নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

তুমি মিথ্যে বলেছ তাই!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

তুমি মিথ্যে বলেছ তাই



তুমি মিথ্যে বলেছ তাই

বিচ্ছিন্নতাবাদী হয়েছি, উষ্কানী দিয়েছি গেরিলা যুদ্ধে

ফুলের দোকানে পসরা দিয়েছি সি-ফোর এক্সপ্লোসিভের

হয় মারবো না হয় মরবো !



তুমি মিথ্যে বলেছ তাই

বৃষ্টিরা সব হরতাল ডেকেছে , ধূলোময় হয়েছে শহর

জোছনারা সব লুকিয়ে গেছে, চন্দ্রাহত হয়েছে নগর

উন্মাদ অথবা উন্মাদনাতে।



তুমি মিথ্যে বলেছ তাই

অনিবার্য কারনেরা তৈরি হয় , উদযাপিত হয় অদ্ভুত সব দিবস

করুণা করেছি পহেলা ফাল্গুন, শাহবাগে হয়েছে চৈত্র সংক্রান্তি

ভালবাসাদিবস?- নিষ্কাম! ট্র্যাজেডি/কমেডি ।



তুমি মিথ্যে বলেছ তাই

তেতো পানিতে তৃষ্ণা মেটে, উষ্ণ হয় শরীর

অক্সিজেন বড্ড অপছন্দ, নিকোটিন চায় ফুসফুস,

বুকে ব্যথা !



তুমি মিথ্যে বলেছ তাই

নাগরিক অসুবিধায় তোমাকে মনে পড়ে

থেমে যাওয়া সিলিং ফ্যান অথবা পানিহীন শাওয়ার

তোমাকে মনে করায়।



তুমি মিথ্যে বলেছ তাই

আমি এখনো তোমাকে হারিয়ে ফিরি

হয়তো পাশের বাসার ছাদ কিংবা ইসলামাবাদ

অথবা চোখের কোনায় – সেই মিসেস সেন !



তুমি মিথ্যে বলেছ তাই

পুড়িয়ে ফেলেছি অরিগ্যামী কিংবা তার ভেতরের চিঠি

প্রত্যাখান, প্রতারণায় নিজেই টেনেছ নিজের ইতি

প্রাপকঃ আকাশের ঠিকানা এখন !



তুমি মিথ্যে বলেছ তাই

অসুস্থতাকে ভালোবাসি, আরও অসুস্থ-বিকৃত হতে পারি

অমানুষ অথবা না মানুষ হতে জানি।

সেই তুমিই শিখিয়েছ !



তোমার ক্ষমা নেই, তোমার ঈশ্বর নেই

তুমি মিথ্যুক, তুমি প্রতারক ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

অনাহূত বলেছেন: তুমি মিথ্যে বলেছ তাই

তোমার ক্ষমা নেই, তোমার ঈশ্বর নেই
তুমি মিথ্যুক, তুমি প্রতারক ।


কি দ্ব্যর্থহীন কন্ঠে উচ্চারিত শব্দগুলো।
মুগ্ধতা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মতামতের জন্য।
কবিতা ভাল লেগেছে বলে আবারো ধন্যবাদ!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

মায়াবী ছায়া বলেছেন: বাহ দারুন লিখেছেন।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আপু আপনার প্রশঙ্গসার জন্য।দোয়া করবেন যেন সামনে আরো ভাল লিখতে পারি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.