![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্ গভীর হলে একা একা হাঁটি
হেঁটে হেঁটে আমি বহু পথে ঘুরি
আমি সেই সব পথের শেষ খুঁজে
ফিরি-
তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!
আমি সেই নগরের নাগরীক
আমি সেই পথে হেঁটে যাওয়া
লাওয়ারিশ পথিক
আমি নিশাচর, আমি নিচ্ছিন্ন
ভবঘুরে যাযাবর,
আমি বুক পকেটে প্রেম নিয়ে চলা
চঞ্চল মধুকর।
শুনেছি এই পথে অনেকেই আসে
যায়
নেশা ধরা চোঁখে চমকিয়া
দাড়ায়!
তারাও সবে বলে যায় হায় –
“তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!”
আমি তাহাদের মাঝে কেউ নই ,
আমি বিনিদ্র রাত্রির বুকে মাথা
পেতে শুই,
আমি মরুর উত্তাপ নিয়ে ঘুরি,
আমি ঝড়ের নাভীমূলে যাই উড়ি,
আমি জোছনা নামাই
কোহেকাফে
আমি পুষ্পের ঘ্রাণ আহনাফে।
তবু আমি তৃষ্ণার্ত চাতকের মত মরি
আমি সেই সব পথের শেষ খুঁজে
ফিরি-
“আহা! তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!”
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৩
হুদাই পাগলামি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১২
হুদাই পাগলামি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
মলাসইলমুইনা বলেছেন: এতো দেখি জমজমাট ও গভীর প্রেমের কবিতা | এতেতো পাগলামি নেই কোনোই ! প্রেমের সাথে পাগলামি মিশিয়ে দিন আবারো হুদা হুদা | হুদাই আবারো পাগলামি চলুক না উদ্দেশ্যহীন |
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
হুদাই পাগলামি বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
নুসরাত অনি বলেছেন: শুনেছি এই পথে অনেকেই আসে
যায়
নেশা ধরা চোঁখে চমকিয়া
দাড়ায়!
তারাও সবে বলে যায় হায় –
“তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!
ভালো লিখেছেন পাগলা ভাই!