেতা কর্মীদের মাথায় কি একবারও আসে না যে এটা ২০০০ সাল না, ২০২৫! এখন তথ্য প্রযুক্তির যুগ, প্রতিটি অপকর্মের খবর মানুষের কাছে ফেইসবুক আর ইউটিউবের কল্যাণে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে বিএনপি এখন ঘৃণিত একটি দল। It’s hard to find a single reason why the people of Bangladesh would support BNP!

ইংশাআল্লাহ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এবং আরো সাতটি ইসলামি দল যারা নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, তারাই ভোটে জয়ী হয়ে বাংলাদেশ শাসনের ভার নেবে। আগামীর বাংলাদেশের জন্য সৎ নেতৃত্বের কোন বিকল্প নেই! আল্লাহ কবুল করুন, জালিমদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করুন, আমিন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমীন

২| ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তখন জামায়াত হবে সবচেয়ে খারাপ দল। এদেশে কেউ ভালো না। নাগরিক সমাজকে একটা ক্ষমতা দেওয়া দরকার সব দেখভাল করার। তাহলে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৫৪

স্বকীয়তা বলেছেন: বিশ্ববিদ্যালয়গুলোর সংসদ নির্বাচনে বিএনপির প্রতি তরুণদের অনাস্থা স্পষ্ট প্রকাশ পেয়েছে।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ২:৩১

ক্লোন রাফা বলেছেন: বিএনপি কি একটা রাজনৈতিক দল ⁉️ এক কথায় বলুন তো এদের রাজনৈতিক পরিচয় কি, আদর্শ কি ⁉️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.