নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

লিরিক্সের অস্ত্রপোচার

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০





আমাদের প্রেম ছিল, সে প্রেমের যমুনা ছিল। আমরা যমুনার কূলে বিহার করতাম এক নৌকার দুই পাখি হয়ে! তোমাকে বলেছিলাম- আমি ভাসব যে জলে, তোমায় ভাসাব সে জলে, ডুবব যে জলে, তোমায় ডোবাব সে জলে! আমি কথা রেখেছিলাম, তুমি রাখোনি। কিছু আসে যায় না তাতে! আমি তোমাকে ডুবিয়েছিলাম আর তুমি আমাকে পুড়িয়েছ, পুড়িয়ে খাটি করেছ, এখন আমি মানুষ হয়েছি, স্বপ্ন দেখিনা আর!



এখন এই সময়ে স্রোত একান্তই আমার, এখানে আমি একাই ভাসি, তোমাকে ছাড়া!! এই স্রোতে আর তোমার অধিকার নেই। হয়ত আমারো কিছু আসে যায় না তাতে! কথা ছিল-



''একটি নাওয়ে দুটি পাখি হয়ে প্রেম যমুনার কুলে - হাওয়ায় হাওয়ায় উড়ব দুজন দুঃখ ব্যাথা ভুলে''



তখন বলনি তুমি যে স্বপ্ন দেখব আমি সে স্বপ্ন দেখবে না তুমি! কি মিথ্যা! কি মিথ্যা! এতো মহাপাপ নয় তোমার! এতো তোমার মুখে আমার মৃত্যুদন্ড ঘোষণা!



আমি হেসেছিলাম যে সুখে, সে সুখে তুমি হেসেছিলে প্রতারণার হাসি! আলিফ লায়লার কেহেরমানের মত হয়ত বিকট ছিল, তোমার মুখের ফটোশপ আড়াল দিয়েছিল তাতে! যে ঘর আমার বাধার কথা ছিল, যাতে থাকার কথা ছিল তোমার, সে ঘর আমি নিজ হাতে ভেঙ্গেছি, কি দরকার!? যেখানে তুমিই নাই!



আমি উড়তে চেয়েছিলাম, তোমাকে সাথে নিয়ে, সেই বাতাস পড়ে গেছে, থমকে গেছে আবহাওয়া, কোনরকম পুর্বাভাস ছাড়াই, গুমোট হয়ে গেছে জীবন, এখন এখানে সবসময় ভ্যাপসা আবহাওয়া! দক্ষিণা বাতাসের প্রতীক্ষায় আছি, নৌকাও রেডী! বাতাস পেলেই ভেসে যাব!



আবার আমি ভাসব-ডুবব-স্রোতে-স্রোতে-জলে-জলে!!!

আমি কাদঁব যে দূখে, তোমায় কাদাঁব সে দুখে!!

ডুবব যে জলে, তোমায় ডোবাব সে জলে!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

আমি সাজিদ বলেছেন: GREAT POST DANCE VAIYA..

PLUS DITE PARTECHI NA KENO ZENO!BLOGE-R SOMOSSA

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

সানড্যান্স বলেছেন: ব্যাপার নাহ!!!

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

টুম্পা মনি বলেছেন: উফ যমুনা!!! এই নামটা শুনলেই নস্টালজিক হয়ে পড়ি! কি যে প্রসস্ত একটা নদী! আমার দু চোখে এর মায়া এখনো লেগে আছে। সে এক ভয়ংকর মায়া। মনকে বিশাল করে দেয়।

আমি উড়তে চেয়েছিলাম, তোমাকে সাথে নিয়ে, সেই বাতাস পড়ে গেছে, থমকে গেছে আবহাওয়া, কোনরকম পুর্বাভাস ছাড়াই, গুমোট হয়ে গেছে জীবন, এখন এখানে সবসময় ভ্যাপসা আবহাওয়া! দক্ষিণা বাতাসের প্রতীক্ষায় আছি, নৌকাও রেডী! বাতাস পেলেই ভেসে যাব!
অনেক ভালো লাগল। তবে আমি নিশ্চিত আপনি যদি যমুনার পাড়ে বসে লেখাটা লিখতেন তবে বর্ণনা অন্যরকম হত।

শুভকামনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

সানড্যান্স বলেছেন: এটা জেমসের গান, লিরিক্স যে লিখেছেন সে হয়তো যমুনা পাড়ে বসেই লিখেছেন!

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

তুষার কাব্য বলেছেন: আমি কাদঁব যে দূখে, তোমায় কাদাঁব সে দুখে!!
ডুবব যে জলে, তোমায় ডোবাব সে জলে!

পাওয়া,না পাওয়ার গল্প ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: লিরিক্সের অস্ত্রোপচার বেশ ইন্টারেস্টিং।

ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালই লাগলো + লন।২য়টা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বেশ ভালো লাগলো!!!!

:) :) :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: আপনার গদ্য কবিতা লেখার হাত অসাধারণ!



ভাললাগা++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

সানড্যান্স বলেছেন: আপনি এত উতসাহ দেন ভাই!! অনেক ধন্যবাদ!

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

মুজাহিদুল ইসলাম বলেছেন: এনজয় করলাম............।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

একজন আরমান বলেছেন:
দারুণ লিখেছেন ভাই। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আরমান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.