![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
কিছু কিছু মধ্যরাত আসে,
মধ্যরাত তুমি হয়ে বুকে বসে থাকে!
অগোছাল হৃদয় যখন পায়নি, অগোছাল বিছানা কোন ছাড়!
তোমার জন্য নিকোটিন নয়, নিকোটিন ছাড়ার কারণ তুমি হতে পারতে!
সুন্দরীতমা, আয়না নয়, এই আমার চোখ দেখ!
কতটা বিশুদ্ধ প্রতিমা তুমি!
-এই নেশাতুর রক্তাক্ত চোখে!!
ছায়াহীন হৃদয় নিয়ে এতটা একা!
পাজঁরের হাড়গুলো শুকিয়ে কাঠ!
যেমন ধরে নাও মরুভূমির বালুকণার,
জলহীন বেঁচে থাকা!
কিছু কিছু মধ্যরাত শেষ হয়ে যায়,
অথচ তোমার ভোর হয় না!
অথচ তোমারে আকশে সূর্য ওঠে না
তোমার তৃপ্ত হৃদয় অগোছাল হয়না!!
এভাবে, হাজার হাজার মধ্যরাত তুমি হয়ে বসে থকবে!!!
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!!
২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮
নোমান নমি বলেছেন: মধ্যরাত খ্রাফ। খালি কার কার কথা মনে করায়া দেয়।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪
সানড্যান্স বলেছেন: বুকের বাম পাশে ব্যথা রে নোমান, খুউউউব ব্যথা!!!
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
সাদরিল বলেছেন: অনেক দিন পর লগ ইন করলাম সআন ড্যান্স ভাই কোন কবিতা দিয়েছেন কিনা দেখতে, এসেই পেয়ে গেলাম.।।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ সাদরিল ভাই, আপনাদের উতসাহ আমাকে প্রেরণা দেয়।
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিছু কিছু মধ্যরাত শেষ হয়ে যায়,
অথচ তোমার ভোর হয় না!
অথচ তোমারে আকাশে সূর্য ওঠে না
তোমার তৃপ্ত হৃদয় অগোছালো হয় না!!
এভাবে, হাজার হাজার মধ্যরাত তুমি হয়ে বসে থকবে!
আমি আপনার কবিতার ফ্যান হয়ে যাচ্ছি। আপনার কবিতা খুব টানে আমাকে।
শুভ কামনা।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১২
সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার কমেন্ট পেলে আমার সত্যিই খুব ভালো লাগে।
আপনার কবিতা দেখলেই আমি পড়ি। প্রায়ই পোস্ট দিয়ে আশা করি আপনি দেখবেন, ম্যাক্সিমাম টাইম ই দেখি আপনি আসেন নি!!
তখন খুব হতাশ লাগে!!!
আমার কবিতা লেখার পিছনে আপনার উৎসাহ আমার কবিতাকে এগিয়ে নিয়ে যাবে!!!
৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬
এ্যাপোলো৯০ বলেছেন: কিছু কিছু মধ্যরাত শেষ হয়ে যায়,
অথচ তোমার ভোর হয় না!
আপ্নার লেখা পড়েই যাওয়া হয়, কমেন্ট করার সাহস হয় না।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৩
সানড্যান্স বলেছেন: কেন রে ভাই? আপনাদের মত সিনিয়র ব্লগারদের কমেন্ট পেয়ে নিজেকে ধন্য লাগছে!!!
৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
এ্যাপোলো৯০ বলেছেন: আপনাদের পাশে নিজেকে ব্লগার বলার সাহস নাই আমার, আমাকে ব্লগার এবং সেই সাথে সিনিয়র বলে লজ্জ্বা না দিলেই ভালো হয়।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।