নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

অস্ত্র কাব্য!!!

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০২





আমি একটা অস্ত্র কিনেছি, কালোবাজার থেকে

ভয়ঙ্কর এক সন্ত্রাসীর থেকে, অনেক দেখে শুনে

চেম্বার ভর্তি ছয় ছয়টি বুলেট, একটি দিয়েছে এক্সট্রা,

সেই তোমার জন্য, যে ছিলে আমার সিরিজ প্রেমের শেষটা!



তোমার অবৈধ অস্ত্রে আমাকে বহুবার গুলিবিদ্ধ করেছিলে

হৃদপিন্ডে খুব করে গেথেঁ দিয়েছিলে পিতলের সেই বুলেট

তাই জীবনটাকে নিয়ে পিকেটিং করছি, ককটেল ফাটাচ্ছি

হরতালের ভরদুপুরে হাহাকারের মিরপুর রোড হয়ে ঘুরে বেড়াচ্ছি!!



আমি এক ভয়ঙ্কর অস্ত্র কিনেছি, যাবজ্জীবন শাস্তি জেনেই পেয়েছি

সেই অস্ত্র তোমার দিকে তাক করা, হৃদপিন্ড থেকে বুলেট ধার নিয়েছি,

আমাকে দেয়া, তোমার ক্ষত গুলো, তোমাকে ফেরত দেব বলে!!



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

মামুন রশিদ বলেছেন: ভয়ংকর কবিতা :|

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

সানড্যান্স বলেছেন: ভয়ঙ্কর ধন্যবাদ নিন!!

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত বস।

হৃদপিন্ড থেকে বুলেট ধার নিয়েছি,
আমাকে দেয়া, তোমার ক্ষত গুলো, তোমাকে ফেরত দেব বলে!!


ডাক্তার সাহেব অনেক এগ্রেসিভ হয়ে গেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

সানড্যান্স বলেছেন: ডাক্তারদের এগ্রেসিভ নাহলে চলে রে ভাইয়া? রোগী দেখতে, ঔষধ লিখতে অনেক সাহস লাগে!!!

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.