![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিম ঝিম ঝরে আকাশ হতে
দূর থেকে দেখা যায় আসছে
ঝর ঝর ঝরে অজপাড়াগাঁয়ে
মাঠ হতে ঘাট জমে ক্ষীর তবে।
খেয়াঘাটের আশেপাশে নেই কোন
পক্ষি প্রাণী মানুষ জাতি,
দূরথেকে দেখা যায়
কৃষক ভাই আসছে মাথায় ঘোমটা দিয়ে।
কালো কালো ছায়া জেন আসছে তেড়ে
হুঙ্কার দিয়ে বলছে আমি আছি জেগে,
চারদিক অন্ধকার বাতাস যেন
আসছে সব মায়া ছেড়ে।
২৮ শে জুন, ২০১৯ দুপুর ২:৫০
হুদাই পাগলামি বলেছেন: আমি ধন্য হলাম আপনাকে আমার লেখার সাহায্যে কল্পনায় নিতে পেরে।
ধন্যবাদ কবি ভালোবাসা রইল পাগলার পক্ষ থেকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৯ ভোর ৪:০৩
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতা পড়ে মনে হলো দূরের কোন গ্রামে রিমঝিম বৃষ্টি হচ্ছে,আমি তা অবলোকন করছি। আপনি পেরেছেন এমন একটি কল্পনা করাতে আপনার কবিতায়।