![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
হৃদয় আমার আধেক সাদা ,আধেক টা তার কাল
মন টা আমার আধেক মন্দ ,আধেক টা তার ভাল
আমি অর্ধ পশু ,অর্ধেক মানব
আমি অর্ধেক মহাপুরুষ ,বাকি অর্ধেক দানব
আমি অশান্ত ,আমি স্থির
আমি কাপুরুষ ,আমি মহা বীর
আমি কোমল ,আবার প্রস্থর কঠিন
আমি মহান ,আমি নীচ - হীন
আমি প্রেমিক ,আমি প্রেম বিদ্বেষী
আমি দিনের রবি ,আমি ই রাতের শশী
রক্ত ধারা কিছুটা নীল ,বাকি অর্ধেক লাল
আমি ই সুবিবেচক ,আমি ই মাতাল
আমি বিজ্ঞানী ,আমি ই সাহিত্যিক
সবই ভুল ,শুধু আমি ই সঠিক ।
১৮ ই জুন, ২০১৩ রাত ৩:০১
মহাজাগতিক পাগল বলেছেন: আহ ! ধন্যবাদ মিয়া ভাই । কবিতা কেউ পড়তে চায় না ।
২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৩
একজন আরমান বলেছেন:
সবই ভুল ,শুধু আমি ই সঠিক ।
হ্যাঁ সেটাই।
আমি যা আমি তাই। আমিই সঠিক।
ভালো লাগলো পাগল।
১৮ ই জুন, ২০১৩ রাত ৩:০৩
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ আরমান ভাই , আপনার ভাল লাগা আমার জন্য অনেক কিছু ।
৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৫
রোজেল০০৭ বলেছেন: অসাধারন ছন্দময় কাব্য।
পিলাচ লন।
১৮ ই জুন, ২০১৩ রাত ৩:০৩
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ রোজেল । এই কবিতা কেউ পড়বে আমার ধারণায় ছিল না ।
৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
রুদ্র জাহেদ বলেছেন: অনেক ভালো লাগল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ , শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন:
পেলাচ দিলাম ।
শুধু আমি ই সঠিক ।
বাহ ! চমতকার ছন্দ হইছে