![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
যদি ভালবাস , তবে রাজপথে এসো
এসো করি হৃদয়ের রাজনীতি
হৃদয় পতনের আন্দলনে
পথে নাম সর্বশক্তি নিয়ে , কূটনৈতিক দূরদর্শিতায়
তোমার ত্রাস ছড়িয়ে দাও আমার বুকে
হরতালে অচল করে দাও হৃদয়ের প্রতিটা স্পন্দন
বন্ধ করে দাও শিরা উপশিরায় রক্ত সঞ্চালন
দখল করে নাও মস্তিস্কের প্রত্যেকটা কোষ, চোখের দৃষ্টি
যদি সত্যি ই ভালবাস তবে জোর গলায়
আওয়াজ তোল - বল ভালবাসি , ভালবাসি ।
০২ রা মে, ২০১৩ রাত ১১:১৪
মহাজাগতিক পাগল বলেছেন: আপনার কথাই আবার আপনাকে বলি - একটা প্রেম করার চেয়ে অনেকের সাথে প্রেম প্রেম ভাব থাকা ভাল ।
২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫২
একজন আরমান বলেছেন:
বাহ !!
রাজনৈতিক ভালোবাসা !!!
০৩ রা মে, ২০১৩ রাত ১২:১৩
মহাজাগতিক পাগল বলেছেন: হুম , ভালোবাসার রাজনৈটিক প্রেক্ষাপট
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৩
প্রিন্স হেক্টর বলেছেন: আপনে ভালবাসেন, আমি পিকেটিং করমুনে
০৩ রা মে, ২০১৩ রাত ৩:২০
মহাজাগতিক পাগল বলেছেন: বিরোধী পক্ষ ছাড়া এই রাজনীতি অসম্পুর্ন
৪| ০৩ রা মে, ২০১৩ রাত ২:০৩
সোহাগ সকাল বলেছেন:
০৩ রা মে, ২০১৩ রাত ৩:২১
মহাজাগতিক পাগল বলেছেন: শুভ কামনা রইলো ।
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:০৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা!
০৩ রা মে, ২০১৩ রাত ৩:২২
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন ।
৬| ১৪ ই মে, ২০১৩ রাত ২:৩৮
তিমির বলেছেন: ওরে পাগল জটিল পাগলামি +++++++ এ রকম পাগলে পাগলে ভরে যাক রাজপথ ।
১৪ ই মে, ২০১৩ সকাল ১০:০৩
মহাজাগতিক পাগল বলেছেন: বেশি পাগল থাকলে সমস্যা
৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ++++++
০২ রা জুন, ২০১৩ রাত ৯:৩১
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০০
মিনিওন বলেছেন: তিমির বলেছেন: ওরে পাগল জটিল পাগলামি +++++++ এ রকম পাগলে পাগলে ভরে যাক রাজপথ ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ১১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালোবাসার আন্দোলন সফল হোক।