![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট লোকের মাঝে আরও ছোট লোক , আমি পশ্চাদপদদের মাঝে আরও পশ্চাদপদ।
একটা গল্প বলি । সে অনেক দিন আগের কথা । এক দেশে খুব সুন্দরী এক মেয়ে বাস করত । সে নিজে দেখতে যেমন সুন্দর ছিল , তেমনি ছিল তার অনেক সুন্দর সুন্দর গুন । কলেজ শেষ করার আগেই সে একজনের প্রতারণার শিকার হয় । মানুষের ওপর তার বিশ্বাস উঠে গেল । সে প্রেম ভালোবাসাকে ঘৃণা করতে শুরু করল । ঘৃণা বুকে নিয়ে তার জীবন চলতে লাগলো ।
ঘটনাক্রমে একদিন তার সাথে এক কবির পরিচয় হল । চালচুলোহীন কবি । ঘৃণা বুকে চলতে চলতে মেয়েটির শিল্পীস্বত্বা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল । কিছুদিন কথা বলার কবি বুঝতে পারল মেয়েটির সেই শিল্পী স্বত্বার কথা । একজন কবি কখনো তার চোখের সামনে সৃজনশীলতার অকাল মৃত্যু দেখতে পারে না । কবি চেষ্টা করল মেয়েটির শিল্পী সত্বাকে আবার জাগিয়ে তুলতে । কিন্তু ভগ্নহৃদয়ের সেই মেয়েটি কিছুতেই রাজি হল না । কবি বুঝতে পারলেন মনে ক্ষত রেখে শিল্পের চর্চা হয় না ।
কিছুদিনের ভেতর কবি বুঝতে পারলেন তিনি মেয়েটির প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন । মেয়েটিকে সাহায্য করতে গিয়ে নিজের হৃদয় ই অসহায় হয়ে পড়ছিল । দিন যায় আর আর কবির আকুলতা বাড়ে । কিন্তু কবি সেটা বুঝতে দিতেন না । মেয়েটির ভাঙ্গা হৃদয় সাড়াতে গিয়ে কবির নিজের হৃদয় ই ভেঙ্গে যাচ্ছিল । কোন ভাবেই প্রেম ভালোবাসায় মেয়েটির বিশ্বাস ফিরিয়ে আনতে পারছিলেন না । তবুও কবি হাল ছাড়লেন না । দিনের পর দিন , সপ্তাহ গড়িয়ে মাসে চলে যাচ্ছে । তবুও কবি বুঝতে পারছেন না মেয়েটির মনে কি চলছে । এরপর ও দুজনের কথা বলা থামে না । দুজনে দুজনার কাছে সব কিছু বলতে লাগল - নিজেদের ভালো লাগা মন্দ লাগা । শিল্পের বুননে যে সম্পর্ক সেখানে ঘৃণা আর কত দিন পুষে রাখা যায় ? ধীরে ধীরে মেয়েটি হাসতে শুরু করল । দির্ঘায়িত শীতের পর যেন মেয়েটির মনে বসন্তের বাহারি ফুল ফুটতে শুরু করেছে । মেয়েটি আবার ছবি আকা শুরু করল নিজে থেকেই । তপ্ত মরুভুমিতে পথ হারিয়ে মৃত প্রায় পথিকের কাছে আকাঙ্ক্ষিত বৃস্টির মত কবি যেন দিশা খুজে পেল । মেয়েটির ভাঙ্গা হৃদয় ভরিয়ে তুলতে গিয়ে নিঃশেষ হয়ে যাওয়া হৃদয়ের খবর কবি কিছুতেই বুঝতে দিলেন না । শুধু কবির কবিতায় কিছু ইঙ্গিত পাওয়া যেত । ততদিনে পেরিয়ে গেল একটি বছর ।
মেয়েটি ইদানিং খুব হাসে । মেয়েটির রহস্যময়ি হাসির লুকানো অর্থ কবি বুঝতে পেরেও চুপ করে রইত । এ হাসির অর্থ "আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি , আমাকে চিরদিনের জন্য তোমার করে নাও । " কিন্তু নিজের চালচুলোহীন দশার কথা চিন্তা করে কবি মনের কথা আরও কিছু দিন পর বলার জন্য মনস্থির করলেন । মেয়ের ছবি আকা বাড়তে থাকল , কবির কবিতা লেখা কমতে থাকল । মেয়েটি ক্রমাগত সুস্থ হতে থাকল আর কবির মাথায় চিন্তার জট পাকিয়ে উন্মাদ হতে লাগল । সব কিছু যখন ঠিক ঠাক হয়ে আসছিল তখন কবির মাথায় চিন্তা আসল - " নিশ্চয়ই বড় কোন ঝড় আসছে জীবনে । ভবঘুরের জীবনে এত সুখ বরাদ্দ হবার কথা নয় । "
