![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
আকাশলীনা (ফেইসবুক ভার্শন)
মহাজাগতিকানন্দ দাশ
সুরঞ্জনা
অফলাইনে যেও নাকো তুমি
চ্যাট কোরো নাকো ওই যুবকের সাথে
ফিরে এসো সুরঞ্জনা
সবাই ঘুমিয়ে গেলে , ফেইসবুকে মাঝ রাতে ।
ফিরে এসো ল্যাপটপ মনিটরে
ফিরে এসো অনলাইনে আবার
ফেইসবুক থেকে সরে - আরো দূরে
যুবকের ফোনে এসএমএস কোরো নাকো আর ।
কি কথা তাহার সাথে ? তার সাথে !
মাঝরাতে বারান্দার পাশে
অবুঝের মত তুমি আজ
তার প্রেম বাশ হয়ে আসে ।
সুরঞ্জনা
তোমার হৃদয়ে আজ বাশ (ক্ষেত্র)
বাশের ওপারে বাশ
ক্রমাগত বাশ ।
[ ফুটনোটঃ আমার অতি প্রিয় জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতা থেকে নেওয়া । জীবন দা , এই ফাইজলামি টুকু ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন । ]
১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৭
মহাজাগতিক পাগল বলেছেন: ভাল লাগলেই লেখার সার্থকতা
২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: মজা পেলুম ।
১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই । কেমন আছেন ?
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:০৫
গৃহ বন্দিনী বলেছেন: মজা পাইলাম
১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
মহাজাগতিক পাগল বলেছেন:
৪| ২০ শে মে, ২০১৩ রাত ১:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মজা পাইলাম , জীবান বাবু বাচিয়া থাকিলে নির্ঘাত কোমায় চলিয়া যাইতেন
২০ শে মে, ২০১৩ রাত ২:০৯
মহাজাগতিক পাগল বলেছেন: কোমা থেকে জাগ্রত হইয়া নিশ্চিত আমাকে ফেন্দু রিকুয়েস্ট পাঠাইতেন ।
৫| ২০ শে মে, ২০১৩ রাত ২:২১
প্রিন্স হেক্টর বলেছেন: মধু!! মধু!!!
জীবনানন্দ বাইচা থাকলে আজ আপনি কোমায় যাইতেন
২০ শে মে, ২০১৩ রাত ২:৪০
মহাজাগতিক পাগল বলেছেন: উপ্রে গেলে সরাসরি , কোমায় ঝুইল্লা থাকুম না :>
৬| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩৭
ঘুড্ডির পাইলট বলেছেন: কনফিউশুন পেইজটারে ঢুকাইলে ভালা হইতো !!!
২২ শে মে, ২০১৩ রাত ১:৪০
মহাজাগতিক পাগল বলেছেন: অন্য কোন কবিতার কপাল পুড়লে লেখুম নে ।
৭| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৪১
একজন আরমান বলেছেন:
ওরে ব্যাডা এইয়া হরছো ডা কি হায়?
তয় সমেস্যা নাই। তুমি-মুই-জীবনানন্দ মোরা হগলডিতেই এক দেশি। মোরা কিছু হরলে জীবনদায় মাইন্ড খাইবে না।
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮
মহাজাগতিক পাগল বলেছেন: হেই ভরসাতেই তো ল্যাকলাম । জীবন দা বাইচ্চা থাকলে আইজগো এ্যাক লগে ব্লগিং করতাম ।
৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
মজার হইসে
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
মহাজাগতিক পাগল বলেছেন:
৯| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:৩০
শ্রাবণ জল বলেছেন: বেফক মজা পাইলাম!
২৯ শে মে, ২০১৩ সকাল ১১:২১
মহাজাগতিক পাগল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! বাহ! ভালো লাগলো//