![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের খুশিতে মগ্ন তুমি
নদীর ঢেউয়ে আলো-খেলা দেখেছ তুমি
বর্ণালীর বিচ্ছুরণে জলচিহ্ন লেগেছিল
তুমি তার সন্ধান পাওনি!
বিচক্ষণতার সাথে কাব্য লেখো তুমি
দিগন্ত , নিঃশব্দে লিরিক লিখেছিল
তুমি তা পড়তে চাওনি!
অনাবৃষ্টি টের পেয়েছিলে তুমি
নীলাম্বরে মনখারাপি মেঘ সেজেছিল
তুমি তাকে একবারও খোঁজনি!
নিজের খুশিতে মগ্ন থাকো তুমি
কেউ অখুশির রক্ত মেখেছিল
তুমি তার বেদনা বোঝনি!
©somewhere in net ltd.