![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
মাঝামাঝি আধুনিক হয়ে লাভ কি ?
এক দিকে বলেন মধ্যযুগীয় বর্বরতা আর চলবে না , যৌতুক নিষিদ্ধ , নারী নির্যাতন চলবে না , ইভ টিজিং বন্ধ , নারি পুরুষ সমান সমান , ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভাই ভাই , আইনের শাসন , সবার জন্য শিক্ষা অসাম্প্রদায়িকতা আর অন্য দিকে স্বাধীন মত প্রকাশ আপনাদের প্রতিকূলে গেলেই হত্যা , গুম , নয়তো কারাবন্দি ।
তার চেয়ে সরাসরি বলে দেন দেশে তালেবানি ব্যাবস্থা কায়েম করা হবে । কারো বলার কোন অধিকার থাকবে না । সরকার যা বলবে তা ই আইন । মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না , বেপর্দা হইলে দোররার বারি , পড়ালেখা বন্ধ , নাটক সিনেমা গান বাজনা বন্ধ , ধর্ম হবে একটাই , বাক স্বাধীনতা বন্ধ - আওয়াজ তুল্লেই গুলি ।
নইলে আরও ক্লিয়ার করে বলে দিন - " তোরা জনগন , তোরা ক্রীতদাস ।
আর কোন দিন লিখতে আসব না , আশা করব না , রাজপথে নামবো না , আওয়াজ তুলবো না ।
ক্রীতদাস ভেবেই কাটিয়ে দেব বাকিটা জীবন ।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
মহাজাগতিক পাগল বলেছেন: আর কিছুই বাকি নাই ।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: আমার রইম্য লেকাও বন্দ হয়ে যাবে নাকি
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
মহাজাগতিক পাগল বলেছেন: অবশ্যই । রম্য বোঝার ক্ষমতা মানুষের থাকে , সরকারের কি আর ওই বোধ আছে ? তাছাড়া রম্যের নামে যদি স্যাট্যার লিখে ফেলেন ? তখন ?
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মাক্স বলেছেন: ক্রীতদাস ভাবার আর বাকী রইল কি