![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
আজকে প্রথম আলোর শিরোনাম - " ডেকে এনে শত প্রাণ হত্যা " । সুখে থাকার পর ও আমরা উঠতে বসতে প্রতিদিন বলি - আল্লাহ উডাই নাও । এ জীবন আর ভাল্লাগে না । কিছু না হতেই কথায় কথায় আত্মহত্যা । সেদিন আমার পাশের বিল্ডিং এ একজন বউয়ের সাথে ঝগড়া করে গলায় দড়ি দিল । জীবন কত সহজ ! আর সাভারে নিহত ওই লোক গুলা শুধু এক মুঠো খেয়ে বেঁচে থাকার আশায় কাজে গিয়েছিল । তারা আপনার আমার মত আলালের ঘরের দুলাল না । কষ্ট করে হোক , শুধু বেঁচে থাকতে পারলেই তারা খুশি ছিল । বোকাচোদা নেতা রা , মানুষ মারার যদি এতই শখ হয় তাহলে আমাদের কে ডেকে নিয়ে যান , আমাদের কে হত্যা করুন । কিছু কুলাঙ্গার কে মারুন । তবুও ওদেরকে বাঁচতে দিন , ওরা অনেক সয়েছে - এবার ওদের কে ছেড়ে দিন । বাঁচার অর্থ যারা বোঝে তাদের কে বাঁচতে দিন , ডেকে এনে তাদের জীবনের সাথে এই প্রতারণা আর করবেন না ।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
মহাজাগতিক পাগল বলেছেন: শাস্তি কার্যকর দেখতে চাই
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এদের উচিত শাস্তি কামনা কর্ছি
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
মহাজাগতিক পাগল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
একজন আরমান বলেছেন:

আর কতো রক্ত দিয়ে পোশাকের মূল্য নির্ধারিত হবে?
শোক নয়, শাস্তি চাই।