![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন অসংখ্য তথ্যের প্রয়োজনে আমরা গুগল ব্যবহার করে থাকি । বর্তমানে পৃথিবীর শতকরা ৯০ ভাগ মানুষের সার্চ ইঞ্জিন হিসেবে প্রথম পছন্দ গুগল ।
প্রায়ই দেখা যায় গুগল তার ডুডল এ পরিবর্তন আনে , তবে তা অবশ্যই বিশেষ দিন ,ব্যাক্তি , আবিস্কার ইত্যাদি স্মরনে।আজও তেমনি গুগল তার ডুডল প্রকাশ করেছে । আর যার স্মরনে আজকে ডুডল পরিবর্তন হয়েছে ,তিনি হলেন বিদ্যুৎ শক্তি উদ্ভাবনে পথিকৃৎ- "আলেসান্দ্রো গিউসিপ্পে এন্টনিও আনাস্তাসিও ভোল্টা"।
১৭৯৮ সালে ইতালীয় পদার্থবিদ আলেসান্দ্রো ভোল্টা যখন ব্যাটারি উদ্ভাবন করেছিলেন, তখন বোধ হয় তিনি ভাবতেও পারেননি যে ২০১৩ সালে এসে প্রতিবছর ব্যাটারি বিক্রির পরিমাণ দাঁড়াবে বছরে চার হাজার ৮০০ কোটি ডলার। ল্যাপটপ কম্পিউটার, গাড়ি, ক্যামেরা, মোবাইল ফোন—কিসে নেই ব্যাটারির ব্যবহার!
ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে ইলেকট্রন ঋণাত্মক (নেগেটিভ) থেকে ধনাত্মক (পজিটিভ) দিকে যায়। পুরো রাসায়নিক পদার্থটুকু খরচ হয়ে গেলে ব্যাটারি ফুরিয়ে যায়।
ব্যাটারি উদ্ভাবনের ফলেই প্রযুক্তিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। বড় বড় মোবাইল ফোন এখন আর ব্যবহার করতে হচ্ছে না আমাদের। এমনকি একবার চার্জ দিয়েই ১২-১৪ ঘণ্টা ফোন ব্যবহার করা যাচ্ছে।
আলেসান্দ্রো গিউসিপ্পে এন্টনিও আনাস্তাসিও ভোল্টার ২৭০ তম জন্মাদিনে গুগল তার এই বিশেষ ডুডল প্রকাশ করেছে।
ধন্যবাদ সবাই 'কে--
তথ্য সংগ্রহ : google.com.bd
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
সুমন জেবা বলেছেন: হ ভাই .. ঘটনাটা সত্যই !
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
অর্বাচীন পথিক বলেছেন: জানা ছিলো না ব্যাপার টা ।
ভাল লাগলো পড়ে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
সুমন জেবা বলেছেন: ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ..
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
আকিব আরিয়ান বলেছেন: আমিও একটু আগে ডুডল দেখে ভাবছিলাম আজকে কারে নিয়ে দিলো এটা!! জেনে গেলাম এখান থেকে। ধন্যবাদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
সুমন জেবা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ..
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ঘটনা সত্য।