![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছে গুলো
আস্তে আস্তে বিদায় নিচ্ছে বোধয়...
নতুন সব কিছুতে কেমন জানি খেই হারিয়ে ফেলি এখন ।
পূর্ন ইচ্ছা শক্তি,আর দ্বিগুন আগ্রহ সমেত
যেই না এগুতে যাই
চলতি পথে হাজারো সমস্যার ঢেউগুলো আছরে পরে
আমার নোঙরে ..
এগুনো হয় না আর
এভাবেই বিদেয় হয় আমার কাঙ্খিত ইচ্ছে পাখিরা ।।
কেউ জানতে পারেনা
কি ছিল ইচ্ছে গুলোয়..
অথবা
তার শিল্পিত কাব্যমালা
দেখাতে পারিনা কোন সাফল্যের ঝংকার ।।
আমি ক্লান্তির দির্ঘতম অভিশাপ নিয়ে
আবার এগুই আগের মতোই …
মাঝখান থেকে বিদায় নেয়
এক একটি ইচ্ছা, আর..
একগুচ্ছ সময় ।।
যে বিদায়ে
বর্ষ-বিদায়ের জৌলুশ নেই,
নেই বর্ষ-বরনের অনারম্বর ।।
©somewhere in net ltd.