![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজের সম্পর্কে বেশি কিছূ জানি না ..বন্ধুরা খুজে পাবেন হয়ত... Poor, ugly, fat, sad, rude, stupid, intelligent, lonely, lively, freaky, illiterate, weird, big mouth, liar, truthful, industrious, lazy, blah blah..... Like to talk, lead, play, read, think, write, ...travel, fun... bla bla bla But I am still lovable!!...:D
গ্রামের বাড়িতে মুরুব্বিদের কাছ থেকে জানা যায় যে, আমাদের পূর্বপুরুষগণ নাকি একসময় পারস্য দেশের অধিবাসী ছিলেন। তারপর ঢাকায় এসে এক জমিদারের মুন্সি হিসাবে কর্মরত ছিলেন...জানি না কি কারনে, সেই জমিদার তার মেয়ের সাথে বিবাহ দিয়ে (মতান্তরে এমনও শুনা যায়, জমিদারের কন্যাকে নিয়ে উনি নোয়াখালী পালিয়ে গিয়েছিলেন, আমি এটাই বিশ্বাস করি... ) উনাকে নোয়াখালি অঞ্চলে পাঠিয়ে দিলেন...সেই থেকেই নাকি আমরা নোয়াখাইল্যা...
২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৭
সুমন ধ্রুব বলেছেন: কোন ব্যাখ্যাটা ভাই?
২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩১
শাহ আজিজ বলেছেন: নোয়াখালী বা পূর্বেকার অন্যনাম যাই থাকনা কেন সেখানে শুধু আপনারা একা যাননি । ওখানেরও আদিবাসি ছিল যেমন চাটগা বহু পুরনো সমুদ্র বন্দর । পাকিস্তানের সময়ে আপনাদেরকে সীমিত আকারে নোয়াখাইল্যা বলা হতো যেমন চাটগাইয়া ।বাংলাদেশে ক্রমে ওই শব্দগুলি প্রমিনেনট রুপ নেয় নানা কারনে যেমন চিটাগাং এর লোক কিন্তু আপনাদের ফরেনার বলে
মনে হয় টার্ম টা সিলহডি থেকে এসেছে। বঙ্গ হচ্ছে পৃথিবীর সবচে বেশি মিশ্রন যুক্ত লোকের আবাস।
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০১
সুমন ধ্রুব বলেছেন: ঠিক ই কইচেন জুনাব!
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১
শাহ আজিজ বলেছেন: ব্যাখ্যাটা পরিস্কার হলনা ।