একদিন অনেক বার ফোন করেও মেয়েটিকে পাওয়া গেল না । সাধারনত এমনটি কখনো হয় না । অজানা শঙ্কায় কেপে উঠল কবির মন । খোঁজ নিয়ে জানা গেল মেয়েটির বাবা অসুস্থ হয়ে পড়েছে । স্ট্রোক করে এখন হাসপাতালে । মেয়েটি এখন তার বাবার পাশে বসে কাদছে । নিজের সময় শেষ হয়ে এসেছে ভেবে বাবা মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন । পাত্র ঠিক করাই ছিল । মেয়ের পড়া লেখা শেষে বিয়ে হবার কথা ছিল । কিন্তু এখন সে পরিস্থিতি নেই । বিয়েটা এখনই দিতে হবে । বাবা মেয়ের কাছে হাত জোড় করলেন । মৃত্যু শয্যায় থাকা বাবার মিনতি মেয়েটি ফেলতে পারল না । শুধু পানি খাব বলে উঠে গিয়ে চোখের কোনায় জমা পানিটা লুকানোর চেষ্টা করল । প্রেমিক কে ফিরিয়ে দিতে পাড়লেও মেয়েরা বাবাকে ফিরিয়ে দিতে পারে না । নিজের সব স্বপ্ন কে জলাঞ্জলি দিয়ে হলেও মেয়েরা বাবাকে হাসি মুখে দেখতে চায় ।
বাবা স্ট্রোক থেকে সুস্থ হবার দুদিনের ভেতর খুব তাড়াহুরোয় মেয়েটির বিয়ে হয়ে গেল । মেয়ের বাবা খুশি , ছেলেপক্ষ খুশি - সবাই খুশি । মেয়েটির ভেতরের কথা কেউ জানতে পারল না , মুখে হাসি দিয়ে সব লুকিয়ে রাখল মেয়েটি । শুধু ভাগ্যের ওপর থেকে বিশ্বাস উঠে গেল চিরতরে । আর আজিবনের জন্য হারিয়ে গেল কিছু সম্ভাবনাময় পেন্সিল স্কেচ ও ভবঘুরের কিছু কবিতা । সেই রাতে কবির খবর কেউ রাখে নি । শুধু অন্ধকারে বারান্দায় কিছু সাদা ধুয়া উড়তে দেখেছে কেউ কেউ ।
এরপর শেষবার যখন কবির সাথে মেয়েটির কথা হয় তখন মেয়েটি বিবাহ পরবর্তী সংবর্ধনার দাওয়াত দিতে এসেছিল । মেয়েটি তার জামাইয়ের সাথে পরিচয় করাবে বলে কথা দিয়েছিল । কবি হাসিমুখে দাওয়াত গ্রহন করলেও তাদের আর কক্ষনো দেখা হয় নি । বাস্তবতা অনেক কঠিন । জীবনে চলতে হলে অনেক কিছুকে পিছনে ফেলে যেতে হয় । এই কথা মেয়েটিও যেমনভাবে জানত , ঠিক কবিও সেভাবেই জানত । শুধু কয়েকমাস পর কবির ফেসবুক থেকে মেয়েটির আইডিটি হারিয়ে গেল । অতিরিক্ত ভালোবাসা মানুষকে সব সময় কাছে আনে না , কখনো কখনো ব্লক করে দেয় ফেসবুক থেকে । তাই এরপর যখন কাউকে ব্লক করতে দেখবেন - ভাববেন না যে ব্লকের পেছনে রয়েছে প্রতারণা আর অবিশ্বাস এর গল্প , কিছু কিছু ব্লকের পেছনে থাকে প্রচন্ড ভালবাসার অসমাপ্ত কিছু কাহিনী ।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:০৮
মহাজাগতিক পাগল বলেছেন: কাহিনীটা লেখাই উদ্দেশ্য ছিল । আপনাকে ধন্যবাদ ।
২| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: চমৎকার লাগল।
৩য় ভালো লাগা।
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
মহাজাগতিক পাগল বলেছেন: সম্পুর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
সাদা যাদুকর বলেছেন: ভালোবাসা তীব্র হলে দূরে থাকাই ভালো।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:২৭
মহাজাগতিক পাগল বলেছেন: ভালোবাসা মাঝে মাঝে প্যারাডক্সের মত । মানুষ চায় বেশি বেশি ভালোবাসা অথচ ভালোবাসা তীব্র হলে দূরে সরে যেতে বলে । আপনাকে ধন্যবাদ ।
৪| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
বর্ষণ মাহি বলেছেন: সবসময়ের মত সাধারণ বাস্তবতা। কিন্তু এর থেকেও অনেক জটিল জালে বন্দি হয়ে যায় জীবন।
ভাল ছিল।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:২৯
