![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
কেমন আছ ?
তোমার এ প্রশ্নে হটাৎ
অপ্রস্তুত হয়ে যাই আমি
কি উত্তর দিতে পারি ?
কি উত্তর দেব ?
কি উত্তর আছে আমার কাছে ?
কত দিন , কত রাত দেখি না
তোমার গালে টোল পড়া হাসি মুখ
কত দিন শোনা হয় না তোমার
অফুরান গল্পের ঝুড়ি
কত দিন স্পর্শ পাই না
তোমার নরম আঙ্গুলের
খেলার ছলে কত দিন হারাই না
তোমার কাল চুলের সুবাসে
কত দিন তোমার হাত ধরে হাঁটি না
ব্যস্ত মহানগরের ফুটপাতে
কত দিন হুড তোলা রিকশায়
ঘুরি না দুজনে
এক গুচ্ছ গোলাপ হাতে
কত দিন তোমার মান ভাঙ্গাই না
কত দিন শুনি না নুপুরের শব্দ
কাচের চুড়ির রিনি ঝিনি আওয়াজ
নীল শাড়িতে কদম হাতে
কত দিন তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখি না
কত দিন সবুজ ঘাসে
তোমার কোলে মাথা রেখে চোখ বুজি না
কেমন আছ ? - এ প্রশ্নের উত্তরে তাই বিভ্রান্ত হয়ে যাই
তবু শুকনো হাসি হেসে বলি -
ভাল আছি ।
আর তুমি ?
একজন মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছিল - কেমন আছ ? তার উত্তরে লিখেছিলাম এই কবিতা। উৎসর্গ প্রশ্নকারিণী কে ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৮
মহাজাগতিক পাগল বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩
অচিন তারা বলেছেন: তবুও তো উত্তর দিয়েছেন... :-)
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
মহাজাগতিক পাগল বলেছেন: তার বোঝার ক্ষমতা থাকলে এই উত্তরেই সব কিছু বুঝবে সে
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছ ? - এ প্রশ্নের উত্তরে তাই বিভ্রান্ত হয়ে যাই
তবু শুকনো হাসি হেসে বলি -
ভাল আছি ।
আর তুমি ?
২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
মহাজাগতিক পাগল বলেছেন:
৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
শাওণ_পাগলা বলেছেন: দারুন ভালোবাসার একটা কবিতা। ২য় ভালো লাগা
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
মহাজাগতিক পাগল বলেছেন: আপানাকে ধন্যবাদ । আপনিও দেখছি পাগল সমাবেশে আছেন !
৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০
শাওণ_পাগলা বলেছেন: পাগল মানুষ ভালো!
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৮
মহাজাগতিক পাগল বলেছেন: পাগল ভাল , উন্মাদ খারাপ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮
মিনিওন বলেছেন: প্রথম কমেন্ট টা আমি ই করলাম । দারুণ ভালবাসার কবিতা । প্রেমিকের চরম ভালবাসার প্রকাশ । প্লাস এবং প্রিয় তে ।