![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাটা আমার কলিগ Sami Huq ভাইয়ের,
উনার সাবলিল বর্ননায় বিস্লেশন ধর্মী লেখা গুলার এইটা ১টা। ভালো লাগলো, তাই অনুমতি নিয়ে ব্লগে দিলাম :
আমরা অনেকেই সেহেরীতে উঠি না, ঘুমের disturb হবে বলে,
রাত ১২টা বা ১টায় একেবারে খেয়ে শুয়ে পড়ি
But trust me, you have no idea what you are missing
রাসূলুল্লাহ সেহরি সম্পর্কে বলেছেন
"Take Suhur as there is বারাকাহ in it."
প্রশ্ন হচ্ছে What is বারাকাহ?
বারাকাহর তিনটা মানে আছে
১. Thing that grows and increase beyond expectations
২. Things that Continues
৩. Thing that stays
বারাকাহ হচ্ছে Impossible অঙ্ক,
১+১ মিলে ২ হয়, এটা হচ্ছে নরমাল অঙ্ক
For বারাকাহ, ১+১ becomes ১০০ বা ১০০০ বা 1 millions
একটা ছোট Example দিলে clear হয়ে যাবে যে আমি আমার লাইফে কি ভাবে বারাকাহ এক্সপেরিয়েন্স করেছি.
আমার Excel ট্রেনিং started by helping others, অফিসে Excel মানেই আমি, আমিও নির্বিশেষে সবাইকেই Help করে যাই
Then একদিন সাহস করে একটা ফ্রি ট্রেইনিং Session এর ব্যবস্থাও করে ফেলি
Help করতে করতে Accidentally একদিন Shariar ভাইকে help করে ফেললুমম
কিছুদিন পর শাহরিয়ার ভাই নভোটেল ছেড়ে ActionAid এ join করলেন
ActionAid এ Excel Training দরকার হলো,
ডাক পড়লো আমার- শুরু হলো বারাকাহ
Training দিয়ে, আমার কনফিডেন্স বেড়ে গেলো,
Confidence দেখে Raihan ভাই Bdjobs Training এ Saikat ভাই এর সাথে কথা বলায় দিলো, বারাকাহ
Start হলো আমার প্রফেশনাল ট্রেনিং- বারাকাহ
ট্রেনিং এর পয়সায় দেশ বিদেশ ঘুরে বেড়ালাম -বারাকাহ
আমার দৃঢ় বিশ্বাস, ওই বছরের কোনো এক সেহরির উসিলায় হয়তোবা শাহরিয়ার ভাইয়ের মাধ্যমে এই বারাকাহর সৃষ্টি হয়েছে, which is আলহামদুলিল্লাহ is still continuing এন্ড hopefully will continue
So, আগামী কালের সেহরি টা please মিস করবেন না, because you never know, what barakah is waiting for you
লিংকঃ Click This Link
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৫
সুমন জেবা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ..
২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: আমিই তো সেহরি খাই না। রাতের খাবার ১২/১ টায় খেয়ে ফেলি। তারপর ঘুম। আসলে ভোরের দিকে কঠিন ঘুম আসে।
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৩
সুমন জেবা বলেছেন: ভাই..
চেষ্ঠা করলেই উঠতে পারবেন। আল্লাহ তায়লা আপনাকে বারাকাহ উপভোগ এর তৌফিক দান করুন..আমিন..
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আসলেই। সেহেরি খাওয়ায় আলাদা একটা বিশেষত্ব আছে।
লেখাটি ভালো হয়েছে। লাইক দিলাম