![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ প্রজন্ম চত্বরে'র সকল সেনা/সেনানী'কে লাল সালাম ।
স্বাধীনতা'র ৪২ বছরে মুক্তিযোদ্বারা যা পারেনি,তাদের সন্তান হয়ে এই প্রজন্ম যা করে দেখালো তা সত্যিই বাংলার ইতিহাস হয়ে থাকবে ।আমিও এই প্রজন্মের একজন হওয়ায় নিজেকে নিয়ে গর্ব বোধ করি ।
তবে কিছু ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই । plz কেউ একে রাজনৈতিক ভাবে বিশ্লেষন করবেন না ।
এখন প্রতিদিনকার টিভি নিউজ হেডলাইন : শাহবাগে'র প্রজন্ম চত্বরে প্রতিবাদের ঝড়
পত্রিকার পাতায় শোভা পায় : উত্তাল শাহবাগ
এগুলো দেখে আমাদের ঘুনেধরা রাজনীতি বিদদের কি মনে হয় জানিনা, তবে আমরা সাধারন মানুষের মনের ভেতরকার নিভু নিভু প্রদীপ শিখা আবার প্রজ্জলিত হয় ।
এ যেন সোনার বাংলার অসম্পুর্ন পেইন্টিং এর পুর্ন রুপদানের প্রক্রিয়া..
এটা আরও প্রাণবন্ত হয় যদি আমরা আমাদের প্রতিটা গন সমস্যা এখানে তুলে ধরি, সুধী সমাজ তা একটু ভেবে দেখবেন কি ??
# এই যে গতকাল বরিশালের ব্রজমোহন কলেজের নতুন অধ্যক্ষকে পেটাল ছাত্রলীগ তার প্রতিবাদ করুন ।
# তেল/গ্যাস/বিদ্যুতের মুল্য বৃদ্বির সাথে সাথে দ্রব্যমুল্যের উর্ধগতি যার প্রভাব জীবন জাপন এর প্রতিটা ক্ষেত্রে তা তুলে ধরতে পারি ।
# কেন সাগর/রুনি'র জন্য আলাদা সমাবেশ,সাংবদীক সম্মেলন করতে হয় ? তা কী এই প্রজন্ম চত্বরেই উত্থাপিত হতে পারে না ?
# তাজরীন গার্মেন্টস এর আগুন ও তার প্রেক্ষীতে পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার রক্ষাকল্পে করনীয় মতমত এখানে কি উঠতে পারেনা ??
# আর কেনইবা বিশ্বজিত হত্যার প্রতিবাদ এই মন্ঞ্চে হবে না..?
তাই-
শাহবাগে অবস্থানরত সবাইকে বলছি, আসুন সবাই একটু ভাবি এ নিয়ে plz !
~জয় বাংলা~
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
সুমন জেবা বলেছেন: দিকভ্রষ্ট হব কেন ভাই ? আমি শুধু রাজাকার দের ফাসি'র দাবীর পাশাপাশি এগুলোও আনা যায় কি না ভাবতে বলছি ।
Thank you মতামতে'র জন্য..
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
অজানাবন্ধু বলেছেন: ভাইজান আমারাও চাই প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করতে।
অতীতে করেছিও হয়ত এভাবে রাজপথে নামিনি।
এখন আমদের দাবীর প্রতি সহমত হয়ে রাজপথে আসুন এবং আওয়াজ তুলুন
জয় বাংলা............
চাই চাই রাজাকারদের ফাসি চাই।( আর কোন কিন্তু, অথবা, যদি নাই)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
সুমন জেবা বলেছেন: শুধু সহমত কেন ..আমিও আপনাদের সাথী..রাজপথেরই মানুষ, আমার কন্ঠেও একই আওয়াজ_
জয় বাংলা............
চাই চাই রাজাকারদের ফাসি চাই।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
একরামুল হায়দার বলেছেন: এই মঞ্চ রাজাকার এর বিচার এর | অনেক দাবি আসলে এর গুনাগুন হারাবে | প্লিজ লক্ষ স্থির রাখুন | দিকভ্রষ্ট হে চারিদিকে ঘুরলে সব হারাবেন | আপনি তেল গেস নিয়ে শুরু করুন আমরা আছি