![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
নগর কেন্দ্রিক মানুষ আমি । নাগরিক সভ্যতা , নাগরিক কোলাহল , নাগরিক বৃষ্টি , নাগরিক প্রেম , মহানগরের জ্যাম । এই সব ভাল্লাগে আমার । আজকে দোতলা বাসে অনেক্ষন দাড়িয়ে ঝুলে ছিলাম । টাইম কাটাতে বেশ কিছু অনুকাব্য লিখে ছিলাম । অনু কাব্য দিয়ে প্যারা দেওয়ার জন্য দুঃখিত । প্যারা তো আমিও খাইছি , আপ্নারাও শেয়ারে সামিল হন
১।
টয়লেটে বসা অপেক্ষা আর জ্যাম বেশ বলশালী
রেড থেকে গ্রিন হয় সিগন্যাল, ক্রিয়েটিভ হয় খুলি
কার্টুনিস্টের আইডিয়া আর দার্শনিকের বুলি
ব্লগারের যত চিন্তা কিংবা কলামিস্টের কালি
চিন্তা গাড়ি ঝটপট ছোটে , মগজের অলি গলি
অনুকাব্যের বৃষ্টি ঝরায় , কবির পদাবলী ।
২।
তখন চাকরী পেত না , যোগ্যতার অভাবে;
এখন চাকরী পাই না , যোগ্যতা রাখাতে ।
৩।
বক্ষ প্রদর্শনার মাথায় হিজাব
জনতা না খোশ ।
ফ্যাশনের নামে রুচি ক্ষয় হলে
হিজাবের কি দোষ ?
৪।
আটকে আছি মহা জ্যামে
লাল হলুদ সব বাত্তি;
সকাল বেলা রওয়ানা দিলেও
বাড়ি ফিরতেই রাত্তি ।
৫।
যত দোষ , নন্দ ঘোষ ;
নিজের বেলায় তাল গাছ ,
আর পরের বেলায় ফোস ফোস ।
৬।
বিড়ি সিগারেট গাজা না
আমার চাই চুম্মা !!!
চুম্মা চুম্মা দে দে !!!
আপত্তি নাই , যদি দাও সেধে ।
চুম্মা কি আর হিসেব করে হয় ?
চুম্মা চাইছি , দিলেই হল ...
কিসের এত ভয় ???
৭।
প্রেম মানেই পাপ , পাপ মানেই কলংক ;
নিজের বেলায় সবাই ঠিক , মেলায় পরের অংক ।
৮।
কফি শপে তোমার সাথে ;
খেলাম ধরা বোনের হাতে ।
৯।
ট্রাফিক পুলিশ , লাল বাতি জ্যাম
খাদা খন্দ কাদা ।
ঢাকা শহরের সব রাজপথে
নিয়মিত ইতিকথা ।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৪
মহাজাগতিক পাগল বলেছেন: রিয়েল লাইফের জোক কিন্তু কিন্তু প্রতিনিয়ত ই আমাদের সাথে ঘটে । শুভকামনা রইলো
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২
ঘুড্ডির পাইলট বলেছেন:
বহুদিন পরে বহু ব্লগ ঘুরে
বেনসন আর গুল্লিপ আগুনে পুড়ে
ব্লগে ঢুকিয়া পড়িলাম তোমার অনুকাব্যখানি
অনেক দিন পরে দেখিয়া মোরে ভাবিত হইবে হয়তো
এ কোন নয়া প্রানি !!!!
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৭
মহাজাগতিক পাগল বলেছেন: ঘুড্ডির পাইলট !!!
আবহাওয়া ভেরি হট
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা বেশ ভালো লাগলো । ৬ আর ৮ লুল
শুভেচ্ছা