নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

নিউজপেপার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

দৈনিক খবরের কাগজ আর ভাল লাগেনা

প্রতিদিন সেই পুরনো একঘেয়ে কাসুন্দি!

কোথাকার কোন বৃদ্ধ মন্ত্রী কি বলল

তাতে বুঝি আমার বয়েই গেল!!



একঘেয়ে খেলার পাতাভালো লাগেনা আর ,

কার উরু সুন্দর শারাপোভা না আজারেঙ্কার?

সত্যি করেই, দেখতেও ইচ্ছে করে না আর!!



ঘেন্না লাগে বিশ্ব সংবাদে বুশ পুতিনের লড়াই

ভাললাগে বিক্ষুদ্ধ রাজপথে বিক্ষোভের মিছিলে ভালোবাসার চুম্বন!

মিসর-সিরিয়া-আফগান বর্বরতা সেখানে নিমেষেই হয়রান!

দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু প্রতীক্ষায় যেন ,নেলসনের বাড়ি ফেরা!



সম্পাদকের সম্পাদকীয় আজ যত্তসব গদ্যকার্টুন,

বুদ্ধি বেচা বুদ্ধিজীবিরা মিথ্যাচারের বিকৃত পণ্য!

প্রতিদিনের বিশ্বে সুন্দরের বিচার হয় কে বেশী সুন্দরী?

জুলিয়া গিলার্ড না ইউলেনা তিমাশেঙ্কো!!

আলিয়া ভাটের হাইওয়েতে নগ্ন শরীরের বর্ণনা

আলোড়িত হয় অরুন-বিন্দু-প্রভার বিনোদনে!



শেয়ার বাজারের পাতা খুলতে আজ ভয় হয়!

নতুন করে কেউ বুঝি গলায় দড়ি নিল আজ!

বাড়ন্ত জিডিপি মুখে হাসি ফোটায়নি কৃষকের

মৃত্যুর বুঝি মরণ হল, এই সাঝঁ!



আবুল হোসেনরা উদ্বোধন করে কতশত পদ্মা সেতু,

বিলবোর্ডে ভেসে যায় উন্নয়নের বিজ্ঞাপনের কবুতরে

দৈনিক পত্রিকা সে ছবি ছেপে দেয়, পূণ;পূণঃবিজ্ঞপ্তি!



অপ্রিয় প্রেমিকার মত নাছোড়বান্দা মোবাইলের প্যাকেজ,

কামড়ে ধরা জমাট বাধা পোশাকে আকর্ষণীয়ারা হয় বিজ্ঞাপনে

ধর্ষনের খবরের উপস্থাপন যোগায় কামের!!!



১০ টাকা দাম দিয়ে কিনি, হয়ত অভ্যাসে,

চায়ের টেবিলে চোখ বুলাতে বুলাতে, প্রয়োজনে

অথবা পার্কের নগ্ন সিড়িতে ভালোবাসার আচ্ছাদনে!!!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

ডি মুন বলেছেন: ১০ টাকা দাম দিয়ে কিনি, হয়ত অভ্যাসে

খবরের কাগজ আর ভালো লাগে না :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

সানড্যান্স বলেছেন: হ্যা, আসলেই বড় একঘেয়ে হয়ে গেছে। ডিম ভাল জিনিস, খাওয়া ও যায়, দেয়াও যায়! :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: আমারও ভাল লাগে না ।


কবিতায় ভাললাগা +

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো অনুভূতিরা বিলীন হয়ে যাচ্ছে ক্রমশ.....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সানড্যান্স বলেছেন: ফিরিয়ে আনতে হবে, যে করেই হোক!!

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

সাদরিল বলেছেন: ভিন্ন রকম কবিতা লেখায় আপনার জুড়ি মেলা ভার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, অন্যরকম ভালোলাগা দিলেন!!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খবরের কাগজ আজ কর্পোরেট কর্তৃত্ব আর মিথ্যাচারের উপায় ছাড়া কিছুই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সানড্যান্স বলেছেন: কথাটা আসলেও অনেক আংশে সত্য!!

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

নোমান নমি বলেছেন: কবিতাটা দারুণ। তবে আরও অনেক বেশী দারুণ হতে পারতো। শুরুটা তাই বলছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

সানড্যান্স বলেছেন: আমি কি আর তোর মত লিখতে পারব রে ভাই? তুই তো এসবে বস!

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন:



দারুন +++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন লিখছেন!

++++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সানড্যান্স বলেছেন: এই টুকটাক আর কি!!

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

টুম্পা মনি বলেছেন: হাহাহা অন্যরকম! চমৎকার লিখেছেন। অন্তর্নিহিত কথাগুলো এবং কবিতা। ভালো লাগল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সানড্যান্স বলেছেন: ধরতে পারার জন্য অনেক ধন্যবাদ!

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

ভিয়েনাস বলেছেন: দারুন করে লিখেছেন...
নিউজপেপার আর পড়া হয়না /:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

সানড্যান্স বলেছেন: আমি চান্স পেলেই পড়ি!!

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

রাতুল_শাহ বলেছেন: হঠাৎ পাওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটা খুব মন দিয়ে পড়ি ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সানড্যান্স বলেছেন: এখনো?

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!

৩য় ভাললাগা।
+++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা আইডিয়ার উপর একটা কবিতা লিখেছেন। এটি রেখে দিন। ঠিক তিন মাস পর আবার পড়ুন, নিজের চোখ ও মনই বলবে কিছু পরিমার্জনের কথা। করুন। এটি আপনার অন্যতম সেরা কবিতা হয়ে উঠবে।

ভালো লেগেছে শারাপোভা থেকে অরুণ-বিন্দু-প্রভার উল্লেখে।

শুভ কামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার উপদেশ মনে রাখব। আপনাদের ভালোলাগাই আমার কবিতা লেখার সার্থকতা!!!

আপনাকেও শুভ কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.