![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন! সে তো পদ্ম পাতার শিশির
বিন্দু। গাছের পাতার ফাঁক দিয়ে একটু
একটু করে প্রখর হওয়া ভোরের প্রথম
আলোকরশ্মি কিংবা শীতের রাতে
টিনের চালের টুপ-টাপ শব্দ – এইতো
জীবন। স্বল্পায়ত, কিন্তু বড্ড বেশিই
বৈচিত্র্যময়। বিয়ের আসরে সদ্য পা
রাখা নববধূটির মত ‘জীবন’টাকেও
সাজানোর জন্য কত প্রয়াস, কত
ব্যস্ততা। এর মাঝেও ফেলে আসা
মুহূর্তগুলোর জন্য একবার হলেও সবাই
পিছনে তাকায় আর অবাক হয়ে
আবিষ্কার করে স্মৃতির অ্যালবাম
সাজিয়ে বসে থাকা সুবিন্যস্ত
অপেক্ষমান স্মৃতিগুলোকে।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৫
হুদাই পাগলামি বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: আমিও মাঝে মধ্যে হুদাই পাগলামি করি!
কবিতায় +++
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
হুদাই পাগলামি বলেছেন: হা হা হা হা হা
ধন্যবাদ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৭
ল বলেছেন: জীবন-------------------------হুদাই পাগলামি
কবিতা ভালো লাগলো --
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
হুদাই পাগলামি বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫
কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে+