নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

চ্যাপস্টিক

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

তোমার চ্যাপস্টিক’টা একটু দেয়া যাবে?

আমি আঙ্গুলে মাখিয়ে, একটু ঠোঁটে দেব!

ভয় নেই, আমার ধূমপায়ী ঠোঁটে লাগাব না

একটু যত্ন নেব, এই হিট ল্যাবাইল ঠোঁটের!



স্ট্রবেরী, কমলা, বাতাবী লেবু -কোন ফ্লেভার নয়

সে চ্যাপস্টিকে -তোমার ভেজা ঠোঁটের ফ্লেভার হবে!

বহু বছরের তৃষ্ণার্ত ঠোঁট, ফেটে গেছে এই শীতে

তোমার দেয়া চ্যাপস্টিক ই হোক তোমার উষ্ণতা তবে!





ইউনিলিভারের নয়, স্কয়ারের নয়, ভ্যাজলিনের নয়

তোমার ব্যবহার করা সেই সস্তা চ্যাপস্টিক, দেবে কি?

আমি আঙ্গুলে মাখিয়ে নেব, একটু দেব এই ঠোঁটে

একটু যত্ন নেব, এই হিট ল্যাবাইল ধূমপায়ী ঠোঁটের!!



শুকিয়ে যাচ্ছে ঠোঁট, ছিড়ে যাওয়া চামড়ায় গড়াচ্ছে রক্ত

ভালোবাসা অঙ্কে দূর্বল আমি হিসাব করছি-অভিমান কত শক্ত!

প্রতিবছর ফিরতি শীতে, আমি চাইব তোমার কাছে

বেচেঁ থাকা বাকি দিন গুলোতে তোমাকে দেখার অজুহাতে!





তোমার ব্যবহার করা চ্যাপস্টিকটা একটু দেবে?

আমি সেটাকে আমার করে নেব!

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

অগ্নি সারথি বলেছেন: :(

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

সানড্যান্স বলেছেন: মন খারাপ হল কেন?

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

মামুন রশিদ বলেছেন: দারুন ;)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ফেসবুকত পড়ছি , ভালা লাগিছে

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ জানুইন, সিফাত!

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
আপনার কবিতার থিম পার্থক্য চোখে পড়ার মত।
দারুন।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

সানড্যান্স বলেছেন: আপনার এই অবজার্ভেশনটা ভালো লাগল দূর্জয় ভাই!

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
চ্যাপস্টিক কেউ দিবে না।

লিপজেল কিনে লাগায় দেন।


প্রতিবছর ফিরতি শীতে, আমি চাইব তোমার কাছে
বেচেঁ থাকা বাকি দিন গুলোতে তোমাকে দেখার অজুহাতে!


ভালোলাগা।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

সানড্যান্স বলেছেন: গত বছর শীতে এক বান্ধবী দিয়েছিল, দেখি এবার কয়েকজনের কাছে চেয়েছি, দেখা যাক কেউ দেয় নাকি!!


আর কেউই যদি না দেয়, দুইটা বোন আছে, যারটা ভাল্লাগে মাইরা দিব!!! :)

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: এখন প্লাস দেয়ার অপশনটা ঠিক হলোনা আমার :(

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

সানড্যান্স বলেছেন: আপনি মুখে বলেছেন, এতেই আমি খুশি, স্কাই ওয়াকার!

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

এ্যাপোলো৯০ বলেছেন:
শুকিয়ে যাচ্ছে ঠোঁট, ছিড়ে যাওয়া চামড়ায় গড়াচ্ছে রক্ত

রক্ত দেখতে ভাল্লাগে আমার :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

সানড্যান্স বলেছেন: প্রেমিকের ঠোঁটের রক্ত ভালো লাগে? ড্রাকুলা নাকি?

৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে ঠোঁটের আর্তনাদ।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ শঙ্কু ভাই, আপনি আমার ব্লগে প্রায়শই আসেন। আপনাকে কৃতজ্ঞতা।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

এ্যাপোলো৯০ বলেছেন: লেখক বলেছেন: প্রেমিকের ঠোঁটের রক্ত ভালো লাগে? ড্রাকুলা নাকি?

হুম, আমার এক্টাই শ্বদন্ত আছে :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

সানড্যান্স বলেছেন: ড্রাইছি

১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

এ্যাপোলো৯০ বলেছেন: ডড়ান ক্যান ????? আপনি তো প্রেমিক না X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.