নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

ইনসমনিয়াকে লেখা চিঠি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

প্রিয় ইনসমনিয়া - আমি তোমাকে ভুলে গেছি!

এখন আর আমি রাত জাগিনা, মনে রাখিনা,

এখন পেট ভরে ভাত খেলেই আমার ঘুম আসে,

অযথা অলীক স্বপ্ন খেলা করেনা এ চোখে!



প্রিয় ইনসমনিয়া, তুমি ঘুমিয়ে গেছ ঘুম হয়ে চোখে,

রাত জেগে কস্টের আলপনা, এখন আমি আর করি না!



স্বৈরাচারী প্রেমিকা তুমি আমার মাথার পিছের গণতান্ত্রিক প্রেম নও

তাই আমি আর জেগে থাকিনা, অষ্টপ্রহর তোমাকে আর ভালোবাসিনা!!

সিগারেট ধরাতে ধরাতে এখন আর ভাবিনা - চিতায় আগুন দিচ্ছি!!

ধূমপানটা কে ভালোবেসেই আমি সিগারেট টা খাচ্ছি!



এখন আমি আর - টাকা দিয়ে ঘুম কিনি না!

এখন আমি আর - তুমি নেই, তুমি নেই চিৎকার করি না!!

এখন আমি আর - তোমার অবৈধ আদালতের বিচার মানি না!!!

এখন আমি আর - তোমাকে ভালোবাসি না!!!!

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না!!!!



প্রিয় ইনসমনিয়া - তুমি ঘুমিয়ে গেছ এ চোখে - পবিত্র ঘুম হয়ে!!

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এখন আমি আর - টাকা দিয়ে ঘুম কিনি না!
এখন আমি আর - তুমি নেই, তুমি নেই চিৎকার করি না!!
এখন আমি আর - তোমার অবৈধ আদালতের বিচার মানি না!!!
এখন আমি আর - তোমাকে ভালোবাসি না!!!!
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না!!!!

প্রিয় ইনসমনিয়া - তুমি ঘুমিয়ে গেছ এ চোখে - পবিত্র ঘুম হয়ে!!


আপনার কবিতার হাত দারুণ। ব্লগে আপনার বয়সও সেই ২০১০ থেকে দেখতে পাচ্ছি। অথচ এতোদিন আপনার সাথে দেখা কেন হলো না সেটা ভাবছি।

শুভ কামনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আমি আসলে লেখালেখি তেমন করি না, যেটুকু করি তাও চুপেচাপে। আসলে এখানে লেখা গুলোকে জমিয়ে রাখি। নিজেই নিজের লেখার লিঙ্ক ফেসবুকে দিতে আমার খুব লজ্জা হয়।

আপনি আমাকে না চিনলে কি হবে, আপনাকে তো আমি বেশ চিনি!

সবশেষে আবারো ধন্যবাদ!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

বাবুল হোসেইন বলেছেন: প্রিয় ইনসমনিয়া - তুমি ঘুমিয়ে গেছ এ চোখে - পবিত্র ঘুম হয়ে!!

সময় মানুষকে কোথায় নিয়ে যায়।
মিসিং প্রিয় ইন্সমনিয়াকে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য!!

আমি এখন আর ইনসমনিয়া কে মিস করি না ভাই, পেট ভরে ভাত খাইলেই আমার এখন ঘুম আসে!!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

বোকামন বলেছেন:
এখন পেট ভরে ভাত খেলেই আমার ঘুম আসে,
অযথা অলীক স্বপ্ন খেলা করেনা এ চোখে!


গভীর ...

দারুণ ভালো লাগলো কিছু কষ্টের কথা। কৃতিত্ব লেখকের :-)

শুভেচ্ছা ..

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

সানড্যান্স বলেছেন: হাই বোকামন!!!
অনেকদিন পর দেখলাম আপনাকে!!

ধন্যবাদ!
আপনার প্রতি ভালোলাগা রইল!

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সাদরিল বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটা।ফেভারিটে রাখলাম।অনেকদিন পর মনের মতো একটা কবিতা পড়লাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ সাদরিল! আপনাদের ভালোলাগা অবশ্যই আমার পছন্দের ব্যাপার!

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ +++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

বটের ফল বলেছেন: অনেক অনেক বেশি ভালো লাগলো কবিতাখানি।

ভালো থাকবেন অনেক বেশি। শুভ রাত্রি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!

শুভ রাত্রি!!

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

একজন আরমান বলেছেন:
স্বৈরাচারী প্রেমিকা তুমি আমার মাথার পিছের গণতান্ত্রিক প্রেম নও
তাই আমি আর জেগে থাকিনা, অষ্টপ্রহর তোমাকে আর ভালোবাসিনা!!
সিগারেট ধরাতে ধরাতে এখন আর ভাবিনা - চিতায় আগুন দিচ্ছি!!
ধূমপানটা কে ভালোবেসেই আমি সিগারেট টা খাচ্ছি!


দুর্দান্ত ভাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আরমান! ভাল থাক!

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা খুব সুন্দর ---

প্রিয় ইনসমনিয়া, তুমি ঘুমিয়ে গেছ ঘুম হয়ে চোখে

রাত জাগাটা, ঘুম না হওয়াটা খুব কষ্টের, সেটা যে কারণেই হোক। শুভকামনা আপনাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সানড্যান্স বলেছেন: আমার এখন পেট ভরে ভাত খেলেই ঘুম আসে। আপনাকেও শুভকামনা!

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো.।।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো.।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!! আপনার লেখাও অনেক ভালো লাগে আমার।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
পড়ছি আর মুগ্ধ হচ্ছি।

শুভকামনা, ভাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই!!
আপনাদের মুগ্ধ করতে পারাটা বিশাল ব্যাপার। শুনে ভাল লেগেছে।
ভাল থাকুন!

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১

ভিয়েনাস বলেছেন: প্রিয় ইনসমনিয়া - তুমি ঘুমিয়ে গেছ এ চোখে - পবিত্র ঘুম হয়ে!! কবিতাটা পড়ে মনে হলো সকল ক্লান্তি দূর হলো ,এখন আমার চোখেও রাজ্যের ঘুম চলে আসলো। প্রশান্তির ঘুম।

ভালো লাগলো অনেক :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস!!
রিলিফ পেয়েছেন শুনে খুশি হলাম!

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় বিভিন্ন কণ্ঠের একাকার হয়ে যাওয়াটা ভালো লেগেছে ভীষণ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

সানড্যান্স বলেছেন: মাইরি!!!

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৯

নোমান নমি বলেছেন: এত সুন্দর কবিতা লেখার গুণ কিভাবে লুকিয়ে রেখেছিলে চান্দু?
দারুণ হইছে কবিতা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

সানড্যান্স বলেছেন: সব ই তোমাদের দোয়া!!
অনেক ধন্যবাদ নোমান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.