মহাজাগতিক পাগল বলেছেন: গল্প সহজ হোক কিংবা জটিল - যে ভালোবাসা হারায় তাদের সবার কাছেই হারানোর বিষয়টা খুব ই মর্মান্তিক । জগতের সবাই যেন তার ভালবাসার মানুষকে ধরে রাখতে পারে । আপনাকে ধন্যবাদ ।
৫| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
কলমের কালি শেষ বলেছেন: গল্পে ভাল লাগলো ।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩১
মহাজাগতিক পাগল বলেছেন: সেখানেই লেখার সার্থকতা । গল্পটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।
৬| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:০৭
সুলতানা রহমান বলেছেন: বাস্তব মনে হলো।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩২
মহাজাগতিক পাগল বলেছেন: গল্পই বাস্তবতা , বাস্তবতাই গল্প । শুভ কামনা রইলো ।
৭| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৪
সাদা যাদুকর বলেছেন: লেখক বলেছেন: ভালোবাসা মাঝে মাঝে প্যারাডক্সের মত।
ভালো বলেছেন। সহমত।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:৩৯
মহাজাগতিক পাগল বলেছেন: আপনার সাদা যাদু তে মনের মানুষ বস করা যায় না ???
৮| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪০
সাহসী সন্তান বলেছেন: বড় প্রেম সুধু কাছে টানেনা দূরেও যে ঠেলে দেয়-তার একটা বাস্তব নমুনা আপনি গল্পের ছলে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ!
২৬ শে মে, ২০১৫ রাত ১:২২
মহাজাগতিক পাগল বলেছেন: তবু ভালবেসে যেতেই হবে । আপনার জন্য শুভ কামনা রইলো ।
৯| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪৫
সাদা যাদুকর বলেছেন: লেখক বলেছেন: আপনার সাদা যাদু তে মনের মানুষ বস করা যায় না ???
আমার সাদা যাদু নিজেকে বশ করার জন্য।
নিজেকে বশে রাখতে পারলে আর কোন চিন্তা নেই।
২৬ শে মে, ২০১৫ রাত ১:২৩
মহাজাগতিক পাগল বলেছেন: বাহ ! ভালই তো
১০| ২৫ শে মে, ২০১৫ রাত ৯:২৭
অগ্নি দগ্ধ বলেছেন: ভাল লাগল। কাহিনীটি কি সত্যি কোন ঘটনা নাকি আপনার কল্পনাপ্রসুত??
২৬ শে মে, ২০১৫ রাত ১:২০
মহাজাগতিক পাগল বলেছেন: আপনার যেটা ভেবে নিতে ভালো লাগে সেটাই ভেবে নিন গল্প তো গল্প ই ।
১১| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৫০
আজকের বাকের ভাই বলেছেন: শুধু ভালো নয়, অনেক ভালো লাগল। কারণ.........।
২৬ শে মে, ২০১৫ রাত ১:২৩
মহাজাগতিক পাগল বলেছেন: কিছু কারণ থাক না গোপন
১২| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৫৪
জেন রসি বলেছেন: আনন্দে থাকুন।
ভালো থাকুন।
লেখা ভালো লেগেছে।
২৬ শে মে, ২০১৫ রাত ১:২৫
মহাজাগতিক পাগল বলেছেন: ভালো থাকার চেষ্টা সব সময় ই চলবে। আপনিও ভাল থাকুন
১৩| ২৬ শে মে, ২০১৫ রাত ২:১০
মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগল । বাস্তবতায় - মনে না মানলেও মেনে নিয়ে হয় আমাদের সবাইকে ।
শুভকামনা রইল ।
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৪
মহাজাগতিক পাগল বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা রইল ।
১৪| ২৬ শে মে, ২০১৫ সকাল ৮:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় প্রেম শুধু কাছেই টানেনা
কখনো কখনো দূরেও ঠেলে দেয়!!
