![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
সন্তান ভূমিষ্ঠ হবার সময় যেমন প্রসব বেদনা হয় , তেমনি এই মাত্র যে সিনেমা টি দেখে উঠলাম সেটা সবার সাথে শেয়ার না করা পর্যন্ত এক ধরনের মানসিক অশান্তি হচ্ছে যা প্রসব বেদনার কাছাকাছি ।
Pay It Forward (2000) সিনেমটি অনেক দিন পর্যন্ত IMDB এর ওয়াচলিস্ট এ ছিল । দেখে শেষ করলাম মাত্র । অসাধারন এক ভাল লাগার অনুভুতি পুরো শরীরে বয়ে যাচ্ছে । অন্যরকম মানুষ মনে হচ্ছে নিজেকে । এটাকে শুধু সিনেমা বললে হবে না । এটা এক কথায় জীবন , দেশ এবং পৃথিবীর দৃষ্টি ভঙ্গি বদলানোর মত দর্শন । উচ্চতর ফিলোসফি । হুমায়ুন আহমেদ এর হিমু সিরিজের একটা বইয়েও ঠিক এই ধরনের একটা দর্শন ছিল ।
এত অসাধারন ছিল সব কিছু - অভিনয় , কাহিনী , গল্প বলার ধরন , ডায়লগ - সব !!!
The Shawshank Redemption অথবা Forrest Gump এর মত সিনেমার সাথে আমি এই সিনেমা কে আমার সেরা পাঁচ এ এর ই মধ্যে স্থান দিয়ে ফেলেছি ।
IMDB রেটিং দেখে ছবিটিকে খুব ই আন্ডার রেটেড মনে হল । আমার পার্সোনাল রেটিং ৮.৯ ।
IMDB লিঙ্ক দিচ্ছি । অভিনয়ে ছিলেন দুই অস্কার জয়ী Helen Hunt এবং Kevin spacey . আর সিনেমার মধ্যমনি ছিল " The Sixth Sense " এর সেই মিস্টেরিয়াস ছেলেটি । যাদের ড্রামা ভাল লাগে তারা অবশ্যই দেখবেন Pay It Forward ।
http://www.imdb.com/title/tt0223897/
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১১
মহাজাগতিক পাগল বলেছেন: টরেন্ট লিঙ্ক যোগ করে আপনি পোস্ট টা সম্পূর্ণ করলেন । আপনাকে ধন্যবাদ । মুভিটা দেখার পর জানাবেন । আশা করি অসাধারন সময় কাটবে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দেখিনি মুভিটা...!
সবচেয়ে অবাক করলো আমার অক্সফোর্ড লাইব্রেরীতে মুভিটার টরেন্ট ফাইল টা পর্যন্ত এখনো এড করা হয় নাই...!!
রিভিউ ভালো হয়েছে মোটামুটি, শুধু এতোটুকু অসম্পূর্ণতা ছাড়া...
টরেন্ট ডাউনলোড লিংক যোগ করা হয় নি ...
আমি দিয়ে দিচ্ছি ....
Pay It Forward