নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি ভালো লাগে তবে ইচ্ছে একটু কম করে।

হুদাই পাগলামি

আমি হুদাই পাগলামি করি

হুদাই পাগলামি › বিস্তারিত পোস্টঃ

"সেই তুমি"

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯


তুমি যেন আকাশের নীল ধ্রুবতারা,
তাই আমি আজ দিশেহারা।
তুমি যেন কবির কবিতা,
সাহিত্যিকের রচিত কাব্যকথা।
তুমি যেন কাশবনের দোলা,
যেন শরতের বৃষ্টি এক পশলা।
তুমি যেন পানির মত স্বচ্ছ,
শিশির ভেজা কোন গোলাপগুচ্ছ।
তুমি যেন আকাশের নীল মেঘ,
উজাড় করে দিয়েছি হৃদয়ের আবেগ।
তুমি যেন কোন ঝর্ণার স্রোতধারা,
তোমাকে ভেবে কাটাব এ জীবন সারা।
তুমি যেন শরৎচন্দ্রের পার্বতী,
আকাঁবাকাঁ মেঠোপথের রুপবতী।
তুমি যেন কোন গানের সুর,
হৃদয়ে উদিত হওয়া প্রথম ভোর।
তুমি যেন ভিন্চির আকাঁ মোনালিসা,
হৃদয়ে জমিয়ে রাখা অজস্র ভালোবাসা।
তুমি যেন কোন এক স্নিগ্ধ সকাল,
ভালবেসে যাবো তোমায় অনন্তকাল।
তুমি যেনো চিরভাস্বর তাজমহল,
হৃদয়ে আমার ভাবনা সকল।
তুমি যেন শিল্পীর রংতুলি,
হৃদয় বাগানে প্রস্ফুটিত কুসুমকলি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

নুসরাত অনি বলেছেন: তুমি যেন কাশবনের দোলা,
যেন শরতের বৃষ্টি এক পশলা।
তুমি যেন পানির মত স্বচ্ছ,
শিশির ভেজা কোন গোলাপগুচ্ছ।

ভালো লাগলো কথা গুলা।

খুব ভালোলাগা রইল।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

হুদাই পাগলামি বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯

ওমেরা বলেছেন: এই তুমিটা কে ?
হুদাই পাগলামি নামটা দেখলেই শুধু হাসি পায় ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

হুদাই পাগলামি বলেছেন: তুমিটা আছে কেউ একজন!
ধন্যবাদ মন্তব্যের জন্য।




নাম দেখে হাসির কারন ঠিক আমি জানিনা তবে আমার মনে হয় আপনি জানেন?

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

হুদাই পাগলামি বলেছেন: তুমিটা আছে কেউ একজন!
ধন্যবাদ মন্তব্যের জন্য।




নাম দেখে হাসির কারন ঠিক আমি জানিনা তবে আমার মনে হয় আপনি জানেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.