নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

বিশ বছরের ব্যবধানে...

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

এইসব সাম্প্রতিক সময়!!!



বড্ড অবাধ্য এই নাকের জল! জড়িয়ে যাবে সুস্মিতাদের উড়ে যাওয়া সবুজ ওড়নায়!

একটু উষ্ণতার জন্য রাত বেড়ে মাঝ রাতে তপ্ত-উত্তপ্ত হবে সেসব হুমায়রার দীর্ঘশ্বাস!!

সেই একলা আমি ক্যামেলিয়া হাতে, রোজ সীমান্ত পাড়ি দিয়ে যাব তোমার আঙ্গিনায়!!

নিঃসংগ সে ছেড়া ময়লা চাদর-বালিশ এখনো আলিংগনে নোংরা পুরনো বিছানায়!!!



আজ হতে বিশ বছর পর!!!



সেইসব সুস্মিতারাও পুরনো হবে, মুটিয়ে যাবে, হাটঁবে সংসদে কিংবা লেকে,

রাতের বেলা দীর্ঘশ্বাস ছাড়বে, স্মৃতি হয়ে আসা পুরনো সময় হাসবে ফিকে!

হররোজ ক্লান্ত বিকেলে অফিস ফেরত শার্টে খুজবে লিপস্টিক-লম্বা চুল!

প্রতিদিন বলবে একি সে কথা -আমি তার সবচাইতে বড় ভুল!!!



পুরনো হবে সেইসব রিক্সা ভ্রমণ, ভালোলাগার বৃস্টি হবে বড্ড ক্লান্তিকর!!

ভালোবাসা হবে দায়িত্ববশে, কিংবা শরীরের আদিম প্রয়োজন অভ্যাসে!!

রাজনীতি-সংবাদ-খেলা নিয়ে ব্যস্ত আমি হাসবো হিন্দি সিরিয়ালে!!

তোমার রাগ অসহ্য হবে, অক্ষয়ের সাথে কাজলের ডিভোর্স হলে!!



খাবার টেবিলে, অতিরিক্ত এক চামচ লবন, তিক্ততা বাড়াবে সম্পর্কে!

ব্লাড প্রেসার-সুগার বাড়ছে!! বাড়ছেনা আয় -তোমার অভিযোগ!

এই প্রেমময় আমি হাত ধরতে-চুমু বিনিময়ে চাইলে বলবে,

ধ্যাত! বুড়ো! সময় পেরিয়ে যাচ্ছে, অতীতের ভুলের জন্য করছে না শোক!!



তখন এই প্রৌঢ় আমাকে কি ভালোলাগবে তোমার?

তখনো কি ভালবাসবে এই আমাকে? রাখবে সেইসব প্রতিশ্রুতি?

আমি ভালোবসেই যাব তোমাকে, করব প্রশংসা-স্তুতি!

ঠিক এই যেমন বিশ বছর আগে, সাম্প্রতিক সময়ে!!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫

নূর আদনান বলেছেন: কবিতার লাইন এত বড়!!! খুব ভাল লিখেছেন, ভাল লাগল

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
অনুকবিতা ফেসবুকে দেয়া যায়, ব্লগে দিলে ভাল দেখায় না!

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:০২

মামুন রশিদ বলেছেন: বিশ বছরের ব্যবধানে ভালোবাসা বেঁচে থাকুক, রঙ ছড়াক নীলিমায় ।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সানড্যান্স বলেছেন: হয় না, এমন তো হয়না
নদীর বুকে বৃষ্টি ঝরে
পাহাড় তারে সয় না!!!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

একজন আরমান বলেছেন:
খাবার টেবিলে, অতিরিক্ত এক চামচ লবন, তিক্ততা বাড়াবে সম্পর্কে!
ব্লাড প্রেসার-সুগার বাড়ছে!! বাড়ছেনা আয় -তোমার অভিযোগ!
এই প্রেমময় আমি হাত ধরতে-চুমু বিনিময়ে চাইলে বলবে,
ধ্যাত! বুড়ো! সময় পেরিয়ে যাচ্ছে, অতীতের ভুলের জন্য করছে না শোক!!


দুর্দান্ত ভাই।

প্রিয়তে।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সানড্যান্স বলেছেন: আরমান লজ্জা দিও না ভাই!! এমনিই টুকটাক লিখি!!!

অনেক ধন্যবাদ তোমাকে!!!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

এন এফ এস বলেছেন: ভালু লাগল :)

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, সেসাথে শুভকামনা!!!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুবই সুন্দর।।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই!! ভাল থাকবেন!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

নোমান নমি বলেছেন: এ পর্যন্ত তৃতীয়বার পড়লাম।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

সানড্যান্স বলেছেন: বিয়েশাদী করছ নাকি সামনে?

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬

আরজু পনি বলেছেন:

আমি ভালোবসেই যাব তোমাকে, করব প্রশংসা-স্তুতি!
ঠিক এই যেমন বিশ বছর আগে, সাম্প্রতিক সময়ে!!!



এমন ভালবাসাই জিইয়ে রাখে সম্পর্কগুলোকে ।

কবিতাটা নিজের শোকেসে নিলাম,
মনে রাখবো কথাগুলো , ভাবনা গুলো ।

অনেক সুন্দর প্রকাশ সানড্যান্স ।।

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ মিস! আপনাদের প্রশংসা পেলে বেশী ভাল লাগে!! অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা। ভাল থাকুন!!@আরজুপনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.