চিরন্তন সত্য কথা।
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৪
মহাজাগতিক পাগল বলেছেন: সেটাই ধন্যবাদ আপনাকে ।
১৫| ২৬ শে মে, ২০১৫ সকাল ৯:০২
এন জে শাওন বলেছেন: অনুপ্রেমগল্প টা ভালই হইছে।
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৫
মহাজাগতিক পাগল বলেছেন: গল্পটা পড়ার জন্য ধন্যবাদ । শুভ কামনা রইলো ।
১৬| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:২৭
আরজু পনি বলেছেন:
প্রেম মিলনে মলিন হয় বিরহে অমর...
সহজ সরল কিন্তু খুব কাছের ঘটনা...
ভালো লাগা রইল ।
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৬
মহাজাগতিক পাগল বলেছেন: ধন্যবাদ আপা । আপনার মতামত কি ? - ভালবাসার মানুষ থেকে দূরে দূরে থাকব ???
১৭| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:০৩
শামছুল ইসলাম বলেছেন: কবি কি ওই এক বারই কাউকে ব্লক করেছিল, না এধরণের ব্লকিং আরো দু'চারটা পরেও ঘটেছিল?
হয়তো, সেই গল্পটাও মহাজাগতিক ভাইয়ের কাছে শুনতে ইচ্ছে করছে।
সাধারণ তবুও অসাধারণ!!!
+++ ভাল লাগা।
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৮
মহাজাগতিক পাগল বলেছেন: ব্লক টা মেয়ে করেছিল । কবি নয় । ব্লকে ডরে না ভবঘুরে । আসলে বাস্তবতা সবাইকে মেনে নিতে হয় । আমরা বাধ্য ।
১৮| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:১৯
বিবর্ন সভ্যতা বলেছেন: কাকতালীয় হলেও ঘটনা সত্যি, আমার এক গার্লফ্রেন্ড আছে আমাকে শুধু দেখা করার জন্য অনুরোধ করে কিন্তু আমি চাকারজীবি মানুষ এত টাইম কোথায় পাব ?
আমি যাই না, একবার, দুইবার, তারপর ঐ মেয়ে আমাকে ব্লক মারে, ২/৩ মাসের জন্য । হঠাৎ একদিন আবার শুরু করে দেখা করার বায়না, আমিও যথারিতি আগের মতই সময় পাই না। ব্যস্ হয়ে দিয়ে দিল আবার ব্লক ।
এভাবে আজকে ৫ বছর যাবৎ সার্কেল চলছে।
আপনার গল্পটি ভাল লাগল। ধন্যবাদ।
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৯
মহাজাগতিক পাগল বলেছেন: আপনাকে ধন্যবাদ । শুভ কামনা রইলো ।
১৯| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৬
অরুদ্ধ সকাল বলেছেন:
দারুন লিখেছেন
২০| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখক বলেছেন: ভালোবাসা মাঝে মাঝে প্যারাডক্সের মত । মানুষ চায় বেশি বেশি ভালোবাসা অথচ ভালোবাসা তীব্র হলে দূরে সরে যেতে বলে । কথা সত্য। আসলে অতিরিক্ত ভালবাসা অনেককেই আত্মঘাতী করে তোলে, দূরে সরে গিয়ে ভালবাসার তীব্রতা থেকে কেউ কেউ মুক্তি খোঁজে।
গল্পে ভালোলাগা। শুভকামনা জানবেন।
২১| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩৯
তুষার কাব্য বলেছেন: বাস্তবতা মাঝে মাঝে খুব বেদনাদায়ক হয় ! গল্প টা ছুঁয়ে গেল ।
শুভেচ্ছা জানবেন ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: খুব সাধারন কিন্তু ভীষন হৃদয় ছোয়া কাহিনী। অনেক অনেক শুভকামনা রইলো ভাই।