![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা কার্বন ন্যানোটিউব ও সিলভার ন্যানোপার্টিকেলের কম্পোজিট ফিল্ম থেকে রোবটের জন্য এমন গোঁফ বানাতে পেরেছেন, যা বিড়াল আর ইঁদুরের গোঁফের মতোই স্পর্শকাতর। এসব গোঁফকে ইলেকট্রনিক বা ই-গোঁফ বলা হচ্ছে। এসব ই-গোঁফ টেবিলের ওপর একটি কাগজের মুদ্রা রাখার মতো হালকা চাপেও সক্রিয় হয়ে উঠবে। বিজ্ঞানীরা বলছেন, এ গোঁফ লাগানোর পর রোবটরা তাদের চারপাশ ‘দেখতে’ ও ‘অনুভব করতে’ পারবে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মেটিরিয়াল সায়েন্স বিভাগের শীর্ষ গবেষক ও বিজ্ঞানী আলী জেভি বলেন, ‘কিছু নির্দিষ্ট প্রাণী ও পোকা-মাকড় তাদের গোঁফের সাহায্যে বাতাসের গতিবেগ যেমন বুঝতে পারে, তেমনি কোনো আবদ্ধ জায়গায় তাদের সামনে কী কী বাধা রয়েছে, তা শনাক্ত করতে পারে। আমাদের উদ্ভাবিত ই-গোঁফ কম্পোজিট ফিল্ম দিয়ে তৈরি। আর এ ফিল্মের বাইরে রয়েছে ন্যানোটিউব ও ন্যানোপার্টিকেলের অতি পাতলা আবরণ। আমরা পরীক্ষায় দেখতে পেয়েছি, এটা আগের যে কোনো ই-গোঁফের তুলনায় ১০ গুণ বেশি স্পর্শকাতর।’
বিজ্ঞানী জেভি ও তার সহকর্মীরা কার্বন ন্যানোটিউব পেস্টকে এমনভাবে তৈরি করেন, যা সহজেই বাঁকানো যায় এবং এটা বিদ্যুত্ পরিবাহী। আবার এসব কার্বন ন্যানোটিউব ম্যাট্রিক্সের ভিতর
থাকে সিলভার ন্যানোপার্টিকেলের অতি পাতলা ফিল্ম। এ কারণে এসব ন্যানোটিউব অতি মাত্রায় সংবেদী। নানা ধরনের জটিল কাজে এসব ই-গোঁফ ব্যবহার করা যাবে মনে করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানী আলী জেভি জানান, তারা তাদের উদ্ভাবিত ই-গোঁফের মাধ্যমে বায়ুপ্রবাহের অধিকতর সঠিক দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ম্যাপিং করতে সক্ষম হন। তিনি এটাও বলেন, আগামীদিনে এসব ই-গোঁফ অত্যন্ত কার্যকরভাবে কাছের যে কোনো বস্তুর ম্যাপিংয়ে ব্যবহূত হবে। শুধু তা-ই নয়, এটার মাধ্যমে হার্টবিট ও পালস রেট নিখুঁতভাবে জানার পথ খুলে যাবে।
আলী জেভির ভাষায়, ‘আমাদের উদ্ভাবিত ই-গোঁফ পরিবেশগত ইফেক্ট সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণের জন্য একটি স্পর্শকাতর সেন্সর নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। বিশেষত আমাদের উদ্ভাবিত ই-গোঁফের বুনন, অতি কম ওজন ও দুর্দান্ত পারফরমেন্সের কারণে এটার বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এটা শুধু রোবটেই নয়, হিউম্যান-মেশিন ইন্টারফেস ও বায়োলজিক্যাল প্রয়োগেও ব্যবহার করা যাবে।’ -
আরো পড়ুনঃ
পেনড্রাইভ ভাইরাস আক্রান্ত হয়েছে? ফাইল আছে কিন্তু দেখাচ্ছে না? সমাধান নিয়ে নিন।
স্মার্টফোনের সীমাবদ্ধতা দূর করতে বাজারে আসছে ব্ল্যাকফোন!
২৮টি উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড!!! তাও আবার ফ্রী!!!
ইশারায় চলবে কম্পিউটার
শৌচাগারের (Toilet) চেয়েও মোবাইল ১৮ গুণ বেশি নোংরা!
Visit my amazing blog: http://beb24.blogspot.com
©somewhere in net ltd.