নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি ভালো লাগে তবে ইচ্ছে একটু কম করে।

হুদাই পাগলামি

আমি হুদাই পাগলামি করি

হুদাই পাগলামি › বিস্তারিত পোস্টঃ

দুঃখ কি?

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:৫২

তুমি তো নারী।
তোমার দুঃখ কি?

লজ্জাহীন ঐ দৃষ্টি ফেরালেই
ছেঁকে ধরে কত পুরুষ।
স্বলাজ চাহনীর ঐ কটাক্ষটুকু দিয়েই
তুমি যুগে যুগে ঘায়েল করেছ কত বীরপুরুষ।

নারী, তোমার দুঃখ কি?

কত নির্মম জলাঞ্জলি!
কত নির্বাণ, কত আহুতি!
কত বেদনায় নীল হয়ে থাকা
পুরুষের মনে জ্বলে কত আগুন!
সব আয়োজন শুধু তোমারই।

তোমার দুঃখ কি নারী?

তোমার ঐ প্রাচীন মনের এখনও-
পায়নি নাগাল কোন মানুষ।
যুগে যুগে খুড়ে খুড়ে তন্নতন্ন করে
প্রত্নতত্ত্ব খুজেছে তোমার মনে,
কত প্রত্নতাত্ত্বিক পুরুষ।

তোমার দুঃখ কি?

যত দুঃখ জমা হয় ঐ পুরুষের বুকে।
যত কষ্ট, যত ব্যথা!
যত হৃদয়হীন অনুষঙ্গের উপকরন!
অবলীলায় হেসে খেলে,
সব তো দেওয়া তোমারই।

তোমার দুঃখ কি নারী?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা । নারীর দু:খ কি নিয়ে
অনেক গুরুত্বপুর্ণ কথা বলেছেন কবিতায়
যা হৃদয়কে নাড়া দিয়ে যায় ।

সমাজের অন্যান্য দু:খ কষ্টের মত,নারীদের উপর নিপিড়ন ও অভিশাপ ক্রমাগতভাবে আজ বেড়েই চলছে এবং আর্থ সমাজিক সংকটের কারণে তা দিন দিন আরো বৃদ্বি পাচ্ছে । অসংখ্য নারী সহিংসতা,হত্যা, এসিড ছোঁড়া ও ধর্ষনের মত চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে এবং তা প্রতিনয়ত বেড়েই চলছে । প্রেম ভালবাসার ক্ষেত্রেও প্রতারিত হচ্ছে । আমাদের সমাজে আজও সকল রাজনৈতিক ও সংস্কৃতিক কর্মকান্ডে পিতৃতান্ত্রিক ও পুরুষতান্ত্রিক মন মানসিকতার প্রতিফলন দেখা যায় ।

নারী মুক্তির জন্য সর্বাগ্রে বুঝতে হবে নারী নিপিড়নের গভীরতর সামাজিক ও অর্থনৈতিক কারণ সমূহ যা জেন্ডার ভিত্তিক শোষন প্রক্রিয়ার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত । জেন্ডার ইস্যূ ও শ্রেণীর প্রশ্নের আন্তঃসর্ম্পকের মিমাংসাই আমাদেরকে নারী স্বাধীনতার সংগ্রামে সফলতা এনে দিতে পারে।আজ বহু নারী বিপুল সুনামের সাথে রাজনীতি,ব্যবসা,শিল্প সহ নানা বিভাগে কৃতিত্বের সহিত জায়গা করে নিয়েছেন । কিন্তু তাদের প্রায় সকলেই এসেছেন শাসক শ্রেণী, উচ্চ বিত্ত ও মধ্য বিত্ত শ্রেণী থেকে । তাদের সমস্যা ও দুঃখ কষ্ট নিম্নবিত্ত ও মেহেনতী শ্রেণীর নারীদের জীবন সমস্য আর দু:খ কষ্টের কাছে অনেকটাই ভিন্নতর ।

শুভেচ্ছা রইল

২৮ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৬

হুদাই পাগলামি বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।

২| ২৮ শে জুন, ২০১৯ ভোর ৪:০০

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,কি সুন্দর প্রকাশ, প্রত্যেকটি লাইনে মুগ্ধময় শব্দের ব্যবহার।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৭

হুদাই পাগলামি বলেছেন: ধন্যবাদ প্রিয়।
আমার ব্লগে স্বাগতম।

৩| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

বলেছেন: যত দুঃখ পুরুষের বুকে।।। তবুও তুমি দুঃখ কষ্টের সমান ভাগিদার।।


অঃটঃ -- আমার বাবা পোস্টে আপনার দুর্দান্ত মন্তব্যটি কিভাবে যেন ডিলিট হয়ে গেলো।।।
প্লিজ আবারো হৃদয় নিংড়ানো মন্তব্যটি দিয়েন।।। ভেরি সরি।।।

২৮ শে জুন, ২০১৯ রাত ১০:১৮

হুদাই পাগলামি বলেছেন: আমার ব্লগে স্বাগতম প্রিয়।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

হু অবশ্যই আমি এখনি করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.