![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষতবিক্ষত শরীরে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে বংশ বৃদ্ধি করছে
শিশির বিন্দুর ওপারেে
একটু ফাঁকা অন্ধকারে
যেখানে আলোর মিছিল
পৌছাতে নাহি পারে !
স্বিপ্ন বিহারে
ভেসে যাওয়া কল্পনায়
জেগে রাখে একরাশি ঘুম
বেদনা রাখা আলনায়
আলতা দেওয়া কুঠিরে
বালুচরা আঙ্গিনায়
বসবাসকৃত প্রেমখানি
লুটিয়ে পরে দূর সীমানায়
নীল চাদর মুড়ি দিয়ে
দিনের আকাশ
সন্ধ্যার শীতের অসমাপ্ত
সাক্ষি দেয় এক ঝড় বাতাস
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
বলেছেন: ++++++
৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ++
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
সুমনেশখেয বলেছেন: ভাল লাগার জন্য