![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু ক্ষন আগে একটা নিউজ পেলাম, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করেই ফেলি। কিছুক্ষন আগে আওয়ামিলিগের অফিসিয়াল ফ্যান পেজে এই ঘোষনা করা হয়েছে। যে যেই দল করেন না কেন, একটি দলের সাপোর্টারতো আমরা সকলেই। আর সেদলটি হলো ফ্রিতে ইন্টারনেট ব্যবহারকারী দল। তাই এই দলের লোকদের জন্য নিঃসন্দেহে এটি একটি আনন্দের সংবাদ বটে।
সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক।
টেলিটকের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করল সরকার। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিনত করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।
তবে এই সুবিধা ভোগ করার জন্য আপনার থাকতে হবে ওয়াইফাই সুবিধাযু্ক্ত একটি ডেভাইস। আসুন তাহলে, আর একটু অপেক্ষা করি ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পেতে।
আরো পড়ুনঃ
IDM-এর বিকল্প দারুন এক "ডাউনলোড ম্যানেজার" download করে নিন।
নিয়ে নিন Facebook Chat করার জন্য অসাধারণ Android Apps
ফ্রি মোবাইল/পিসি থেকে ভয়েস কল এবং সাথে আরো কিছু মজার সার্ভিস!
চরম কয়েকটি পেইড এপস নিয়ে নিন ফ্রিতে!
এবার আপনাকে যে কল দিবে, তার নাম বলবে মোবাইল! সাথে মুখের শীষে বেজে উঠবে আপনার মোবাইল (দারুন ২টি Android Apps)
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
কৈশর বলেছেন: আহ্ !! যদি সত্যই হইতো !!!
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪
দি সুফি বলেছেন: মজা পাইলাম। আগে টেলিটকরে কন সমগ্র বাংলাদেশে 3G নেটওয়ার্ক চালু করতে। ওয়াইফাই পরের কথা
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
মেমননীয় বলেছেন: কাঠালের বিচি, কাঠাল গাছ,
গাছে কাঠাল, গোফে তেল!!
আমার মনে হয় এই প্রজেক্ট কাঠালের বিচি পর্যায়ে আছে।
আর আমরা আম পাবলিক তেল নিয়ে রেডি!!!!
হাঃ হাঃ!
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
ড. জেকিল বলেছেন: মেমননীয় এর কাঠালের বিচি তত্ত্ব সমর্থন করি।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮
সাইফুর রহমান পায়েল বলেছেন:
মেমননীয় বলেছেন: কাঠালের বিচি, কাঠাল গাছ,
গাছে কাঠাল, গোফে তেল!!
আমার মনে হয় এই প্রজেক্ট কাঠালের বিচি পর্যায়ে আছে।
পুরোপুরি সহমত।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
অহনাব বলেছেন: দেরি আছে। এত এক্সাইটেড হইতে পারলাম না।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: দেরি আছে। এত এক্সাইটেড হইতে পারলাম না।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
সূচিপত্র বলেছেন: নি:সন্দেহেই জটিল একটি খবর। কিন্তু আসলেই হবে কিনা সেটাও একটা ব্যাপার। কারণ টেলিটক এখনই যে সেবা দেয়!
View this link