নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি ভালো লাগে তবে ইচ্ছে একটু কম করে।

হুদাই পাগলামি

আমি হুদাই পাগলামি করি

হুদাই পাগলামি › বিস্তারিত পোস্টঃ

আমি রোহিঙ্গা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

আমি রোহিঙ্গা বলছি পৃথিবীর সব থেকে
নির্যাতিত
প্রাণী বলছি আমার ঈদ নেই,আমার কেন
আনন্দ নেই আমি তো মানুষ নই।
সবাই আমায় পশু, হিংস্র জানোয়ার
ভাবে
নিজের অধিকার হারিয়েছি
নিজের বাস্তু- ভিটে হারিয়েছি
আমি কি মানুষ হতে পারি বলো
আমি মানুষ হলে কি এই জঙ্গলে বাস
করতাম সীমান্ত পেরিয়ে কি বঙ্গদেশে
আসার চেষ্টা করতাম
আমি তো মানুষ নই
অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ
তারাই আজ আমার বাস্তু- ভিটে
জ্বালিয়ে দিচ্ছে
মানুষ হিসেবে বেঁচে থাকতে চাইনি
সাধারণ জীব হিসাবে বেঁচে থাকতে
চেয়েছিলাম
কিন্তু তারাই আজ আমায় পর্যদুস্ত করে
রাখছে দিচ্ছে
বহ্নিতাপ আমি রোহিঙ্গা বলছি পৃথিবীর
সব থেকে নির্যাতিত
প্রাণী বলছি আমায় কেউ মানুষ বলে
উপহাস করবে না আমি মানুষ নই,আমি
পৃথিবীর সব থেকে নির্যাতিত
প্রাণী নির্যাতন সহ্য করাই আমার ধর্ম
মানুষ হলে কি দিনমান কি আমার বাস্তু-
ভিটায় হানা
দিত আমি রোহিঙ্গা বলছি পৃথিবীর সব
থেকে নির্যাতিত
প্রাণী বলছি আমি কারো বিরুদ্ধে লড়া
করতে পারি না লড়াই করলে জঙ্গী হয়ে
যাই মানুষ জাতির জন্য সমস্যা হয়ে
দাঁড়াই আমায় বিনাশ করো হে মানুষ
জাতি তবে আমায় জঙ্গী
বলে উপহাস করো না মানুষ বলে উপহাস
করো না
আমি তো পৃথিবীর সব থেকে নির্যাতিত
প্রাণী
তবে আর এভাবে কষ্ট দিও না বড্ড অসহায়
পড়েছি
পারলে আমায় বিনাশ করো,তবে আমায়
মানুষ বলো না
আপনার মানুষরাই ভাল থেক মিছে আমার
ছবি পত্রিকার
বুকে আর এঁকো না আপনাদের বিরক্তের
কারণ হয়ে থাকতে চাই না হে মানুষ
আমার মৃত দেহ গুলো খুবলিয়ে খাস্
পারলে ফিরে আনিস
আপনাদের হুশ
আমি রোহিঙ্গা বলছি পৃথিবীর সব থেকে
নির্যাতিত
প্রাণী বলছি আপনাদের সবাইকে তাই
আমি আমি চিৎকার করিয়া কাঁদিতে
চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যাথা বুকে চাপাইয়া
নিজেকে দিয়েছি ধিক্কার আমার ভাই
কে কষ্ট দেওয়া মানুষ কে আমি আল্লাহ্
কাছে দিলাম বিচার!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

ওমেরা বলেছেন: আল্লাহ মজলুমদের সহায় হোন । আমীন

হুদাই পাগলামী করিয়েন না ভাল হয়ে যান ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

হুদাই পাগলামি বলেছেন: পাগলামি করি সখে
পাগল নই বটে!
পাগলামি নেশাও তবে
জটিল পাগল নই ভবে
হুদাই করি আপন মনের জ্বালায়
মানুষজন ভাবছে আমায়
ভবের পাগল নই আমি ভাই।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩২

উম্মে সায়মা বলেছেন: মানুষের নির্মমতা দেখে নির্বাক হয়ে যাই। আল্লাহ সাহায্য করুন।

শুভ ব্লগিং....

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

হুদাই পাগলামি বলেছেন: হুম
আমার ব্লগে আপনাকে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.