![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
একটা মন খারাপের বিজ্ঞাপন দেব, তুমি বিলবোর্ড হবে?
একটা মন খারাপের ছবি আকঁব, তুমি ক্যানভাস হবে?
একটা মন খারাপের কবিতা লিখব, তুমি পদ্য হবে?
আমার খুব মন খারাপ হবে, কারন টা তুমি হবে?
রাজনৈতিক বিজ্ঞাপনের চেয়ে দামী হবে বিলবোর্ড
পিকাসো-ভিঞ্চি-দালিকে মানাবে হার সে ছবি!
নেরুদা-সুনীল-রবীন্দ্রনাথেরা অসহায় হয়ে রবে কবিতায়
আমার খুব মন খারাপ হবে, কারন টা তুমি হবে যে!
শীতের দিনের ভদকা হবে, মধ্যরাতের শ্যাম্পেন হবে
শরতে তুমি প্রেয়সী হবে, বসন্তে তুমি বাসন্তী হবে!
বর্ষাতে তুমি উষ্ণ হবে, হবে মিড সামারে কালবোশেখীর ঝড়
হেমন্তে আমি মন খারাপ করব, কারন তুমি দুঃখ হবে!
আমার তখন খুব মন খারাপ হবে, কারণ টা কি তুমি হবে?
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
সানড্যান্স বলেছেন: আল্লাহ বাচাইছে মামুন ভাই, শেষ পর্যন্ত আপনে একটা কমেন্ট দিছেন, নাইলে তো আজকে পুরা বেইজ্জতি!!
অনেক ধন্যবাদ!
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
মাহমুদ০০৭ বলেছেন: ভয় নাই সানড্যান্স তোর ক্ষয় নাই
আপনের ইজ্জত বাঁচাইতে আয়া পরচে মাহমুদ ০০৭
অসম্ভব কে সম্ভব করাই আমার কাজ
কবিতা অনেক অনেক ভাল লাগল , এতটাই যে প্রিয়তে নিতে আপত্তি
করলাম না !
ভাল থাকুন
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই, ইজ্জতের প্যারামিটার বাড়ছে আর এক ধাপ!!
অনেক অনেক ধন্যবাদ!!
৩| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন খারাপ বিলাস
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই!
৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০
আশিক মাসুম বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন: ভয় নাই সানড্যান্স তোর ক্ষয় নাই
মন বেশি খাড়াপ হলে আমাকে বইলেন।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আশিক ভাই।
আমার মন তেমন খারাপ হয়না, হইলে মিস্কল দিব!!
৫| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫
বোকামন বলেছেন:
বেশ ভালো লাগলো ! তুমি নিয়ে কবিতা
প্লাস
নেরুদা-সুনীল-রবীন্দ্রনাথেরা অসহায় হয়ে রবে কবিতায়
আমার খুব মন খারাপ হবে, কারন টা তুমি হবে যে!
আপনি ভালো লিখেন :-)
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
সানড্যান্স বলেছেন: প্রেম নিয়ে লেখাটা ভাল, প্রেম নিয়ে লেখলে আইনের উতপাত খুব কম!
ধন্যবাদ বোকামন ভাই।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নীল েমঘ বলেছেন: আমার তখন খুব মন খারাপ হবে, কারণ টা কি তুমি হবে? ...
আমার তো মনে হচ্ছে যে কেউ ই এক পায়ে দাড়িয়ে থাকবে এতোগুলো উপমা এবং অনুভূতির সাক্ষী হতে ...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
সানড্যান্স বলেছেন: কেউ দাড়াঁচ্ছেনা, এইটাই আফসোস!!
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
মামুন রশিদ বলেছেন: রাজনৈতিক বিজ্ঞাপনের চেয়ে দামী হবে বিলবোর্ড

পিকাসো-ভিঞ্চি-দালিকে মানাবে হার সে ছবি!
নেরুদা-সুনীল-রবীন্দ্রনাথেরা অসহায় হয়ে রবে কবিতায়
আমার খুব মন খারাপ হবে, কারন টা তুমি হবে যে!
চমৎকার! সুন্দর উপমায় দারুণ কবিতা ।
খুব ভালো লাগলো