নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটা রম্য গল্প, হালকা ১৮+

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

ব্যাপারটা কিছুটা অশালীন কিংবা হয়ত স্বাভাবিক, হয়ত এমন টাই হয়! ঘটনাটা হল, তিথির সাথে বান্নার সেই প্রেম ছিল, যাকে বলে উথাল পাথাল!!! তো বান্না হঠাত সাময়িক অর্থকস্টে পরায় চিরাচরিত বাঙ্গালী মেয়ে তিথি তাকে ডিচ করে দিল। তখন আবার আশকারীর উঠতি সময়, হাগতে-মুততে আম্রিকা যায়, পকেট ভর্তি পয়সা, তিথির আশকারীকে ভাল লেগে গেল। খুব স্বাভাবিক ব্যাপার, এমনটাই হয়।:|





কিন্তু ব্যাপারটা বান্নার ইগোতে সাংঘাতিক ভাবে আঘাত করল, সে ঠিক করল, তিথিকে এসিড মারবে, পরে ভাবল, নাহ এসিড মেরে কাজ হবে না, তাকে গুলি করে মেরে ফেলতে হবে। বান্না খোজঁ নিয়ে জানতে পারল, সান ভাইয়ের কাছে একটা টূটু বোরের রাইফেল আছে। এমনিতেই সান ভাইর সাথে বান্নার বেশ ভাল সম্পর্ক, তো বান্না রাইফেলটা সান ভাইয়ের কাছ থেকে ধার নিল, বেশ কিছু গুলিও নিল সাথে, সে আজ খুন করবে তিথি কে, রক্ত পান করবে তিথির!X(





সান ভাইয়ের অস্ত্র নিয়ে বান্না তিথি আর আশকারীর ডেটিং প্লেস খুজেঁ বের করল। তারা দুজন প্রায়শই ধানমন্ডি লেকের ঝোপের নীচে বসে প্রেম বিনিময় করে। নির্ধারিত দিনে ধানমন্ডি লেকের ঐপারে বান্না কমান্ডো সাজে প্রস্তুত, হাতে তার টূটু বোরের রাইফেল, জারি হয়ে গেছে তিথির মৃত্যু পরোয়ানা।

বান্না রাইফেল লোড করে তিথির বুক বরাবর এইম করল, এক গুলিতেই কাজ শেষ করে ফেলতে হবে। টানটান উত্তেজনা নিয়ে বান্না ট্রিগারে শক্ত করে আঙ্গুল চেপে ধরল, বের হয়ে গেল গুলি, তীব্র আর্তনাদ ভেসে আসল বাতাসে, আশকারী ও তিথির!/:)





পরের দিন আশকারী সেই সান ভাইয়ের হসপিটালে রক্তাক্ত হাতে গুলি বিদ্ধ অবস্থায় ভর্তি হল! তিথি ভাল আছে, লেকের পাশে ঝোপের নীচে তার বুকের উপর আশকারীর ভালোবাসার হাত তাকে মৃত্যুর হাত থেকে বাচিঁয়ে দিয়েছে।

;)



বি.দ্র.: এই গল্পের কারো নামের সাথে কারো নাম মিলে গেলে উহা কাকতাল মাত্র, নামের ব্যাপারে প্রতিবাদ প্রমান করবে ঘটনা সত্য!

আর সান ভাই, বান্না এবং আশকারী দুজনের ই খুব প্রিয় ভাই।:P

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: সান ডেন্স গল্পটা ভালই লাগল
চালিয়ে যাও সামনে আরও ভাল হবে ।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার দেয়া অনুপ্রেরনা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: ভালবাসার বুকে হাত তাহলে মাঝে মাঝে জীবনও রক্ষা করে!হা হা হা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সানড্যান্স বলেছেন: সেফ গার্ড হইল এখন হাত। :)
ধন্যবাদ!!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

অপ্রচলিত বলেছেন: মাথার উপর দিয়ে গেল। ভালো লাগে নাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

সানড্যান্স বলেছেন: সব কিছু সবার জন্য নয় রে ভাই!!! সবার এন্টেনার ফ্রিকোয়েন্সিও এক নাহ!!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাতের মাহাত্ম্য ;)

ভালো লাগলো ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ বস!! ভাল আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.